মজার দেশ

লিখেছেন লিখেছেন সংযোগ ২৫ মে, ২০১৩, ১২:১৩:০১ রাত



মজার দেশে ভজা রাজা খুব পড়েছে টেনশনে

আর কিছুদিন পরেই রাজার যেতে হবে পেনশনে।

তাই তো রাজার দিলটা ভাজা, মনটা ঠাঁসা কষ্টে

সময় শুধু যাচ্ছে কেঁটে, দৃষ্টি চোখের নষ্ট।

রাজার সকল উজির নাজির পাক পেয়াদা সৈন্য

রাজার আদেশ মান্য করে বলছে মোরা ধন্য।

রাজা অতি বুদ্ধিমতি মতিন বাবুর জন্য

মতিন এখন সংখ্যা গুনে দেশ পালাবার জন্য।

কেন!

কারন, মতিন বাবুর মত হারিয়ে সংঙ্গ যে তিন পথ হারিয়ে

লুকিয়ে গেছে অংকতে

ভজা রাজার ভোজন তো শেষ

তাই তো প্রজা বলছে যে বেশ। আর দুটো দিন ধর্য ধর

ভোর আকাশে পূব বাতাসে একটু নিবাস কর

মজার দেশে মজার রাজা ঠেলায় যাবে চরে

এখন যদি কথা বলো সত্যি যাবে মরে।

ভজা রাজার ভোজন সভা কবিয়ালের কাব্য লেখা

দুদিন পরে যাবে দেখা

সবুজ পথে নয়তো টু’ডে।। টুমোর >>>>>

বিষয়: বিবিধ

১১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File