নবীর কথা ও আমার অবস্তান
লিখেছেন লিখেছেন মুমতাহিনা তাজরি ০২ মার্চ, ২০১৩, ০৫:৩১:১১ সকাল
যালিমকে বাধা দান এবং মযলুমকে সাহায্য করা হলো মুসলমানদের পবিত্র দায়িত্ব।
উক্ত দায়িত্ব পালন না করে বরং যে এর বিপরীত করে,অর্থাৎ মযলুমের কোন সাহায্য না করে যালেমেরই সাহায্য করে,সে ইসলামের সকল নিয়ামত হতে বঞ্চিত হবে।
হাদীস::" হযরত আওস ইবনে সুরাহবীল (রা) হতে বর্ণিত, তিনি নবী করীম (স)-কে বলতে শুনেছেন: যে ব্যক্তি যালিমকে যালিম বলে জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার উদ্দেশ্যে অগ্রসর হবে,সে ইসলাম হতে বের হয়ে যাবে।"
(( বায়হাকী ))
তাই আমরা নিজেদের বিবেককে প্রশ্ন করা দরকার যে, আমি কি করছি ? আমি যালিম কে সাহায্য করছি না মযলুমকে সাহায্য করছি।
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন