চলুন ফিরে যাই শৈশবে
লিখেছেন লিখেছেন মুমতাহিনা তাজরি ১১ মার্চ, ২০১৩, ০৯:৫৩:২৭ রাত
কতনা মধুর ছিলো সেই শৈশব,যদি আবার ফিরে পাইতাম।
বালু দিয়ে ঢিল ছুড়া।
মাছ ধরা দেখলেই মনে হত পানিতে নেমে পড়ি।কিন্তু মেয়ে হওয়ার কারনে পারতামনা।
সুপারী গাছের এই জিনিষটাতে কতইনা চড়েছি।
কৈশরের দুরন্তপনা।
এভাবে শি শি কত জনে করেছেন?
এটা নিশ্চয় সবাই করেছেন।
ইচিং বিচিং তিচিং চা, প্রজাপতি উড়ে যা।
এই খেলাটা সবাই পারতামনা।
সিলেটিতে এটাকে টুপাটুপি বলা হয়। এরকম ৪/৫ জন মিলে ঘরের বাইরে রান্নাবান্না করে বাইরে বসে খেতে কি যে আনন্দের তা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন।
পাখি ধরে পাখির যত্ন নেয়া খুব মজার ছিলো।
এটা রীতিমত দুষ্টামি, কতজনে করেছেন এই সাহসীকতা পূর্ন দুষ্টামি।
বর্শীতে মাছ মারায় কিন্তু সবাই পারদর্শী না। অনেকের বর্শীতে মাছ খাবার খেয়ে পালিয়ে যেত, বিশেষ করে আমার।
চলুন সবাই মিলে একটু শৈশবে ফিরে যাই।কতই না মজার ছিলো আমার আপনার সকলের শৈশব। নেই কোন টেনশন, হিংসা বিদ্ধেষ বা অভাব অভিযোগ। শুধু পড়াশুনা নিয়ে একটু ঝামেলা ছিলো।
বিষয়: বিবিধ
৩৭৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন