ভাল মানুষের অভিনয় করা সহজ কিন্তু, ভাল মানুষ হওয়া অনেক কঠিন।
লিখেছেন লিখেছেন জল-জোছনা ২৩ আগস্ট, ২০১৩, ১২:২১:৪৫ দুপুর
ভাল মানুষের অভিনয় করা সহজ কিন্তু, ভাল মানুষ হওয়া অনেক কঠিন।
আমার কিছু ভাই-বন্ধু আছেন যারা বলেন আমি খুভ ভাল এবং আমাকে অনেক ভালবাসেন!
আসলে কী আমি খুভ ভাল মানুষ? না আসলে তারাই একজন খাটি মানুষ তাই তাদের দৃষ্টিভঙি ও সত্! কারণ একজন ভাল মানুষই অন্য একজনকে ভাল মানুষ বলতে পারে কোন আহংকারী ব্যাক্তির জন্য এটা অনেক কষ্টের ব্যাপার!
আমি আসলেই অনেক গর্বিত যে তাদের মতো বন্ধু পেয়েছি!
তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো। তবে একটা অনুরোধ!!
প্লিজ আমাকে ছেড়ে কক্ষনো দূড়ে যেওনা, কেননা! মানুষ স্ত্রী-পুত্র ছাড়া জীবন কাটাতে পারে, কিন্তু বন্ধু ছাড়া জীবন অচল। বন্ধুর আঘাতটাও বিশ্বাসী; আর শত্রুর চুম্বনটাও বিশ্বাসঘাতক।
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন