@@শয়তান নারীকে যা বলে @@
লিখেছেন লিখেছেন হেলাল আলনুর ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৫৪:৩৭ দুপুর
জনৈক বুযুর্গ বলেন, শয়তান নারীকে বলে-- তুমি আমার অর্ধেক বাহিনী। তুমি আমার তীর যা কখনো লক্ষভেদে ব্যর্থ হয় না। তুমি আমার রহস্য। তুমি আমার প্রহরী ও তুমি আমার দূত অর্থাৎ শয়তানের অর্ধেক বাহিনী হচ্ছে হচ্ছে নারীর সান্নিধ্য কামনা এবং অর্ধেক বাহিনী হচ্ছে ক্রোধ। কিন্তু নারী সান্নিধ্য কামনা হচ্ছে সর্ববৃহত। অন্য একটা ব্যাখ্যায় আসছে নারী শয়তানের চাইতে আরও প্রকত যেমন শয়তানঅপরাধ ঘটিয়ে চলে যায় যখন অনুতপ্ত , নিরবতা আসে তখন ভাল-খারাপ উপলব্দি করা যায় কিন্তু নারীর ফাদে একবার পা দিলে সারা জীবন এই অপরাধ নিয়ে বেচে থাকতে হয় , মুক্তির কোন রাস্তা নেই প্রতিটা ক্ষনে ক্ষনে অপরাধ আর অপরাধ যা শয়তান অপেক্ষা শক্তিশালী, যার মধ্যে শয়তানের প্রধান অশ্র হচ্ছে তাদের অজান্তে পর্দাহীনতার কারনে,লজ্জাহীনতার কারনে পুরুষদেরকে কুকর্মে বাধ্য কারা যা সমাজে আজ প্রকট। তবে মাফ করবেন যারা ধার্মিক, পর্দাশীল, আল্লাহর সান্যিদ্য পাওয়ার আশায় নফস, জিহব্বা, অপ্রকাশমান অঙ্গ গুলোর রক্ষাকারী তাদের ব্যাপারে আল্লাহর সাহায্য অবধারিত। ||||
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন