{}{} তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করে ছিল, তার পর আল্লাহ তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন, ফলে উপর থেকে তাদের মাথায় ইমারতের ছাদ ধ্বসে পড়ল এবং তাদের উপর আজাব এল এমন দিক থেকে তা তারা ধারণাও করেনি৷{}{}

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০২ জুন, ২০১৬, ০৭:৪৯:১৮ সকাল

(উর্দু বয়ানুল কোরআনের বাংলা অনুবাদ)

সুরা আন নাহল রুকু;-৪ আয়াত;-২৬-৩৪

২৬/قَدْ مَكَرَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَى اللّهُ بُنْيَانَهُم مِّنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِن فَوْقِهِمْ وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لاَ يَشْعُرُونَ

অর্থ;-তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করে ছিল, তার পর আল্লাহ তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন, ফলে উপর থেকে তাদের মাথায় ইমারতের ছাদ ধ্বসে পড়ল এবং তাদের উপর আজাব এল এমন দিক থেকে তা তারা ধারণাও করেনি৷

# পূর্ববর্তী বলতে যে সমস্ত কওমের ধ্বংসের কথা আমরা আগে পড়ে এসেছি; মূলতঃ ঐ সব কওমের কথাই বার বার বলা হয়েছে৷ মনে রাখা দরকার যে আরবরা যাদের ধ্বংসাবশেষ তাদের বানিজ্য পথের পাশে দেখতো বা যাদের সন্মন্ধে তারা কিছু কিছু অবগত ছিল কোরআনে শুধু তাদের কথাই বলা হয়েছে৷

২৭/

ثُمَّ يَوْمَ الْقِيَامَةِ يُخْزِيهِمْ وَيَقُولُ أَيْنَ شُرَكَآئِيَ الَّذِينَ كُنتُمْ تُشَاقُّونَ فِيهِمْ قَالَ الَّذِينَ أُوتُواْ الْعِلْمَ إِنَّ الْخِزْيَ الْيَوْمَ وَالْسُّوءَ عَلَى الْكَافِرِينَ

অর্থ;-তারপর কেয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন আর বলবেন; কোথায় আমার সেসব শরিকরা যাদের ব্যাপারে তোমরা হঠকারিতা করতে! যাদের জ্ঞান দান করা হয়েছিল তারা বলবে; নিশ্চয় আজকের দিনে লাঞ্ছনা ও দূর্গতি কাফেরদের জন্য৷

# এই সমস্ত জ্ঞানী ব্যক্তি তারাই যাদের কথা ২৪ নং আয়াতে বলা হয়েছে৷ সাধারণের মুখপাত্র হয়ে এরাই রসুল সঃ এর মজমায় উপস্থিত হত৷ সাধারণ মানুষ তাদের কাছে ঐ দিন কোরআনের কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে, তাচ্ছিল্য ভাবে জওয়াব দিয়ে তাদের নিরুৎসাহিত করত ও বিপথে নিতে সাহায্য করত৷

আর যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করত, অনেক ক্ষেত্র ঐ শরিকদের পক্ষ হয়ে অন্যের সাথে বিতর্কও করত৷ এরাও এক প্রকার জ্ঞানী৷ এরাই কেয়ামতের দিন পরাজয় স্বীকার করে লাঞ্ছনা আর দূর্গতির হকদার বলে মেনে নেবে৷

২৮/الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ فَأَلْقَوُاْ السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِن سُوءٍ بَلَى إِنَّ اللّهَ عَلِيمٌ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

অর্থ;-ফেরেশ্তারা তাদের জান এমন অবস্থায় কবজ করবে যে তারা নিজেদের উপর জুলুম করছে৷ তখন তারা আনুগত্য প্রকাশ করে বলবে; আমরা তো কোন মন্দ কাজ করতাম না৷ বটে, নিশ্চয় আল্লাহ সবিশেষ অবগত আছেন যা তোমরা করতে৷

# দূর্বৃত্তরা অন্যায়ে লিপ্ত অবস্থায়ও যদি ফেরেশ্তা তাদের জানন কবজ করতে আসে তখন তারা আত্ম সমর্পণ করে বলবে, ‘আমরা তো কোন অন্যায় কাজ করছি না৷ তখন ফেরেশ্তা তাদের বলবে, তোমরা কি করতে তার সব খবর আল্লাহর কাছে আছে৷ তিনি সবই জানেন৷

২৯/فَادْخُلُواْ أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ

অর্থ;-সুতরাং জাহান্নামের দরজাদিয়ে প্রবেশ কর, এতেই অনন্তকাল বাস কর৷ আর অহংকারীদের বাসস্থল কতই নিকৃষ্ট৷

৩০/وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْاْ مَاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُواْ خَيْرًا لِّلَّذِينَ أَحْسَنُواْ فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَلَدَارُ الآخِرَةِ خَيْرٌ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِينَ

অর্থ;-আর পরহেজগাররদেরকে যখন বলা হবে, তোমাদের পালনকর্তা কি নাজিল করেছেন? তারা বলবে; মহা কল্যান৷ যারা এ জগতে সৎ কাজ করে তাদের জন্য কল্যান রয়েছে এবং পরকালের গৃহ আরও উত্তম, পরহেজগারদের গৃহ কি চমৎকার!

# মুশরিক, নাস্তিক, দাম্ভিকদের যখন কোরআন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তারা তাচ্ছিল্য করে মনগড়া উত্তর দিয়েছিল৷ তাদের পরিনতি ও পরবর্তী আবাসের কথা আগের আয়াতে বলা হয়েছে৷ এ আয়াতে একই প্রশ্ন তাকওয়াবান দের করায় তাদের জওয়াব ও পরিণতি ও পরবর্তী আবাসের কথা বলা হল৷ ঠিক যেমন একই ফুল হতে ভ্রমরের বিষ আর মৌমাছির মধু আহরণ৷

৩১/جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ لَهُمْ فِيهَا مَا يَشَآؤُونَ كَذَلِكَ يَجْزِي اللّهُ الْمُتَّقِينَ

অর্থ;-সর্বদা বসবাসের উদ্যান, তারা যাতে প্রবেশ করবে৷ এর পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, তাদের জন্য তাতে তাই রয়েছে যা তারা চায়৷ আল্লাহ পরহেজগারদের এমনই ভাবে প্রতিদান দেবেন৷

৩২/الَّذِينَ تَتَوَفَّاهُمُ الْمَلآئِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلامٌ عَلَيْكُمُ ادْخُلُواْ الْجَنَّةَ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

অর্থ;-ফেরেশ্তারা যাদের জান কবজ করে তাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশ্তারা বলবে; তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক! তোমরা যা করতে তার প্রতিদান, জান্নাতে প্রবেশ কর৷

৩৩/هَلْ يَنظُرُونَ إِلاَّ أَن تَأْتِيَهُمُ الْمَلائِكَةُ أَوْ يَأْتِيَ أَمْرُ رَبِّكَ كَذَلِكَ فَعَلَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَمَا ظَلَمَهُمُ اللّهُ وَلـكِن كَانُواْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

অর্থ;-তারাকি শুধু অপেক্ষা করছে যে, তাদের কাছে ফেরেশ্তারা আসবে কিংবা আপনার রবের নির্দেশ পৌঁছবে? তাদের পূর্ববর্তীরা এমনই করেছিল৷ আল্লাহ তাদের প্রতি অবিচার করেন নি৷ কিন্তু তারা স্বয়ং নিজেদের প্রতি জুলুম করে ছিল৷

# ধ্বংস প্রাপ্ত জাতী সমুহের উপমা দিয়ে এখানে মুশরিকদের সাবধান করা হয়েছে৷ তারাও আল্লাহর সিদ্ধান্ত দেখার অপেক্ষায় কাল ক্ষেপন করেই ধ্বংস হয়েছিল৷

৩৪/فَأَصَابَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِ يَسْتَهْزِؤُونَ

অর্থ;-সুতরাং তাদের মন্দ কাজের শাস্তি তাদের মাথার উপর আপতিত হয়েছে এবং তারা যে ঠাট্টা বিদ্রুপ করত তাই উল্টে তাদের উপর পড়েছে৷

বিষয়: বিবিধ

১৪৯২ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370727
০২ জুন ২০১৬ সকাল ১০:২১
সন্ধাতারা লিখেছেন : Salam.....
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
307647
শেখের পোলা লিখেছেন : অআলায়কুমুস সালাম অরহমাতুল্লাহে অবারাকাতুহু।Good Luck
370728
০২ জুন ২০১৬ সকাল ১০:২৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আল্লাহ যখন তাদের পাকড়াও করবেন তখন তারা অবকাশ পাবে না।
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
307648
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনার উপস্থিতির জন্য।
370738
০২ জুন ২০১৬ দুপুর ০২:০৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাইয়া।

আপনার এ মূল্যবান লিখনীটি কঠিন মানুষদের দিল নরম করার সহায়ক হোক এই প্রত্যাশা।
সেইসাথে আপনার এই কষ্টকর মেহনতকে আল্লাহ্‌ পাক কবুল করুণ এই দোয়া ও কামনা।
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
307649
শেখের পোলা লিখেছেন : অআলায় কুমুস সালাম।।আমিন। আল্লাহ আপনার দোওয়া আমাদের সকলের জন্য কবুল করুন।
370747
০২ জুন ২০১৬ দুপুর ০৩:৪৯
কুয়েত থেকে লিখেছেন : ওরা চেয়েছিল তাদের মুখের ফুৎকারে আল্লাহর নুরকে নিবিয়ে দিতে আল্লাহ চান তার নুরকে প্রজ্জলিত করতে এতে মুশরিকদের দিলে যতই যন্ত্রণা হউকনা কেন। কোরানের সৈনিকদের পরাজয় নেই ভালো লাগলো অনেক ধন্যবাদ অাপনাকে
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
307650
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
370760
০২ জুন ২০১৬ বিকাল ০৫:৫১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঠিক যেমন একই ফুল হতে ভ্রমরের বিষ আর মৌমাছির মধু আহরণ৷
যথার্থ বলেছেন!

একদল মানুষ যেমন কুরআনকে নিজের আখেরাতের নিরাপত্তার কাজে ব্যবহার করতে জীবনবাজি রাখছে, ঠিক তেমনি আরেকদল কুরআনের বিরোধিতা করাকেই দুনিয়ার জীবনের সাফল্য মনে করছে- যার দ্বারা আখেরাতের বরবাদী নিশ্চিত করছে!

জাযাকাল্লাহ Praying Praying Praying Praying
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
307651
শেখের পোলা লিখেছেন : আপনার সহমত পোষণকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে৷
370778
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জাযাকাল্লাহ..দাওয়াহর কাজ চলতে থাকুক।
০২ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
307653
শেখের পোলা লিখেছেন : ইনশাআল্লাহ চলতে থাকবে। আপনার উপস্থিতির জন্য ধন্যবাদ।
370831
০২ জুন ২০১৬ রাত ০৯:৩৪
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের চাচাজান ।
০৩ জুন ২০১৬ সকাল ০৭:২৩
307742
শেখের পোলা লিখেছেন : তুমি অনিয়মিত হয়েছ। সুস্থ আছ আশা করি। সামনে লম্বাদিনের রোজার মাস। তৈরী হও। ভাল থাক।
370867
০৩ জুন ২০১৬ সকাল ০৫:১৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । আপনার এই কষ্টকে আল্লাহ্‌ কবুল করুন।
০৩ জুন ২০১৬ সকাল ০৭:২৫
307743
শেখের পোলা লিখেছেন : আমিন। আল্লাহ এর সওয়াব আমাদের সকলকে দান করুন। ধন্যবাদ।
370886
০৩ জুন ২০১৬ সকাল ১১:৫৩
দ্য স্লেভ লিখেছেন : অর্থ;-ফেরেশ্তারা যাদের জান কবজ করে তাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেশ্তারা বলবে; তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক! তোমরা যা করতে তার প্রতিদান, জান্নাতে প্রবেশ কর৷

আল্লাহ যেন এমন আচরনই করেন ,আমার সাথে ও পরিবারের সাথে !!!
০৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
307770
শেখের পোলা লিখেছেন : চাচাগো, পবিত্রতা বলতে এখানে শুধুই ওজু গোসলের পবিত্রতা নয়, আত্মা,মন মানষীকতার পবিত্রতা। যেই সেটা অর্জন করতে পারবে তার প্রতিদান জান্নাত। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। ধন্যবাদ।
১০
370942
০৪ জুন ২০১৬ সকাল ১১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। আল্লাহ তায়লার কাছে হিফাজত প্রার্থনা করি।
০৪ জুন ২০১৬ বিকাল ০৪:১৭
307819
শেখের পোলা লিখেছেন : আমিন। ধন্যবাদ।
১১
370968
০৪ জুন ২০১৬ বিকাল ০৫:১৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । জাযাকাল্লাহ
০৫ জুন ২০১৬ রাত ০৪:৩৬
307864
শেখের পোলা লিখেছেন : অআলাই কুমুস সালাম। ধন্যবাদ ও রমজানের শুভেচ্ছা রইল৷
১২
371241
০৭ জুন ২০১৬ সকাল ১১:৩৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আগামী কালকের আয়োজনে আপনার একটা লেখা দেওয়ার কথা, মনে আছেতো?
০৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
308063
শেখের পোলা লিখেছেন : : জ্বী, আছে। ইনশা আল্লাহ সময় মত পাবেন। রমজানের শুভেচ্ছা রইল।
১৩
371486
০৯ জুন ২০১৬ রাত ১২:৫০
আবু জারীর লিখেছেন : আল্লাহ আমাদেরকে তাঁর দিব বুঝার এবং তা মেনে চলার তাওফিক দিন। আমিন।
০৯ জুন ২০১৬ রাত ০৪:৫২
308285
শেখের পোলা লিখেছেন : আমিন। ধন্যবাদ আপনাকে৷
১৪
384120
০২ অক্টোবর ২০১৭ রাত ০৮:২৭
হারেছ উদ্দিন লিখেছেন : বিরোধীতা কারীদের উত্তরশুরী থাবকে কিয়ামত পর্যন্ত, বিরোধীতা হলো সত্যকে যাচাই করার মাধ্যম, যখন বিরোধীতা হয় বুঝা যায় সত্যের উপস্থাপন ঠিক আছে।
এটা ছিলো আছে থাকবে, সত্যের দাওয়াত যতদিন থাকবে বিরোধীতাও থাকবে।
০৮ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ০৭:৪৫
316901
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ। ভাল থাকেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File