আপনার মসজিদ কোথায়?

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০২ জুন, ২০১৬, ১০:৩০:৫৫ সকাল



ইদানিং আমি বারবার এই প্রশ্নটার সম্মুখীন হচ্ছি ‍"আপনার মসজিদ কোথায়?"

চেহারা সুরতে আমি দেখতে একদম মুতাওয়া। দাড়িটা এখনো প্রচলিত সুন্নত এর পর্যায়ে পৌছেনি। তাছাড়া সার্বক্ষনিক এমন লেবাস ধারণ করি, যা সাধারণতঃ মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতারে মুতাওয়া বা মসজিদের ইমাম মুয়াজ্জিনরা ব্যবহার করে থাকেন।

১৯৯৯ সাল থেকে কাতারে আছি। ব্যাচেলর বা ম্যারিড ব্যাচলার হিসাবে দিন কাটানোর পর একমাস হলো স্ত্রী সন্তানকে কাতারে নিয়ে এসেছি। এবং তাদেরকে বাংলাদেশ স্কুলে ভর্তি দিয়েছি। সেই সুবাদে বাংলাদেশ স্কুলে আমার আনাগুনা প্রায় প্রতিদিন। আর সে জন্য প্রিন্সিপাল থেকে শুরু করে পিওন-ড্রাইভার সকলের সাথে যোগাযোগ হয়েছে হচ্ছে।

একদিনে একটা প্রশ্ন বারবার শুনতে হচ্ছে। আর তাহলো আমি কোন মসজিদে চাকুরী করি। আর আমাকে বারবার প্রশ্ন কর্তাকে হতাশ করে বলতে হচ্ছে আমি কোন মসজিদের চাকুরী করিনা।

মা-বাবা যতটুকু লেখা পড়া করিয়েছেন, তাতে মসজিদে ইমামতি করার মতো যোগ্যতা আছে বলে অনেকে মনে করেন। আর ডিউটি হিসাবে না হলেও প্রায়ই ইমামতি করতে হয়। আর কাতারে আসার পর ১৯দিন মসজিদে চাকুরীও করেছি। কিন্তু তার পর থেকে অদ্যাবধি কোন মসজিদে চাকুরী করিনি।

আমার লেবাস দেখে সকলের কেন জানি ছোটকালের সেই প্রবাদ মনে পড়ে যায় "মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত"।

কিন্তু এখন হুজুর বা মুল্লা বা মাদ্রাসা শিক্ষিত যে, মসজিদ ছাড়াও আরো কাজ করতে পারেন তা আমাদের সচেতন এবং অবচেতন সমাজ মানতে যেন নারাজ।

প্রশ্নের উত্তরে যখন আমি বলি যে, আমি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চাকুরী করি। তখন কেন জানি সবাই চমকে উঠেন। কারণ কাতারে অবস্থানরত সবাই জানেন যে, সাধারণ চাকুরী করে কাতারে ফ্যামেলী পারমেন্ট ভিসাতে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ভাবেন "মুল্লাতো বড় চাকুরী করে"।

এর পর যখন একটু আগ বাড়িয়ে আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত সেই ট্রাভেল এজেন্সীর নাম বলি এবং এও বলি যে, কাতারে এর ২টি শাখা এবং বাংলাদেশে ১টি শাখা রয়েছে। তখন রীতিমতো অবাক হতে দেখি। তখন আবার অনেকে ভাবেন, বেচারাতো আমার চেয়ে অবস্থা ভাল।

তাই, ভাবি মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত-এই প্রবাদ কখন নিপাত যাবে।

বিষয়: বিবিধ

১৪৫৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370731
০২ জুন ২০১৬ সকাল ১১:২৫
মোস্তাফিজুর রহমান লিখেছেন : সৌদি আরবেও প্রায় একই অবস্থা। তবে মাঝে মাঝি নিজেকে ছোট মনে হয় কেন আলেম হতে পারিনি/ হইনি।
০২ জুন ২০১৬ সকাল ১১:৩৪
307621
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আলেম হওয়া আর ইমাম হওয়া কি একই কথা।
০২ জুন ২০১৬ দুপুর ০১:০৪
307627
মোস্তাফিজুর রহমান লিখেছেন : কারণ মাঝে মাঝে ছোটখাট ইমামতি করলেও এ্যারাবিক ব্যাকগ্রাউন্ড না থাকায় আপসোস লাগে
370736
০২ জুন ২০১৬ দুপুর ০১:২৪
আবু নাইম লিখেছেন : মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত ।। ভালো লাগলো || ধন্যবাদ ||
০৫ জুন ২০১৬ সকাল ১০:০৭
307885
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : কোন জিনিসটা ভাল লাগলো, তাতো বলেননি।
০৫ জুন ২০১৬ দুপুর ০৩:৫০
307904
আবু নাইম লিখেছেন : পুরো লিখাটাই ভাললেগেছে। ধন্যবাদ।
370740
০২ জুন ২০১৬ দুপুর ০৩:২০
কুয়েত থেকে লিখেছেন : মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত হতেপারে তা কিন্তু ইসলামের নয়। ইসলাম হলো সার্বজনিন যার দৌড় পৃথিবীর সর্বস্থানে। হাফেজে কুরআন তার উপর হাওরায়ে হাদিস তারপরেও দেখা যায় ভালো আরবি পারেনা। ধন্যবাদ
০৫ জুন ২০১৬ সকাল ১০:০৯
307886
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : এজন্য যারা নিজেকে লম্বা বা বড় আলেম বলে জাহির করেন, তাদেরকে পরীক্ষা করার জন্য একটি থার্মোমিটার আবিস্কার করেছি। বলেছি, কে কত বড় আলেম তা জানার জন্য বাংলা যে কোন ম্যাগাজিনের একটা পাতা ছিড়ে ফেলুন। নিয়ে যান হুজুরের কাছে। বলুন, আমার জরুরী ভিত্তিতে অনুবাদ লাগবে। তখন বুঝতে পারবেন, কে কত বড় আলেম।
370750
০২ জুন ২০১৬ বিকাল ০৪:০২
আবু তাহের মিয়াজী লিখেছেন :



আপনিত সকল কাজেরকাজি
দোয়া করি, আল্লাহ্‌ যেন
থাকেন আপনার উপর রাজি।
আমীন
০৫ জুন ২০১৬ সকাল ১০:০৯
307887
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমীন।
370795
০২ জুন ২০১৬ রাত ০৮:২১
শেখের পোলা লিখেছেন : তাহলেকি পোষাকটাই আপনাকে মসজিদপানে তাড়াকরে ফিরছে? প্রবাদটার বয়স অনেক, তাই যেতে একটু দেরী লাগবে বৈকী! চেষ্টা করেন যাবে। ধন্যবাদ।
০৫ জুন ২০১৬ সকাল ১০:১১
307888
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আমরা তো সব সময় চেষ্টা করি "ক্বালবুহু মুয়াল্লাকুন বিল মাসাজিদ" এর উপর আমল করতে। কিন্তু ইমামতি নামক জিনিসটা পেশা হোক, তা আমি চাইনা। আর চাইনা বলে মাদ্রাসায় লেখা পড়ার পরও মসজিদে নয়, অফিসে চাকুরী করি।
370828
০২ জুন ২০১৬ রাত ০৯:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের অবস্থা হিন্দু বা খৃষ্টানদের মত। যাজক বা পুরোহিত রা যেমন সমাজ থেকে ভিন্ন তেমন মোল্লা রাও!!!
০৫ জুন ২০১৬ সকাল ১০:১৩
307889
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : অথচ মোল্লা শব্দটা ফার্সি শব্দ থেকে আগত। ফার্সি ভাষার তীর্থ স্থান ইরানী মুল্লা বলা হয় তাদের ধর্মীয় নেতা ইমাম খোমেনীকে-যা হুংকারে সারা পৃথিবীর শয়তানেরা ভয় পেতো।
370830
০২ জুন ২০১৬ রাত ০৯:৩২
আফরা লিখেছেন : তাই, ভাবি মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত-এই প্রবাদ কখন নিপাত যাবে। কখনো যাবে না -----
০৫ জুন ২০১৬ সকাল ১০:১৩
307890
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আশায় আশায় বুক বাঁধি---------------------
370888
০৩ জুন ২০১৬ দুপুর ১২:০৯
দ্য স্লেভ লিখেছেন : ভালো লাগলো। তবে মানুষ অন্যের অর্থনৈতিক অবস্থা বিচার করে সম্মান করে Happy এমনকি জ্ঞান,বিদ্যাকেও তেমন বিবেচনায় আনেনা।
০৫ জুন ২০১৬ সকাল ১০:১৪
307891
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : সম্মানের মাপকাটি যদি হয় অর্থ, তাহলে আবার বলতে হবে "অর্থই সকল অনর্থের মূল"।
371042
০৫ জুন ২০১৬ সকাল ০৯:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি এই পোস্ট রিলেটেড নয়।
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File