আমরা অনেক বন্ধু বা পরিচিত জনকে খারাপ বিকৃত নামে ডাকি, অথচ এটা সুস্পষ্ট হারাম >>>>>

লিখেছেন লিখেছেন হেলাল আলনুর ১৪ মার্চ, ২০১৩, ১০:৩৮:৩৩ সকাল

আমরা অনেক বন্ধু বা পরিচিত জনকে খারাপ বিকৃত নামে ডাকি, অথচ এটা সুস্পষ্ট হারাম। মানুষকে নিন্দা করা, ঠাট্টা বিদ্রুপ করা খুবই মারাত্মক গুনাহ।

আল্লাহ তা’আলা বলেনঃ

হে মু’মিনগণ ! কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা-বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীর চেয়ে উত্তম। আর নারীরা যেন অন্য নারীদেরকে ঠাট্টা-বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারিণীদের চেয়ে উত্তম। তোমরা একে অন্যের নিন্দা করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান গ্রহণের পর (ঈমানের আগে কৃত অপরাধকে মনে করিয়ে দেয় সেই) মন্দ নাম কতই না মন্দ ! (এ সব হতে) যারা তাওবাহ করে না তারাই যালিম। [সূরা হুজুরাত ১১]

বিষয়: বিবিধ

১৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File