৪২বছর পরেও আমি স্বাধীনতাকে খুজঁছি।
লিখেছেন লিখেছেন নুরূল ইসলাম ২৪ মে, ২০১৩, ১১:৩৪:৪৫ রাত
হায়দার হোসেনের গাওয়া গানের অনুকরনে
কি দেখার(সুন্দর একটা বাংলাদেশ) কথা কি দেখছি(প্রতিপক্ষকে ঘায়েল),কি শোনার(শ্রুতিমধুর কথা) কথা কি শুনছি(অশালীন কথাবাতা),কি ভাবার(কিভাবে দেশে শান্তি ফিরে আসবে) কথা কি ভাবছি(নিজের স্বাথ নিয়ে),কি বলার(ন্যায় কথা বলার) কথা কি বলছি(হিংসা-প্রতিহিংসার কথাবাতা),৪২বছর পরেও আমি স্বাধীনতাটাকে(যেদিন কারো মনে কোনো অশান্তি থাকবে না) খুজঁছি।
স্বাধীনতা কি বৈশাখী মেলা(নগ্ন হয়ে মজামাস্তি করা) পান্তা ইলিশ খাওয়া(অনেকে কোন খাদ্যই খেতে পায় না আর ইলিশ!)?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান(যেগুলো কোন সভ্য সমাজের রূচি না) গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার(কে বুদ্ধিজীবি কে সুশীল সমাজ আজকাল বুঝাই যায় না!)?
স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার(ফুল দেওয়ার রীতি কোথা হতে আসল এটাখোজাঁ দরকার!)?
স্বাধীনতা কি গল্প-নাটক(রাজনৈতিক অভিনয়) উপন্যাস(তসলিমা নাসরিনের লেখা অরূচিপূণ লেখা) আর কবিতা(প্রেমিকা সম্বলিত লেখা)?
স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতায়(হাজার হাজার মানুষকে অখুশী রেখে নিজে থুশি থাকা)?
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি(নিজেরা বাস না করে ভাড়া দিয়ে রাখে)?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী(কত কষ্ঠেই না বাস করছে ওরা,খবর নেওয়ার কেউ নেই)?
স্বাLীনতা কি হোটেলে হোটেলে ব্রান্ড ফ্যাশন শো(যেখানে অনেক কুকম হচ্ছে)?
স্বাধীনতা কি দু:খীনি নারীর জরাজীণ বস্ত্র(বস্ত্রহীনভাবে অসংখ্য নারী বসবাস করছে)?
স্বাধীনতা কি গজিয়ে উঠা অভিজাত পথশালা(বাংলাদেশের অসংখ্য রাস্তাঘাটে লোকজন চলাফেরা করতে পারছে না )?
স্বাধীনতা কি অন্নের খোজেঁ কিশোরী প্রমোদ বালা(অনেক কান্নাকাটি করেও খাবার পাচ্ছে না)?
স্বাধীনতা কি নিরিহ লোকের অকারনে প্রানদণ্ড(আইন অমান্য করে রাজনৈতিক কারনে)?
স্বাধীনতা কি পানির ট্যাংকে গলিত লাশের গন্ধ(চারদিকে কত লাশ আর লাশ এখন দেখছি)?
স্বাধীনতা কী হরতাল ডেকে ঝীবন করা স্তব্ধ(মাথা ঠিকিয়ে গেলে যে কমসূচী)?
স্বাধীনতা কি ক্ষমতা হরনে লে বন্দুক যুদ্ধ(নিরপত্তাকমীদের হাতে অসংখ্য মানুষ নিহত ইদানিং ব্যাপক চোখে পড়ছে)?
স্বাধীনতা কি সণ্ত্রাসী হাতে মরণাস্ত্রের গরজন(ক্ষমতা হরনের জন্য যেগুলোর ব্যবহার)?
স্বাধীনতা কি অথের লোভে বিবেক বিসজন(অন্ধভাবে মেনে চলা)?
আজ নেই বগী, নেই ইংরেজ,নেই পাকিস্তানী হানাদার,আজ তবুও কেন আমার মোনে শূন্যতা আর হাহাকার(এখন নিজেদের দ্বারাই সৃষ্টি হচ্ছে অশান্তি)?
আজ তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা(যে কারনে দেশ স্বাধীন হলো সেটার উদ্দেশ্য এখন লোকজন ভুলে যেতে বসেছে)?
আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা(স্বাধীনতার প্রকৃত ইতিহাস কেউ খুজতে চায় না)?
কি দেখার(সুন্দর একটা বাংলাদেশ)) কথা কি দেখছি(প্রতিপক্ষকে ঘায়েল),কি শোনার(শ্রুতিমধুর কথা) কথা কি শুনছি(অশালীন কথাবাতা),কি ভাবার(কিভাবে দেশে শান্তি ফিরে আসবে)) কথা কি ভাবছি(নিজের স্বাথ নিয়ে),কি বলার কথা(ন্যায় কথা বলার)) কি বলছি(হিংসা-প্রতিহিংসার কথাবাতা),৪২বছর পরেও আমি স্বাধীনতাটাকে(যেদিন কারো মনে কোনো অশান্তি থাকবে না)) খুজঁছি।
বিষয়: বিবিধ
২২১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন