দেশের অবস্থা ভয়াবহের দিকে যাচ্ছে
লিখেছেন লিখেছেন হেলাল আলনুর ০৩ মার্চ, ২০১৩, ১০:২৪:৪৬ সকাল
দেশে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা লাগার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেটা সম্পূর্ণ ইচ্ছা করেই লাগান হচ্ছে। প্রথম আঘাতটা যাচ্ছে হিন্দুদের উপর। কিছু হিন্দু বাড়ীতে আগুন দেয়া হল। আর আজকে একটা কাঁধের নিচে ক্ষত বিক্ষত শিশুর ছবি শেয়ার করে বলা হচ্ছে এইটা গতকালে নিহত হিন্দু শিশুর ছবি। অথচ গুগল ইমেজ এ সার্চ দিয়ে দেখলাম এইটা ৬ - ৭ মাস আগের একটা ছবি, এই একই ছবি বার্মায় রোহিঙ্গা নিধনের ছবি হিসেবেও চালান হয়েছিল। সবার প্রতি আকুল আবেদন, ফেসবুক এ যে কোন কিছু শেয়ার দেবার আগে একটু যাচাই করে নিতে। নয়ত এই কারণে যদি কিছুদিন আগের রামুর মত ঘটনা শুরু হয় তবে আপনি ই দায়ী থাকবেন।
কিভাবে বুঝবেন কোন ছবি ফেক ?
ছবিটি ওপেন করে তাতে রাইট ক্লিক করে আগে আপনার পিসি তে সেভ করে নিন। এরপর image.google.com এ যান। যেখানে টাইপ করতে হয় তার পাশে একটি ছোট ক্যামেরা এর ছবি আছে। এটিতে ক্লিক করুন । এরপর upload an image > choose file এখান থেকে ঐ ছবিটি আপনার পিসি তে যে জায়গায় আছে তা দেখিয়ে দিন। এরপর যে রেজাল্ট গুলি আসবে সেগুলি একটু ভালভাবে পড়ে দেখুন। অন্য ভাষার সাইট হলে গুগল ট্রান্সলেটর ব্যবহার করুন।
দেশে দাঙ্গা লাগানোর কাজে নিজেকে জড়াবেন না।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন