বিয়ে ঠেকানো গেলেও অনাচার ঠেকানোর কেউ নেই !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৩ আগস্ট, ২০১৩, ১১:৪১:৪২ সকাল

গত দিন-দুয়েক ধরে বিবিসি বাংলার বিশ্ব সংবাদে একটি খবর প্রচার হতে দেখলাম, 'ফেনী জেলায় শাহীদা নামের ৭ম শ্রেনীর এক কিশোরীর বিয়ে ঠেকিয়ে দেয়া হয়েছে' । শাহীদার সহপাঠিরা প্রশাসনের সহযোগিতায় এ বিয়ে ভন্ডুল করেছে । সংবাদের সাথে তার এক সহপাঠিসহ প্রশাসনের কিছু কর্তাব্যক্তির সাক্ষাতকারও প্রচারিত হয়েছে । সালমা আলীর কন্ঠে কয়েকটা সত্য উচ্চারন শুনলাম, ' মেয়েরা সমাজে যেভাবে নির্যাতনের শিকার হয়, তাতে অভিভাবকরা মনে করে বিয়ে দেয়াটাই উত্তম সহজপন্হা'।

মেয়েদের কম বয়সে বিয়ে হলে লেখাপড়ার ইতি ঘটাসহ শারীরিক জটিলতা বা মানষিকভাবে ম্যাচুরিটির স্বল্পতা ইত্যাদি বিবেচনা করে দেশের আইন হয়েছে, '১৮ বছরের নীচে কিছুতেই বিয়ে নয়' । তাই দলবল নিয়ে দেশের আইন বাস্তবায়ন করতে গিয়ে বাল্যবিবাহ ঠেকানোর উৎসব !!

সমাজের গরীবের মেয়েরা যেহারে ইভটিজিংসহ বখাটের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয় কিংবা উপর তলার কমবয়সী দুলালীরা ডিজে পার্টি, ইয়াবা পার্টিতে বা বিয়েবহির্ভূত শারীরিক সম্পর্কে জড়ায় তাতে প্রশাসনসহ সহপাঠিরা একজোট হয়ে কখন ঠেকাতে আসেনা !!!

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File