দোষারোপের রাজনীতি:বলির পাঠা বিরোধি দল
লিখেছেন লিখেছেন জয় সত্যম ০৫ নভেম্বর, ২০১৫, ১০:৩৩:২৪ রাত
একের পর এক খুন হচ্ছে মানুষ। ব্লগার, লেখক, প্রকাশক, বিদেশি নাগরিক, পুলিশ এসআই, কনস্টেবল গার্মেন্টস কর্মকর্তা, বাড়ির ছোট্ট কিশোরী, সাধারণ মানুষ। আর হাই সিকিউরিটিতে থেকে সবগুলো ঘটনাকে চোখ বুজে জামায়াত শিবিরের কর্মকাণ্ড বলে পার পেয়ে যাচ্ছেন ক্ষমতাসীনরা। সামান্যতম তদন্তের ধারও তারা ধারছেন না অথবা এড়িয়ে যাচ্ছেন তদন্ত। এর ফল পাচ্ছে জনগন, থামছেনা খুনিদের চাপাতি এমনকি পুলিশ বাহিনীও রেহাই পাচ্ছেনা চাপাতির কোপ থেকে। আর কত দোষ চাপাবেন নন্দঘোষ জামায়াত শিবিরের ঘাড়ে। এবার একটু থামুন! জনগণ বাঁচতে চায় নিরাপত্তা চায় আপনাদের মুখস্ত সাজানো ডায়ালগ চায়না। একটু খোলা চোখে দেশের পরিস্থিতি দেখুন, তদন্ত করুন, খুনিদের খুজে বের করার চেষ্টা করুন অযথা অন্যের উপর দোষ চাপাবেন না। খুনিদের খুন করতে উৎসাহিত করবেন না। নচেৎ এভাবে চলতে থাকলে খুনের শিকার হতে পারেন আপনিও তখন চোখের সামনে খুনিকে দেখবেন চিনতেও পারবেন যে এরা জামায়াত শিবির নয় কিন্তু তখন করার কিছু থাকবেনা। আপনার পরবর্তীরা হয়ত আবার বলবে জামায়াত শিবিরের কাজ। এভাবে থামবেনা চাপাতি থামবেনা খুন থামবেনা দোষারোপের রাজনীতি।
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন