যখন কেউ পাশে থাকবে না (একটি গান)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০১ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:০১:১৩ রাত

যখন কেউ পাশে থাকবে না

কেউ ডাক শুনবে না

তখন তুমি কাছে থেকো হে প্রিয়

তুমি মোরে আপন করে নিয়।

-

ঘোর আঁধারের ঘরে আসবেনা কেউ

আসবে না জানি জ্বালাতে আলো

চারিদিক শুন্যতায় ভরবে যখন

দু'চোখে নামবে আধার কালো

তখন তুমি আলো জ্বেলে দিয়

তুমি মোরে আপন করে নিয়।

-

পুলসিরাতের ঘাটে বাঁধা যদি পরে যাই

কাউকে ত পাবোনা হাত ধরিবার

কেউ ত আসবেনা দু হাত বারিয়ে

আমাকে করে দিতে ঘাট পারাপার

তখন তুমি পার করে দিয়

তুমি মোরে আপন করে নিয়।

-

শেষ বিচারের দিনে যদিগো ধরা পরি

গুনাহের পাল্লাটা যদি ভারী হয়

কেউ ফিরে তাকাবেনা পুন্যতা নিয়ে যখন

আমাকে ভালবেসে স্নেহ মমতায়

তখন তুমি মাফ করে দিয়

তুমি মোরে আপন করে নিয়।

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381639
০২ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:২৫
381645
০২ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:২১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চমৎকার লিখেছেন জনাব!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File