()()() উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ()()()

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৫ নভেম্বর, ২০১৫, ০৮:২৬:০৭ রাত



নিত্য আসে খুনের খবর,

হচ্ছে মানুষ খুন৷

সভ্য দেশের সভ্য মানুষ,

অনেক তাদের গুন৷

খুনটি করে সটকে পড়ে,

আমার দেশের খুনী,

চক্ষু বুঁজে চিন্তা করেন,

দেশের যতেক গুনি৷

ঝিমটি ধরে ঘাম ঝরিয়ে,

ওঠেন দিয়ে তাড়া৷

বলেন এ সব করবে কারা?

জামাত শিবির ছাড়া৷

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348612
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
নাবিক লিখেছেন : হুম
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩০
289366
শেখের পোলা লিখেছেন : বাস্তবিই হুম্ম৷Good Luck
348614
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৯
হতভাগা লিখেছেন : এ যেন এক রহস্য উপন্যাস !

কোথা থেকে ভোজবাজির কত খুনীরা এসে খুন করে হাওয়ায় মিলিয়ে গেল । দায়ও শ্বীকার করলো । আর দেশের বাঘা বাঘা গোয়েন্দারা তার কুল কিনারাই করতে হিমশিম খাচ্ছে !!!!!!!!!!
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩১
289367
শেখের পোলা লিখেছেন : বেড়ায় ফষল খেলে কার দ্বারা ফষল রক্ষা করবেন?
348617
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

সকল দোষ নন্দঘোষ- নন্দঘোষ কে খুঁজে বের করতে হবে!

আপনার কবিতা সুন্দর হয়েছে।
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩১
289368
শেখের পোলা লিখেছেন : অআলায়কুমুস সালাম৷ ধন্যবাদ৷ ভাল থাকেন৷
348618
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৪
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩২
289369
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য৷
348619
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তদন্ত হইতে দোষারোপ সহজ!!
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৩
289370
শেখের পোলা লিখেছেন : নিজেদের রক্ষা করার জন্যা এ দোষারোপ৷
348643
০৫ নভেম্বর ২০১৫ রাত ১১:৪৪
আফরা লিখেছেন : কি জানি কি বলব শেষে আবার আমাকেই দুষবে তাই কিছু বলতে চাই না । অনেক ধন্যবাদ চাচাজান ।
০৬ নভেম্বর ২০১৫ রাত ০৪:৩৯
289398
শেখের পোলা লিখেছেন : তোমাকে আবার কে দুষলো৷ অনেক শুভেচ্ছা রইল৷
348654
০৬ নভেম্বর ২০১৫ রাত ০৩:৪৮
কাহাফ লিখেছেন :
'বিচারহীনতা আর মিথ্যা দোষ চাপানো'এর জন্যেই খুন-খারাবী বেড়ে চলছে!
শাসক শ্রণীর ক্ষমতা পাকা-পোক্ত করতেই তাদের ইশারায় এ সব ঘটছে!
০৬ নভেম্বর ২০১৫ রাত ০৪:৪০
289399
শেখের পোলা লিখেছেন : অন্যের রদিকে আঙ্গুল উঁচানো বন্ধ চাই৷ ধন্যবাদ৷
348666
০৬ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৩৭
জ্ঞানের কথা লিখেছেন : শেষে ভুল বলছেন-জামাত শীবির নয় হবে বিম্পিজামাত ছাড়া।
কারেকশন করে দিন পীরসাহেব।
০৬ নভেম্বর ২০১৫ সকাল ০৯:১৭
289406
শেখের পোলা লিখেছেন : নন্দঘোষ এক জনই৷ কান টানলে মাথাও আসবে মুর্শীদ বাবা৷ ধন্যবাদ৷
348720
০৭ নভেম্বর ২০১৫ রাত ১২:৩৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামুআলাইকুম। Rose Nail Biting Rose Rose Rose
০৭ নভেম্বর ২০১৫ রাত ০১:০৫
289471
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস সালাম৷<:-P <:-P <:-P
১০
348975
০৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ঘটনা সত্য, আমার কাছে তথ্য আছে.........
০৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৩
289676
শেখের পোলা লিখেছেন : তাহলে ধন্যবাদ লন৷ আবার আসবেন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File