শিবির খুব খারাপ

লিখেছেন লিখেছেন কবিতা ১৬ এপ্রিল, ২০১৩, ০৫:১৩:৪৫ বিকাল

সাঈদী সাহেবের রায়ের পর একদিন এক লোক আমাকে বলতেছে জানেন দেশের অবস্থা খুব খারাপ । আমি না জানার ভান করে বললাম কেন কি হয়েছে ?

সে বল্ল : কেন টিভি দেখেন না ?

আমি:আমার টিভিতে বাংলা চ্যানেল নাই।

সে বল্ল: ইন্টার নেটে বাংলাপেপার দেখেন না?

আমি:ইন্টার নেটে বসার সময় পাই না,আপনি বলেন না কি হইছে দেশে।

সে তখন বল্ল,শিবিরেরা দেশের সব মানুষ মেরে ফেলতেছে,

আমি কি ভাবে ।

সে বল্ল,ওদের সাথে কেউ পারে না।

আমি বল্লাম কেন পারে না।

সে বল্ল,শিবির তো মৃত্তুকে ভয় পায় না ,মরার জন্যই ওরা আসে ,ওদের শক্তিও বেশি ওদের টাকাও অনেক বেশি।আর শিবিরেরা অনেক বেশি খারাপ।

আমি বললাম ভাই আপনার কাছ থেকে শিবির সম্পর্কে অনেক কিছু জানলাম তো আপনি বলেনতো শিবির খারাপ নাকি ছাত্রলীগ খারাপ।

সে বল্ল,শিবির খারাপ ।

আমি বললাম কেন ,শিবির কি ধর্ষন করে্?

শিবির কি চাদাবাজি করে?শিবির কি টেন্ডারবাজি করে?

শিবির কি ভর্তিবানিজ্য করে? শিবির কি নিজেরা নিজেরা মারামারি করে?আমাদের সমাজে আরো যে সব খারাপ কাজ বিরাজমান সে গুলো কি শিবির করে?

সে তখন বল্ল,না এগুলো শিবির করে না,

আমি তাহলে এগুলো কে করে সে বল্ল, এগুলো ছাত্রলীগ করে।

তখন আমি বললাম আপনিই বললেন শিবির খারাপ,আবার আপনি স্বীকার করলেন শিবির কোন খারাপ কাজ করে না ,কিরকম হয়ে গেল না।তখন সে আার কোন কথা না ওখান থেকে চলে গেল।

বিষয়: বিবিধ

৩৫৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File