

লালসালু'র "বিয়ের পরে" ছড়ার মন্তব্য ছড়া।


লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৪ মে, ২০১৩, ১১:৩৭:১৭ রাত
রাত ১২ টায় ঘরে ফিরি আমি
প্রতিদিন কাজের শেষে
বউ আমার দরজা খুলে দেয়
মুখে একগাল হেসে।![]()
আমায় বলে কাপড় পাল্টাও
এসো ধোয়ে মুখ হাত
একটু পরেই আমার মুখে
বউ তুলে দেয় ভাত।![]()
আজ কতদিন হয় আমি
খাইনা আমার হাতে
বউ আমার মুখে ভাত দেয়
প্রতিদিন রোজ রাতে।![]()
এমন লক্ষি বউ ভাগ্যে জুটে
কপাল ক'জনার আছে
আর কিছুই বললাম না এখন
লোকে কি বলে পাছে।
বিষয়: বিবিধ
২৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন