দেখি কে বলতে পারেন:আসুন সবাই মিলে বুদ্ধি খাটাই
লিখেছেন লিখেছেন মুমতাহিনা তাজরি ০৭ মার্চ, ২০১৩, ০৩:২১:৪৮ রাত
আপনাদের একটি গল্প বলব।গল্পের পর আপনাদের জন্য দুইটি প্রশ্ন থাকবে।দেখি কতজনে সে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন।
গল্পটা এরকম.........................
তারা তিন বন্ধু মিলে একটি আমের বাগান দিয়েছে।আম ধরার সময়ে আম গাছে যথারীতি আমও ধরেছে।
এক রাতে কালবৈশাখী ঝড়ে আম গাছের কিছু আম মাটিতে পড়ে গেল।
ভোর বেলা প্রথমে এক বন্ধু আম বাগানে গিয়ে দেখলো কিছু আম গাছের নিচে মাটিতে পড়ে আছে।
সে আম গুলোকে ৩ ভাগ করে ২ ভাগ তার অপর দুই বন্ধুর জন্য রেখে ১ ভাগ নিয়ে বাড়িতে গেল।
কিছুক্ষন পর অপর এক বন্ধু আম বাগানে গিয়ে দেখলো কিছু আম মাটিতে পড়ে আছে। সে আম গুলোকে আবার ৩ ভাগ করল। সমান সমান ৩ ভাগ করার পর দেখল ১টি আম বেশী। সে তার ভাগের আম গুলি নিলো। সাথে ভাগ করার পর বেশী পড়ে থাকা আমটিও নিয়ে নিলো।
আরোও কিছুক্ষন পর অপর বন্ধুটিও বাগানে এল। সেও দেখলো বাগানে কিছু আম পড়ে আছে।কিন্তু ৩ ভাগ করে নেয়ার মত আম না। তাই সে পড়ে থাকা সবগুলো আম নিয়ে নিলো।
তারা যখন সবাই একসাথে মিলিত হলো তখন জানতে পারলো যে সবাই আম নিয়েছে এবং সবার ভাগে সমান আম পড়েছে।
এখন প্রশ্ন হলো.........................।
বাগানে আম গাছের নীচে কয়টি আম পড়েছিল ?
তারা প্রত্যেকের ভাগে কয়টি আম পড়েছে ?
বিষয়: বিবিধ
২১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন