%%%%%% সিটিং সার্ভিস %%%%%%
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৯ জানুয়ারি, ২০১৬, ০৫:০৬:১৬ সকাল
সিটিং সার্ভিস--
চলছে গাড়ি যাত্রাবাড়ি,
ক্ষনেক থেমে যাচ্ছে ছাড়ি৷
কেউ বসেছে আরাম করে,
কেউবা ঝোলে রডটি ধরে৷
তীল ধারণের নাইক ঠাঁই,
ওঠার লোকের বিরাম নাই৷
হাতল ধরে কেউবা ঝোলে,
কেউবা কারও পড়ছে কোলে৷
বাঁয়ে বাঁচিয়ে ডাইনে রেখে,
হেলপারে কয় জোরসে হেঁকে৷
ওভার ব্রীজ পার হল যেই,
জ্যামের শুরু এখান থেকেই৷
জ্যাম পেরোতে ঘণ্টা কাবার,
সিটিং সার্ভিস চলল আবার৷
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার চেয়ে ও বড় এই জ্যামের বহর
ভিরের ভিতর কোথায় আছি ,
করতে পারি না ঠাহর
তবো আমাদের সবার কাছেই
যেন সোনার হরিণ তুল্য এই নগর
কিছুই করতে পারি না
হাত পা যেন বাধা
করে যাই শুধু ছবর
আপনাকে অনেক ধন্যবাদ৷
আপনার জন্য মঙ্গল কামনা রইলো
ধন্যবাদ
সকলের জন্যই মঙ্গল হোক৷ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন