ঃঃঃঃঃঃ "বুদ্ধি হাট"ঃঃঃঃঃঃ
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৪ অক্টোবর, ২০১৫, ০৫:১৭:৫৩ সকাল
বুদ্ধি বেচা পেশা আমার বুদ্ধি বেচি আমি,
যে যা ভাবে ভাবুক গিয়ে ব্যবসাটা বেশ দামী৷
কূট বুদ্ধি চোরা বুদ্ধি সকল বুদ্ধিই আছে,
এমন বুদ্ধি আছে যাতে আম জনতা নাচে৷
পাকা কাঁচা হলুদ সাদা টাটকা সবই পাবে,
আগে ভাগে চাইলে পেতে অন লাইনে যাবে৷
রাজনৈতীক বুদ্ধিগুলোর বাজার আছে ভাল,
আরও কিছু বুদ্ধি আছে রং গুলো যার কালো৷
কালো বুদ্ধির পাইকারেরা চুপিসারে আসে,
দিনে তাদের যায়না চেনা যদিও থাকে পাশে৷
রেডিও টিভি বুদ্ধি বেচে যে দামে সে কেনে,
সেই হাটেরে আমজনতা ‘টক শো’ বলে চেনে৷
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরও কিছু বুদ্ধি আছে রং গুলো যার কালো৷
কালো বুদ্ধির পাইকারেরা চুপিসারে আসে,
দিনে তাদের যায়না চেনা যদিও থাকে পাশে৷
রেডিও টিভি বুদ্ধি বেচে যে দামে সে কেনে,
সেই হাটেরে আমজনতা ‘টক শো’ বলে চেনে৷
সুন্দর কবিতা, দারুন মজা। অনেক ধন্যবাদ
কাজকর্ম না থাকলে বুদ্ধিতে পেট চলে!
আকাইম্মা লোকগুলো সব বুদ্ধি বেচে খায়,
বকর বকর পেচাল পারতে টকশোতে যায়!
শেখের পোলা ভাল মানুষ বুদ্ধিজীবি নয়,
প্রথম দেখায় বুঝেছিলাম হি ইজ গুড বয়।
রাজা উজীর মারতে পারলেই বুদ্ধিজীবি বলে৷
পেট শুধু নয় শরীরটাও লম্ফ দিয়া চলে,
অন্য সবার গলা টিপে নিজের কথা বলে৷
ধন্যবাদ, মিয়া ভাই, খান সাহেব আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেনা৷ উনি কি দেশে আছেন৷ আমার কাজটার আজও কোন অগ্রগতি হলনা৷ একটু তাকে বলবেন প্লীজ৷
ভালো বুদ্ধির প্রচার- প্রসার হোক এটাই কামনা!
মন্তব্য করতে লগইন করুন