়়়়়়়//" চিত্রকর"//়়়়়়়
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৫ অক্টোবর, ২০১৫, ০৮:৫২:১৬ রাত
“চিত্রকর”
হে মহা শিল্পী, ওহে কারিগর,
এ কোন যাদুই তুলির আঁচড়৷
রহস্যে ভরা চিত্রকর্ম তোমার।
চক্ষু দিয়েছ দেখার তরে,
দেখিয়া চলেছি নয়ন ভোরে,
কিবা অপরূপ প্রকৃতি তোমার।
ঘণ পল্লব জঙ্গল ও বনে,
আসন্ন শীতের আগমনে,
নয়ন জুড়ানো রংএর বাহার৷
ঘুরাবে আবার কালের চাকা,
সকলই পড়িবে তুষারে ঢাঁকা,
গুল্ম বৃক্ষ হইবে মৃতের সমান৷
সোনার কাঠির ছোঁয়ায় আবার,
চেতনা ফিরিয়া আসিবে সবার,
প্রকৃতি পরিবে সবুজ পিরান৷
কে বুঝিতে পারে তোমার লীলা,
এত নয় শুধু নিছক খেলা,
ঘোষিছে তোমার ‘ওযুদ’ বয়ান৷
তো্মারে চিনিতে হইও সহায়,
স্মরণে থাকিও সকল সময়,
তুমিই মালিক সর্বশক্তিমান৷
(অনুরোধ;-বিজ্ঞ ও অভিজ্ঞ শুভাকাঙ্খিগনের কাছে সবিনয়ে অনুরোধ,-পোষ্টে কিভাবে ফটো সংযোজন করা হয় তা জানালে কৃতজ্ঞ থাকব৷ বলতে লজ্জা নাই যে, ল্যাপটপ ওপেন, লেখা আর পড়া ছাড়া আমার আর কিছুই জানা নাই৷ তাই এর পরি ভাষাও বুঝিনাা৷ উদেশ এক জন বোকা আনাড়ী লোকের বোঝার উপযুক্ত করে দিলেই আমার জন্য সহজ হবে৷ ধন্যবাদ মায়াসসালাম)
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাষা যেখানে মুর্ত সেখানে ছবির দরকার নাই।
অতঃপর আপলোড ফাইলে এ ক্লিক করুন।
প্রয়োজনীয় পিকচারটি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করুন।
তারপর পিকচারপির উপর ক্লিক করুন। ব্যস হয়ে গেল। এখন স্ক্রিনে একটি লিংক দেখতে পাবেন। যখন প্রকাশ করবেন, তখন পিকচারটি দেখতে পাবেন।
সুন্দর কবিতাটির জন্য শুকরিয়া।
চমৎকার উপলব্ধি! আরো সুন্দর লিখুন শুভকামনা রইলো!
মন্তব্য করতে লগইন করুন