RoseRoseRoseলালসালু'র "বিয়ের পরে" ছড়ার মন্তব্য ছড়া।RoseRoseRose

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৪ মে, ২০১৩, ১১:৩৭:১৭ রাত

রাত ১২ টায় ঘরে ফিরি আমি

প্রতিদিন কাজের শেষে

বউ আমার দরজা খুলে দেয়

মুখে একগাল হেসে।

Rose

আমায় বলে কাপড় পাল্টাও

এসো ধোয়ে মুখ হাত

একটু পরেই আমার মুখে

বউ তুলে দেয় ভাত।

Rose

আজ কতদিন হয় আমি

খাইনা আমার হাতে

বউ আমার মুখে ভাত দেয়

প্রতিদিন রোজ রাতে।

Rose

এমন লক্ষি বউ ভাগ্যে জুটে

কপাল ক'জনার আছে

আর কিছুই বললাম না এখন

লোকে কি বলে পাছে।

বিষয়: বিবিধ

২৪৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File