আপনার মসজিদ কোথায়?
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০২ জুন, ২০১৬, ১০:৩০:৫৫ সকাল
ইদানিং আমি বারবার এই প্রশ্নটার সম্মুখীন হচ্ছি "আপনার মসজিদ কোথায়?"
চেহারা সুরতে আমি দেখতে একদম মুতাওয়া। দাড়িটা এখনো প্রচলিত সুন্নত এর পর্যায়ে পৌছেনি। তাছাড়া সার্বক্ষনিক এমন লেবাস ধারণ করি, যা সাধারণতঃ মধ্যপ্রাচ্যে বিশেষ করে কাতারে মুতাওয়া বা মসজিদের ইমাম মুয়াজ্জিনরা ব্যবহার করে থাকেন।
১৯৯৯ সাল থেকে কাতারে আছি। ব্যাচেলর বা ম্যারিড ব্যাচলার হিসাবে দিন কাটানোর পর একমাস হলো স্ত্রী সন্তানকে কাতারে নিয়ে এসেছি। এবং তাদেরকে বাংলাদেশ স্কুলে ভর্তি দিয়েছি। সেই সুবাদে বাংলাদেশ স্কুলে আমার আনাগুনা প্রায় প্রতিদিন। আর সে জন্য প্রিন্সিপাল থেকে শুরু করে পিওন-ড্রাইভার সকলের সাথে যোগাযোগ হয়েছে হচ্ছে।
একদিনে একটা প্রশ্ন বারবার শুনতে হচ্ছে। আর তাহলো আমি কোন মসজিদে চাকুরী করি। আর আমাকে বারবার প্রশ্ন কর্তাকে হতাশ করে বলতে হচ্ছে আমি কোন মসজিদের চাকুরী করিনা।
মা-বাবা যতটুকু লেখা পড়া করিয়েছেন, তাতে মসজিদে ইমামতি করার মতো যোগ্যতা আছে বলে অনেকে মনে করেন। আর ডিউটি হিসাবে না হলেও প্রায়ই ইমামতি করতে হয়। আর কাতারে আসার পর ১৯দিন মসজিদে চাকুরীও করেছি। কিন্তু তার পর থেকে অদ্যাবধি কোন মসজিদে চাকুরী করিনি।
আমার লেবাস দেখে সকলের কেন জানি ছোটকালের সেই প্রবাদ মনে পড়ে যায় "মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত"।
কিন্তু এখন হুজুর বা মুল্লা বা মাদ্রাসা শিক্ষিত যে, মসজিদ ছাড়াও আরো কাজ করতে পারেন তা আমাদের সচেতন এবং অবচেতন সমাজ মানতে যেন নারাজ।
প্রশ্নের উত্তরে যখন আমি বলি যে, আমি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চাকুরী করি। তখন কেন জানি সবাই চমকে উঠেন। কারণ কাতারে অবস্থানরত সবাই জানেন যে, সাধারণ চাকুরী করে কাতারে ফ্যামেলী পারমেন্ট ভিসাতে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ভাবেন "মুল্লাতো বড় চাকুরী করে"।
এর পর যখন একটু আগ বাড়িয়ে আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত সেই ট্রাভেল এজেন্সীর নাম বলি এবং এও বলি যে, কাতারে এর ২টি শাখা এবং বাংলাদেশে ১টি শাখা রয়েছে। তখন রীতিমতো অবাক হতে দেখি। তখন আবার অনেকে ভাবেন, বেচারাতো আমার চেয়ে অবস্থা ভাল।
তাই, ভাবি মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত-এই প্রবাদ কখন নিপাত যাবে।
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
।
আপনিত সকল কাজেরকাজি
দোয়া করি, আল্লাহ্ যেন
থাকেন আপনার উপর রাজি।
আমীন
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
মন্তব্য করতে লগইন করুন