নাস্তিকদের ব্যাপারে আল্লাহ কুরানে বলেন ,
লিখেছেন লিখেছেন হেলাল আলনুর ০৩ এপ্রিল, ২০১৩, ০৪:৪০:৩৬ বিকাল
নাস্তিকদের ব্যাপারে আল্লাহ কুরানে বলেন ,
"যারা নাস্তিক, নিঃসন্দেহ আর তারা নিজেরাই হচ্ছে আগুনের ইন্ধন" -- সুরা ইমরানঃ ১০
"যারা নাস্তিক , শহরে-নগরে তাদের চলাফেরা ও কাজ তোমাকে যেন ধোকা না দেয়।"---- সুরা ইমরানঃ ১৯৬
"যারা আমাদের বাণীসমূহে অবিশ্বাস পোষণ করে তারাই হচ্ছে হতভাগা ।"--- সুরা বালাদ; ১৯
আফসুস ! এই বামদের ব্যাপারে কিছু বলতে গেলেই মুসলিম নামধারী কিছু মানুষের অন্তরে জ্বালা উঠে যায় । তারা বুঝেও না বুঝার ভান করে শইতানরূপী এই নাস্তিকগুলোর বশ্যতা স্বীকার করে ধর্মপ্রাণ মুসলিমদের সাথে অহেতুক তর্ক করতে আসে ।
অথচ এই মানুষগুলো কখনো মসজিদে জুতা পায়ে প্রবেশ করার জন্য প্রতিবাদী হয় না , নাস্তিক কত্রিক অসংখ্যবার ইসলামকে ব্যাঙ্গাত্তক করার জন্য প্রতিবাদী হয় না , কুরআন পুড়িয়ে ফেলার জন্য প্রতিবাদী হয় না , জোর করেও হিজাব খুলে ফেলার জন্য প্রতিবাদী হয় না , ধর্ষক শিক্ষক পরিমল-তারেক মণ্ডলের বিরুদ্ধে প্রতিবাদী হয় না , ১২ খুনের আসামী বিকাশের মুক্তিতে প্রতিবাদী হয় না !!!
কেন ভাই ! রাসুল(সঃ) এর আদর্শের ভিক্তিতে দীনের দাওয়াত দিয়ে ইসলামের সপক্ষে কথা বলতে আপনার সমস্যা টা কোথায় ?
বিষয়: বিবিধ
১৬৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন