পর্ণোগ্রাফি মুসলিমরা বেশি দেখে নাকি অমুসলিমরা বেশি দেখে?
লিখেছেন লিখেছেন বিভীষিকা ১৯ এপ্রিল, ২০১৬, ০৯:২৫:৫৭ সকাল
(নয়ন চ্যাটার্জি)
এক শ্রেণীর গাধা আছে, যারা প্রায় প্রচার করে- পৃথিবীর সবচেয়ে বেশি পর্নো নাকি মুসলিম রাষ্ট্রগুলো দেখে এবং শীর্ষ ১০ দেশের মধ্যে ৬টি নাকি মুসলিম, এর আবার শীর্ষে আছে নাকি পাকিস্তান।
এ শ্রেনীর গাধাগুলো বেশিরভাগ ভারতীয় জারজ এবং এরা বক্তব্যের
পেছনে গ্রহণযোগ্য কোন রেফারেন্স দেখাতে পারে না। শুধু বলে পর্নো সার্চের শীর্ষে মুসলিমরা । অথচ পর্নো সার্চ করা এবং পর্নো দেখা দুটো এক জিনিস নয়। কারণ যে ব্যক্তির ইউআরএল মুখস্ত থাকে সে সার্চ ইঞ্জিনে পর্নো সার্চ দেয় না।
প্রকৃতসত্য পর্নো দেখায় শীর্ষ ১০-এ কেনো, শীর্ষ ২০ রাষ্ট্রের মধ্যেও কোন মুসলিম রাষ্ট্র নাই। আসুন পর্নোজায়ান্ট পর্নহাবের দেওয়া তথ্য অনুসারে দেখে নেই কোন কোন দেশগুলো সবেচেয়ে বেশি পর্নো দেখে-
১) মার্কিন যুক্তরাষ্ট্র, ২) ব্রিটেন, ৩) ভারত, ৪) কানাডা, ৫) জার্মানি, ৬) ফ্রান্স, ৭) অস্ট্রেলিয়া, ৮) ইতালি, ৯) ব্রাজিল, ১০) মেক্সিকো, ১১) রাশিয়া, ১২) জাপান, ১৩) স্পেন, ১৪) নেদারল্যান্ড, ১৫) পোল্যান্ড, ১৬) ফিলিপাইন, ১৭) সুইডেন, ১৮)আর্জেন্টিনা, ১৯) রুমানিয়া, ২০) বেলজিয়াম
(তথ্যসূত্র: http://archive.is/nnvCg )
আবার পর্নো সার্চে বিশ্বে ১০টি শহরের মধ্যে ৭টি হচ্ছে ভারতে।
তথ্যসূত্র: http://goo.gl/bk7Ul9
বিশ্বের সবচেয়ে বেশি অনলাইন পর্নো ধারণকারী দেশ
১) মার্কিন যুক্তরাষ্ট্র, ২) নেদারল্যান্ড, ৩) ব্রিটেন, ৪) জার্মানি, ৫) ফ্রান্স, ৬) কানাডা, ৭্) জাপান, ৮) অস্ট্রেলিয়া, ৯) ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ১০) চেক রিপাবলিক, ১১)ইউক্রেন, ১২) তাইওয়ান, ১৩) স্পেন, ১৪) বাহামাস, ১৫) অস্ট্রিয়া, ১৬) সুইজারল্যান্ড, ১৭) বেলজিয়াম, ১৮) রাশিয়া, ১৯) হাঙ্গেরী, ২০) পোল্যান্ড।
(https://goo.gl/6PE6zF)
তাই যে বেকুবগুলো পর্নো দেখায় শীর্ষে মুসলিমরা এমন উদ্ভট গুজব ছড়ায় তাদের সমুচিত জবাব দেওয়া উচিত।
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দাদারাও দেখি আছে ৩য় স্থানে । বেশী দিন মনে হয় আমরিকানরা ১ম/২য় থাকতে পারবে না । ভারতের জনগন এই লিস্টে শীর্ষস্থান পেতে হাটে মাঠে ঘাটে বাসে ট্রেনে ঝাঁপিয়ে পড়ছে ।
পর্ণ বানানোতে সেরা কারা ?
মন্তব্য করতে লগইন করুন