যত টুকু করবেন তত টুকু ফেরত পাবেন।

লিখেছেন লিখেছেন কবিতা ১৮ এপ্রিল, ২০১৩, ০৩:১১:৪৪ দুপুর

ছোট বেলায় আমার মা একটা গল্প প্রায়ই বলত।গল্পটা ছিল এরকম,বউ আর শাশুরি নদীতে গোসল করতে গেছে ।শাশুরী বউ কে বলছে বউমা,আমার পিঠে একটু সাবান দিয়ে দাও।বউ আর দিচ্ছে না।বউ এর দেরী দেখে শাশুরী আবার বলছে কি বউমা দিচ্ছনা কেন? তখন বউ বলছে মা আমিতো দিতে চাচ্ছি কিন্ত আমার হাত আপনার পিঠে যাচ্ছে না,শুধু আমার পা চলে যাচ্ছে আপনার পিঠে।শাশুরী তখন বল্ল দেও বউমা পা দিয়েই দাও আমি আমার শাশুরীকে পা দিয়েই দিয়েছিলাম।

ছোট এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই,আজকে আমি বউ আগামি দিনের শাশুরী ,কাজেই আমার শাশুরীর সাথে এরকম আচরন যেন না করি ,যে আচরন আমার ছেলের বউ আমার সাথে করলে আমি কষ্ট পাব,সেই রকম আচরন আমার করা উচিত আমার শাশুরীর সাথে চেই রকম আচরন আমি আমার ছেলের বউয়ের কাছ থেকে আশা করি।

বিষয়: বিবিধ

১৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File