%% তারা বললেন; ভয় করবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানবান পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি।%%

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৯ এপ্রিল, ২০১৬, ০৯:২১:৪৫ সকাল

( বয়ানুল কোরআনের ধারাবাহিক বাংলা অনুবাদ)দ

সুরা হিজর রুকু;-৪ আয়াত;-৪৫-৬০

৪৫/إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍ

অর্থ;-নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে, যা প্রস্রবন বহুল হবে৷

৪৬/ادْخُلُوهَا بِسَلاَمٍ آمِنِينَ

অর্থ;-বলা হবে শান্তি ও নিরাপত্তার সাথে এখানে প্রবেশ কর৷

৪৭/وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُّتَقَابِلِينَ

অর্থ;-তাদের অন্তরে যে গ্লানী ছিল তা আমি দূর করে দেব৷ তাই ভাইভাই মত সামনা সামনি বসবে৷

# অন্তরে হিংসা বিদ্বেষ থাকলেই মানুষ মানুষকে সহ্য করে পারেনা৷ একে অপরকে এড়িয়ে চলে৷ যখন আল্লাহ বেহেশ্তিদের অন্তরের সেই সব বার করে দেবেন, তখন থাকবেনা কোন হিংসা বিদ্বেষ হানা হানি স্পৃহা৷ অতএব সবাই সমভাবাপন্ন হবে৷ সামনা সামনি বসবে৷ খোশ গল্প করবে৷

৪৮/لاَ يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ

অর্থ;-সেখানে তাদের কোন অবসাদ স্পর্শ করবে না এবং সেখান থেকে তারা বিস্কৃতও হবে না৷

৪৯/نَبِّىءْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ

অর্থ;-আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি অত্যন্ত ক্ষমাশীল৷

৫০/وَ أَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الأَلِيمَ

অর্থ;-এবং ইহাও যে, আমার শাস্তি যন্ত্রনাদায়ক শাস্তি৷

৫১/وَنَبِّئْهُمْ عَن ضَيْفِ إِبْراَهِيمَ

অর্থ;-আর আপনি তাদেরকে ইব্রাহীমের মেহমানদের কথা শুনিয়ে দিন৷

৫২/إِذْ دَخَلُواْ عَلَيْهِ فَقَالُواْ سَلامًا قَالَ إِنَّا مِنكُمْ وَجِلُونَ

অর্থ;-যখন তারা তার গৃহে আগমন করল এবং বলল; সালাম! তখন তিনি বললেন, আমরা তোমাদের ব্যাপারে শংকীত৷

৫৩/قَالُواْ لاَ تَوْجَلْ إِنَّا نُبَشِّرُكَ بِغُلامٍ عَلِيمٍ

অর্থ;-তারা বললেন; ভয় করবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানবান পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি৷

৫৪/قَالَ أَبَشَّرْتُمُونِي عَلَى أَن مَّسَّنِيَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُونَ

অর্থ;-তিনি বললেন, তোমরা কি আমায় এমন অবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি৷

৫৫/قَالُواْ بَشَّرْنَاكَ بِالْحَقِّ فَلاَ تَكُن مِّنَ الْقَانِطِينَ

অর্থ;-তারা বললেন, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি৷ অতএব আপনি নিরাশ হবেন না

৫৬/قَالَ وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِ إِلاَّ الضَّآلُّونَ

অর্থ;-তিনি বললেন, পথভ্রষ্ঠ লোকেরা ছাড়া আর কে রবের রহমত হতে নিরাশ হয়!

৫৭/قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ

অর্থ;-তিনি বললেন, হে প্রেরিতগন, আর কি উদ্দেশ্য?

৫৮/قَالُواْ إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمٍ مُّجْرِمِينَ

অর্থ;-তারা বললেন, আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি৷

৫৯/إِلاَّ آلَ لُوطٍ إِنَّا لَمُنَجُّوهُمْ أَجْمَعِينَ

অর্থ;-লূতের পরিবার পরিজন ছাড়া৷ আমরা অবশ্যই তাদেরকে রক্ষা করব৷

৬০/إِلاَّ امْرَأَتَهُ قَدَّرْنَا إِنَّهَا لَمِنَ الْغَابِرِينَ

অর্থ;-তবে তার স্ত্রী, আমরা সাব্যস্ত করেছি যে, সে তো পিছনে থেকে যাওয়াদের শামিল৷

# এ ঘটনা গুলি আমরা আরও বিস্তারিত ভাবে সরা ‘হুদ’ এ পড়ে এসেছি

বিষয়: বিবিধ

১৪৩৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366213
১৯ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৫৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : চাচাযান আমিও ইদানিং এভাবেই দোয়া করি আল্লাহ তুমি যদি ইব্রাহিম (আHappy কে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারো, মারইয়াম (আHappy কে হাজবেন্ড ছাড়াই সন্তান দিতে পারো তবে আমার সমস্যাও সমাধান কেন করবেনা আল্লাহ? আমার জন্য় দোয়া করবেন যেন আমিও সুসংবাদ পাই আল্লাহর কাছ থেকে ।
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩৬
303803
গাজী সালাউদ্দিন লিখেছেন : বিয়ে সংক্রান্ত পোস্ট দিলে ক্ষোভের কারণ অনেক আগেই উপলব্দি করেছি, এখন আরও পরিষ্কার হল। আঘাত না খেলে কেউ এতটা.... হয়না
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
303850
শেখের পোলা লিখেছেন : আল্লাহ তোমার সমস্যার আশু সমাধান করে দিন৷ তুমিতো 'আলা কুল্লে শাঈন ক্বাদির'৷ Praying Praying Praying
১৯ এপ্রিল ২০১৬ রাত ১১:২২
303894
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হায়রে! বুঝলো কি??? মারিয়াম (আঃ) ও ইবরাহিম (আঃ) এর দুটো ঘটনাই ছিল আল্লাহর বিশেষ নিয়ামত। হিন্দু বিশ্বাস হল: দেবতারাও একটা নিয়মে বাঁধা তারা প্রাকৃতিক নিয়ম লংঘন করতে পারেনা। কিন্তু ইসলাম বলে আল্লাহ যা ইচ্ছা তাই পারেন। মারিয়াম (আঃ) ও ইবরাহিম (আঃ) এর ঘটনা ছিল স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ কাজ কিন্তু আল্লাহ নিজেই তার তৈরী প্রাকৃতিক নিয়মের কাছে অসহায় নন। এসব ঘটনা এটাই প্রমাণ করে। আমি তাই আমার ব্যক্তিগত কিছু সমস্যার বিষয়ে আল্লাহর কাছে দোয়া করি যেন আমার বেলাতেও আল্লাহ এমন কিছু দান করেন, এটা শুধুই বিয়ে শাদির ব্যাপার না।
আর কোরানে স্পষ্ট করেই যেখানে বলা, তোমরা নিছক যৌনতা নিবারণের জন্য বিয়ে করোনা সেখানে আমি তো এমন কাউকে দেখিনা যিনি শারিরিকতা বাদ দিয়ে, সুন্দর চেহারা বাদ দিয়ে, উচ্চতা বাদ দিয়ে, যোগ্যতা বাদ দিয়ে সত্যিই ইসলামের জন্য বিয়ে নিয়ে ভাবেন!! যারা নিজেদের ইসলামের দরদী বলে দাবি করে তাদের মাঝেও বস্তুবাদি-ভোগবাদি চিন্তাচেতনা মারাত্নিক প্রবল। আমি এমন কারো জীবনের অর্ধেক হতে রাজিনা যার কাছে আমার মন থেকে শরীর, যোগ্যতা, টাকা পয়সা ইত্যাদি প্রধান। বিয়ে তখনই ইসলামিক বন্ধন যখন নারী পুরুষ উভয়ের চিন্তাই হয় ইসলাম কেন্দ্রীক, ভালবাসা টা হয় আল্লাহর জন্য। আমি এখনো এসব ব্যাপারে প্রস্তুত নই।
২২ এপ্রিল ২০১৬ রাত ১২:৫৫
304233
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
@ঘুম ভাঙাতে চাই: আল্লাহতায়ালা আপনাকে আখেরাতে অতি উচ্চ মর্যাদা দেবার জন্য দুনিয়াতে কঠিন পরীক্ষায় ফেলতে পারেন- সেটাও আপনার জন্য তাঁর পক্ষ থেকে অশেষ রহমত হবে!

স্বামী ছাড়াই মরিয়ম(আঃ)র সন্তান দেখলেন, পরীক্ষাটার ওজন দেখলেননা!

ফিরআউনের স্ত্রীর পরীক্ষাটা ভাবুন তো!

কাজেই আপনার চাওয়ামত না পেলে সেটা আপনার জন্য ভালো নয়- এমন ভাবনাটাও ঠিক নয়! বরং আল্লাহতায়ালা আপনার জন্য যে বিষয়ে যেমন পরীক্ষা নির্ধারণ করেন সেটাতে সর্বোচ্চ মানে উতরে যাওয়ার চিন্তা করাই যথার্থ কাজ!
দোয়া করি-----
২২ এপ্রিল ২০১৬ রাত ১২:৫৭
304234
আবু সাইফ লিখেছেন : বান্দার জন্য এটা সমীচিন নয় যে, আল্লাহতায়ালার কাছে চাওয়ার পর সেটা সেভাবে না পেলে নিজেকে অপাত্র বা অযোগ্য মনে করবে! বরং যেটা উত্তম আল্লাহতায়ালা সেটাই করেছেন!
366218
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫০
নকীব কম্পিউটার লিখেছেন : ভাই আমারে একটু ই মেইলে দেয়া যাবে আপনার এ বয়ানুল কুরআনের ওয়ার্ড ফাইলটি?
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
303851
শেখের পোলা লিখেছেন : ইমেইল পেলে অবশ্যই ইনশা আল্লাহ দিয়ে পাঠাব৷ ধন্যবাদ৷
366265
১৯ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : তিনি বললেন, পথভ্রষ্ঠ লোকেরা ছাড়া আর কে রবের রহমত হতে নিরাশ হয়!

জাযাকাল্লাহ
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
303852
শেখের পোলা লিখেছেন : আমিন৷ ধন্যবাদ আপনাকে৷Praying Praying Praying
366275
১৯ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। আল্লাহর রহমত কাউকে নিরাশ করে না।
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
303853
শেখের পোলা লিখেছেন : না, নিরাশ হওয়া উচিৎও না৷ ধন্যবাদ৷Praying Praying Praying
366344
১৯ এপ্রিল ২০১৬ রাত ১১:২৪
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের চাচাজান ।
২০ এপ্রিল ২০১৬ রাত ১২:৫৭
303903
শেখের পোলা লিখেছেন : শুভেচ্ছা নিও ভাল থাক৷
366401
২০ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫২
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান চাচাভাই। চালান Happy আমার জন্যেও যেন শুভ সংবাদ থাকে
২০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
304037
শেখের পোলা লিখেছেন : আল্লাহ যা করেন তা বান্দার ভালর জন্যই করেন৷ তাৎক্ষনিক ভাবে দেখা না গেলেও পরে তার ফল পাওয়া যায়৷ বোঝাবার জন্য খিজির আঃ ও মুসা আঃ এর ঘঠণা কোরআনে দিয়েছেন৷ ধন্যবাদ ও শুভেচ্ছা রইল৷
367053
২৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চালিয়ে যান মিয়া ভাই
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন
২৫ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
304580
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আপনাদেরও প্রতিদান অবশ্যই দেবেন৷৷ আমিন।ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File