()()() উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ()()()
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৫ নভেম্বর, ২০১৫, ০৮:২৬:০৭ রাত
নিত্য আসে খুনের খবর,
হচ্ছে মানুষ খুন৷
সভ্য দেশের সভ্য মানুষ,
অনেক তাদের গুন৷
খুনটি করে সটকে পড়ে,
আমার দেশের খুনী,
চক্ষু বুঁজে চিন্তা করেন,
দেশের যতেক গুনি৷
ঝিমটি ধরে ঘাম ঝরিয়ে,
ওঠেন দিয়ে তাড়া৷
বলেন এ সব করবে কারা?
জামাত শিবির ছাড়া৷
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোথা থেকে ভোজবাজির কত খুনীরা এসে খুন করে হাওয়ায় মিলিয়ে গেল । দায়ও শ্বীকার করলো । আর দেশের বাঘা বাঘা গোয়েন্দারা তার কুল কিনারাই করতে হিমশিম খাচ্ছে !!!!!!!!!!
সকল দোষ নন্দঘোষ- নন্দঘোষ কে খুঁজে বের করতে হবে!
আপনার কবিতা সুন্দর হয়েছে।
'বিচারহীনতা আর মিথ্যা দোষ চাপানো'এর জন্যেই খুন-খারাবী বেড়ে চলছে!
শাসক শ্রণীর ক্ষমতা পাকা-পোক্ত করতেই তাদের ইশারায় এ সব ঘটছে!
কারেকশন করে দিন পীরসাহেব।
মন্তব্য করতে লগইন করুন