%%%%%% সিটিং সার্ভিস %%%%%%

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৯ জানুয়ারি, ২০১৬, ০৫:০৬:১৬ সকাল

সিটিং সার্ভিস--

চলছে গাড়ি যাত্রাবাড়ি,

ক্ষনেক থেমে যাচ্ছে ছাড়ি৷

কেউ বসেছে আরাম করে,

কেউবা ঝোলে রডটি ধরে৷

তীল ধারণের নাইক ঠাঁই,

ওঠার লোকের বিরাম নাই৷

হাতল ধরে কেউবা ঝোলে,

কেউবা কারও পড়ছে কোলে৷

বাঁয়ে বাঁচিয়ে ডাইনে রেখে,

হেলপারে কয় জোরসে হেঁকে৷

ওভার ব্রীজ পার হল যেই,

জ্যামের শুরু এখান থেকেই৷

জ্যাম পেরোতে ঘণ্টা কাবার,

সিটিং সার্ভিস চলল আবার৷

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357222
১৯ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৯
বিবর্ন সন্ধা লিখেছেন : বিরক্তি কর এখন ঢাকা শহর
তার চেয়ে ও বড় এই জ্যামের বহর
ভিরের ভিতর কোথায় আছি ,
করতে পারি না ঠাহর
তবো আমাদের সবার কাছেই
যেন সোনার হরিণ তুল্য এই নগর
কিছুই করতে পারি না
হাত পা যেন বাধা
করে যাই শুধু ছবর
১৯ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
296462
শেখের পোলা লিখেছেন : বাঃ বাঃ চমৎকার৷ ধন্যবাদ৷
357224
১৯ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:২৭
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহে চাচাভাই দেখী দারুন ছড়া গেথেছে Happy
১৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:০১
296463
শেখের পোলা লিখেছেন : হাঁ চাচা, চেষ্টা করলুম৷ ধন্যবাদ৷
357226
১৯ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:০২
আফরা লিখেছেন : হায় আল্লাহ !! সিটিং সার্ভিস মনে করে উঠলাম এখন তো দেখি এটা চিটিং সার্ভিস ।
১৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:০২
296464
শেখের পোলা লিখেছেন : ঠিক তাই, সব জায়গায় চিটিং৷ভাল থাক৷
357230
১৯ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশটাই চিটিং সার্ভিস এ ভরে গেছে!! কিন্তু কানাডায় এই সার্ভিস পাইলেন কেমনে!
১৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:০৩
296465
শেখের পোলা লিখেছেন : কানাডার সাথে তুলনা করেই সার্ভিস করেছি৷ ধন্যবাদ৷
357535
২৪ জানুয়ারি ২০১৬ রাত ০১:০৩
সন্ধাতারা লিখেছেন : Salam. Mashallah very beautiful writing!!!
২৪ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:০৭
296657
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুস সালাম৷
আপনাকে অনেক ধন্যবাদ৷
357589
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : দারুন ছড়া লিখেছেন ভাই জান
আপনার জন্য মঙ্গল কামনা রইলো
ধন্যবাদ
357598
২৪ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
শেখের পোলা লিখেছেন : আমিন৷
সকলের জন্যই মঙ্গল হোক৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File