এক ক্ষুদ্রতম ব্লগারের প্রাণের আকুতি! (২০০ তম পোস্ট)

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০১ ফেব্রুয়ারি, ২০১৭, ০৭:৪১:৫০ সন্ধ্যা



আসুন প্রিয় ব্লগ বন্ধুরা, করি আহ্বান

মনের মত সাজাই আবার ব্লগবাগান

ডোমেইন চেঞ্জ, কমেন্ট কম, টেনশন!

হৃদয়ের টানে প্রতিনিয়ত লিখতে থাকুন।

বিনে সুতোর নিষ্ঠুরতা হঠাৎ আসে নেমে

তাই বলে ব্লগে পোস্ট, যাবে কী থেমে?

হতাশ হওয়া নয়কো কাজ সাহসীদের

আজও আছে দিকে দিকে বংশ এজিদের।

....

সিনিয়ররা একটুখানি স্যাক্রিফাইস করুন

ভালবাসার সেই সাম্পানটি তীরে ভিড়ান,

অপেক্ষারত হাজারো সৈনিক বিডিব্লগে

চিরকাল থাকবে বন্ধন মধুর অনুরাগে।

ভ্রাতৃত্ববোধে আমরা ঐক্যবদ্ধ আছি

থাকবো ব্লগার হিসেবে যতদিন বাঁচি।

অধমের আহ্বানটি ফেলনা মনে করে

কেউ প্লীজ যাবেন না, বিডিব্লগ ছেড়ে।


*********

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381626
০১ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:১৩
হতভাগা লিখেছেন : আমার মনে হয় ব্লগে আবার অপি বাইদানদের ফিরিয়ে আনা উচিত । ওরা থাকলে ব্লগটা গরম থাকে ।
০১ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:৩৬
315567
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সাথে নীলাঞ্জনাকে?
০২ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৯:৫২
315570
গাজী সালাউদ্দিন লিখেছেন : নীল নীল নীলাঞ্জনা
চোখ দুটো টানা টানা
আহা আহা আহা আহা
০২ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ১০:৩২
315574
হতভাগা লিখেছেন : ভিক্টোরিয়া , ফুয়াদ পাশা , ফখরুল ইসলাম এরাও ফিরে এলে জম জমাট একটা পরিস্থিতির সৃষ্টি হবে
381633
০২ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৯:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি তো কাঁপিয়ে দিলে কবি সাহেব! ২০০ পোস্ট!
আমি তো এমন সাহস করতেই পারিনা!
আরো থেকে আরো কাঁপান, সেই দোয়া।
আর আমি আছি ব্লগে......
০২ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:১৮
315585
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ছাই পাশ লেখা
এখনো অনেক বাকি শেখা!

একদম সময় পাই না। ধন্যবাদ বন্ধু।।
381640
০২ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব খালি!!!
০২ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:১৮
315586
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চিক চিক করে বালি!
381752
০৮ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:১৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বার বার ডোমেনেই চেইন্জ করার কারনে ও এমনটা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে
০৮ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:২৩
315628
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একমত। অনেক ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয়।
381768
০৯ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:১০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ২০০ তম পোষ্টে আপনাকে অভিনন্দন।
সবাই মিলে ব্লগটাকে আবার জাগিয়ে তোলা, সময় উপযোগী হতো।
ধন্যবাদ আপনাকে
২১ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০২:২৫
315765
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সবার যেটা কামনা, ঠিক আমারও তাই। অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File