শাহবাগ আন্দোলন প্রসঙ্গে
লিখেছেন লিখেছেন নুরূল ইসলাম ২১ মে, ২০১৩, ১২:৩৪:৩৭ রাত
৫ই ফেব্রুয়ারি-২০১৩,১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূকন আব্দুল কাদের মোল্লার ফাসির দাবিতে কতিপয় ব্লগারদের সমন্বয়ে গড়ে উঠে শাহবাগ আন্দোলন(পুরো একমাসের বেশি অবস্থান ছিল যার)। গড়ে উঠে শাহবাগের গণজাগরন মণ্ঞ।যুদ্ধপরাধীদের শাস্তি সবারই চাওয়া।শাহবাগ আন্দোলনের প্রথমদিকে জনসমথন ছিল কমপক্ষে ৮০ ভাগ মানুষের।শাহবাগে সমাগম লোকের উপস্থিতি দেখে আন্দোলনকারীরা শাহবাগের আন্দোলনকে মহৎ উদ্দেশ্য সাধনের জন্য গড়ে উঠা মিশরের তাহরীর স্কয়ারের সাথে তুলনা করে শাহবাগের নামকরন করে শাহবাগ স্কয়ার(অবশ্য এ নামকরন কয়েকদিনের মধ্যে বিলীন হয়ে যায়)।শাহবাগের এ আন্দোলনে যুদ্ধপরাধীদের ফাসির দাবিতে(একটাই দাবি-ফাসি)অবিরতভাবে চলতে থাকে নানা স্লোগান(যেমন,স-তে-সা%A
বিষয়:
১৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন