এক ক্ষুদ্রতম ব্লগারের প্রাণের আকুতি! (২০০ তম পোস্ট)
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০১ ফেব্রুয়ারি, ২০১৭, ০৭:৪১:৫০ সন্ধ্যা
আসুন প্রিয় ব্লগ বন্ধুরা, করি আহ্বান
মনের মত সাজাই আবার ব্লগবাগান
ডোমেইন চেঞ্জ, কমেন্ট কম, টেনশন!
হৃদয়ের টানে প্রতিনিয়ত লিখতে থাকুন।
বিনে সুতোর নিষ্ঠুরতা হঠাৎ আসে নেমে
তাই বলে ব্লগে পোস্ট, যাবে কী থেমে?
হতাশ হওয়া নয়কো কাজ সাহসীদের
আজও আছে দিকে দিকে বংশ এজিদের।
....
সিনিয়ররা একটুখানি স্যাক্রিফাইস করুন
ভালবাসার সেই সাম্পানটি তীরে ভিড়ান,
অপেক্ষারত হাজারো সৈনিক বিডিব্লগে
চিরকাল থাকবে বন্ধন মধুর অনুরাগে।
ভ্রাতৃত্ববোধে আমরা ঐক্যবদ্ধ আছি
থাকবো ব্লগার হিসেবে যতদিন বাঁচি।
অধমের আহ্বানটি ফেলনা মনে করে
কেউ প্লীজ যাবেন না, বিডিব্লগ ছেড়ে।
*********
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চোখ দুটো টানা টানা
আহা আহা আহা আহা
আমি তো এমন সাহস করতেই পারিনা!
আরো থেকে আরো কাঁপান, সেই দোয়া।
আর আমি আছি ব্লগে......
এখনো অনেক বাকি শেখা!
একদম সময় পাই না। ধন্যবাদ বন্ধু।।
সবাই মিলে ব্লগটাকে আবার জাগিয়ে তোলা, সময় উপযোগী হতো।
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন