<><> নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয় অবগত৷ নিশ্চয় আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না।<><>
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২২ মে, ২০১৬, ০৯:৫২:৫৯ রাত
(বয়ানুল কোরআনের বাংলা অনুবাদ)
সুরা আন নাহল রুকু;-৩ আয়াত;-২২-২৫
২২/إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَالَّذِينَ لاَ يُؤْمِنُونَ بِالآخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ
অর্থ;-তোমদের উপাস্য, একই উপাস্য৷ সুতরাং যারা আখেরাতে ইমান আনেনা তাদের অন্তর সত্য- অহংকারী৷ বিমুখ এবং তারা
# সত্য-বমুখ বলতে এখানে তাদের কথা বলা হয়েছে যাদের সত্যকে মেনে নেওয়ার ক্ষমতা বিলুপ্ত হয়েছে৷ ইমানের প্রধান চাহিদা আখেরাতে বিশ্বাস৷ কোরাআনের আবেদনও তাই৷ কলুষমুক্ত অন্তরের অধিকারীগন দুনিয়ার যাবতীয় কার্যকলাপ দর্শনে এক পর্যায়ে এই সিদ্ধান্তে উপনিত হয় যে, যাবতীয় সু কর্মের ও কূ কর্মের পরিপূরক বদলা থাকাই উচিৎ যা পৃথিবীতে হয়না৷ এক জন দুঃখী বা প্রতি বন্ধী যে অসহায় পরিবারে জন্মে সারা জীবন দুখ সয়ে গেল৷ কি তার অপরাধ, সে আরাম আয়েশ ওয়ালা পরিবারে জন্মালো না৷ এ অসামঞ্জস্যের সমতা হওয়া প্রয়োজন৷ আবার যেমন; একজন বৃদ্ধ এক যুবককে খুন করল৷ দুনিয়ার বিচারে যদি ঘুষ সজন প্রীতি বা ক্ষমতার অপব্যবহার না হয় তবে ঐ বৃদ্ধ, যার বয়স ভাঁটিতে তার ফাঁসী হতে পারে৷ এতে নিশ্চয়ই ঐ সম্ভাবনাময় যুবকের ভবিষ্যত সম্ভাবনা, স্ত্রী- সন্তান, বাপ-মা এর আশা আকঙখার পরিপূরক হয়না৷ কিংবা একাধীক খুনের আসামীকে একবারই ফাঁসী দেওয়া সম্ভব, যাতে একজনের বদলা হলেও সকলের হয়না৷ অতএব এমন কিছু হওয়া উচিৎ যেখানে পূরাপুরি বদলা আছে৷ আর তখনই আসে বিশ্বাস কেয়ামতের উপর৷
কিন্ত যারা অহঙ্কারী, যাদের অন্তর কলুষতায় ভরপুর, তারা এ সত্যকে উড়িয়ে দিতেই অভ্যস্ত৷ তারা আখেরাতে ইমান আনতে পারেনা৷ তাদের অন্তরে এর গ্রহন যোগ্যতা বিলুপ্ত হয়েছে৷
২৩/إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَالَّذِينَ لاَ يُؤْمِنُونَ بِالآخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ
অর্থ;-নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয় অবগত৷ নিশ্চয় আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না
২৪/وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُواْ أَسَاطِيرُ الأَوَّلِينَ
অর্থ;-যখন তাদেরকে বলা হয় তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে; পূর্ববর্তীদের কিস্সা কাহিনী৷
# সমাজের বিজ্ঞ জনেরাই সমাজের মাথা৷ সধারণ মানুষ তাদের সমস্যাগুলো নিরসনে তাদের স্মরণাপন্ন হয়৷ তারা যা সিদ্ধান্ত দেয় সাধারণ মানুষ তাই মেনে নেয়৷ রসুল সঃ কোরআন প্রচারের মজলিশে বিজ্ঞ লোকের অংশ গ্রহন করত, তাদের কাছে কোরআনের কোন কথা নাজিল হয়েছে জানতে চাইলে তারা তাচ্ছিল্য করে বলত যে পূরা কালের ঘটনা যত সব তেমন কিছু নয়৷ সাধারণে তাই বিশ্বাস করে নিত৷
২৫/لِيَحْمِلُواْ أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ أَلاَ سَاء مَا يَزِرُونَ
অর্থ;-ফলে কেয়ামতের দিন পূর্ণমাত্রায় ওরা ওদের পাপের ভার বহন করবে এবং বহন করবে তাদের পাপের ভার, অজ্ঞতা হেতু যাদেরকে বিপথগামী করেছে৷ জেনে রাখ, যে বেঝা তারা বহন করবে তা কতইনা নিকৃষ্ট৷
# পবিত্র কোরআনে অন্যত্র বলা হয়েছে কেউ কার পাপের বোঝা বহন করবে না, আবার সেই কোরআন এখানে বলছে, মানুষকে বিপথগামী করার অপরাধে নিরাপরাধ মানুষের পাপের বোঝা ভুল পথে পরিচালনাকারীকে বইতে হবে৷ আর তা হবে নিকৃষ্ট বোঝা৷ অতএব ভুল ফতোয়া, ভূল আশ্বাস দিয়ে অন্যকে ভুল পথে পরিচালিত করার আগে সঠিকটি অবশ্যই জেনে নিতে হবে৷ ভাল কাজের উপদেশ ভাল ফল বহন করে আর খারাপ বা ভুল উপদেশ খারাপ ফল বহন করে৷
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের অহংকারমুক্ত জীবন যাপন করার তাওফিক দান করুক। আমিন।
মহান রব আমাদের সকলকেই সকল প্রকার রিয়া ও অহংকার হতে হেফাজত করুন। প্রকাশ্য ও গোপন পাপ হতে হেফাজত করুন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন