ঃঃঃঃঃঃ "বুদ্ধি হাট"ঃঃঃঃঃঃ

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৪ অক্টোবর, ২০১৫, ০৫:১৭:৫৩ সকাল



বুদ্ধি বেচা পেশা আমার বুদ্ধি বেচি আমি,

যে যা ভাবে ভাবুক গিয়ে ব্যবসাটা বেশ দামী৷

কূট বুদ্ধি চোরা বুদ্ধি সকল বুদ্ধিই আছে,

এমন বুদ্ধি আছে যাতে আম জনতা নাচে৷

পাকা কাঁচা হলুদ সাদা টাটকা সবই পাবে,

আগে ভাগে চাইলে পেতে অন লাইনে যাবে৷

রাজনৈতীক বুদ্ধিগুলোর বাজার আছে ভাল,

আরও কিছু বুদ্ধি আছে রং গুলো যার কালো৷

কালো বুদ্ধির পাইকারেরা চুপিসারে আসে,

দিনে তাদের যায়না চেনা যদিও থাকে পাশে৷

রেডিও টিভি বুদ্ধি বেচে যে দামে সে কেনে,

সেই হাটেরে আমজনতা ‘টক শো’ বলে চেনে৷

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345616
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:০০
নাবিক লিখেছেন : আমারে কমদামে কিছু বুদ্ধি দিতে পারেন? বেশি টাকা হাতে নাই, কতো নিবেন কন তো দ্যাহি?
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৭:৩১
286775
শেখের পোলা লিখেছেন : খাড়ান, স্টকে কি পরিমান আছে দেখে সেলে চড়াব৷ তখন হস্তায় পাইবেন৷ধন্যবাদ মন্তব্যের জন্য৷৷
345622
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩৯
শেখের পোলা লিখেছেন : হতভাগা ভাইয়ের মন্তব্যে উত্তর দিতে গেলে তা উদাও হয়ে গেল। কেন জানিনা৷ স্যরি৷
১৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪৭
286783
হতভাগা লিখেছেন : বসে বসে রাজা উজির ভালই মারা যায় , কাজের ডাক আসলে লেফট রাইটই বড় হয়ে যায়
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
286814
শেখের পোলা লিখেছেন : আপনার পুনঃ উপস্থিতে পুলকিত হলাম৷ থ্যান্কু৷
345630
১৪ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩৭
আবু জান্নাত লিখেছেন : বাহ! দারুন কথাগুলো ছন্দাকারে প্রকাশ। প্রশংসার যোগ্য কাজ করলেন। অনেক অনেক ধন্যবাদ
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
286815
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷ অলস মস্তৃষ্কের খেল আরকি!
345636
১৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৪
অবাক মুসাফীর লিখেছেন : মগার ছড়া... Rolling on the Floor Rolling on the Floor আমার বুদ্ধির ট্‌যাংকি আপাতত লোডেড... দরকার পড়লে আসমুনে... Big Grin
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
286816
শেখের পোলা লিখেছেন : অবশ্যই আইয়েন, দোকান খোলা রাখুমনে৷ ধন্যবাদ৷
345644
১৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : রাজনৈতীক বুদ্ধিগুলোর বাজার দর ভাল,
আরও কিছু বুদ্ধি আছে রং গুলো যার কালো৷
কালো বুদ্ধির পাইকারেরা চুপিসারে আসে,
দিনে তাদের যায়না চেনা যদিও থাকে পাশে৷
রেডিও টিভি বুদ্ধি বেচে যে দামে সে কেনে,
সেই হাটেরে আমজনতা ‘টক শো’ বলে চেনে৷


সুন্দর কবিতা, দারুন মজা। অনেক ধন্যবাদ
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
286817
শেখের পোলা লিখেছেন : আপনার উপস্থিতি ও মন্তব্য সত্যই প্রেরণা যোগায়৷ ধন্যবাদ ওস্তাদজী৷
345646
১৪ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০০
নেহায়েৎ লিখেছেন : কত GB বুদ্ধি থাকলে বুুদ্ধিজীবি বলে,
কাজকর্ম না থাকলে বুদ্ধিতে পেট চলে!
আকাইম্মা লোকগুলো সব বুদ্ধি বেচে খায়,
বকর বকর পেচাল পারতে টকশোতে যায়!
শেখের পোলা ভাল মানুষ বুদ্ধিজীবি নয়,
প্রথম দেখায় বুঝেছিলাম হি ইজ গুড বয়।
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
286818
শেখের পোলা লিখেছেন : KB GB নাই প্রয়োজন চিহবা হলেই চলে,
রাজা উজীর মারতে পারলেই বুদ্ধিজীবি বলে৷
পেট শুধু নয় শরীরটাও লম্ফ দিয়া চলে,
অন্য সবার গলা টিপে নিজের কথা বলে৷
ধন্যবাদ, মিয়া ভাই, খান সাহেব আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেনা৷ উনি কি দেশে আছেন৷ আমার কাজটার আজও কোন অগ্রগতি হলনা৷ একটু তাকে বলবেন প্লীজ৷
১৫ অক্টোবর ২০১৫ সকাল ১১:২৩
286911
মুসলমান লিখেছেন : ইনশা আল্লাহ। তার সাথে আমার দেখা হবে দুই একদিনের মধ্যে হয়তো।
১৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
287052
শেখের পোলা লিখেছেন : মুসলমান ভাই, অগ্রিম ধন্যবাদ৷কাজটা আপনি না জানলে জানাই-এক বছরেরও বেশী হল আমার কোরআনের অনুবাদটি ছাপাতে দিয়েছি৷ বেশ কিছু টাকাও দিয়েছি৷ তার কোন খবর নাই৷
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৪
287117
নেহায়েৎ লিখেছেন : ইন্না লিল্লাহ! বলেন কি?!? টাকাও দিছেন? দেখি কথা বলে ভাই।
345663
১৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বুদ্ধি নাই মাথায় কত দিবেন তাই!!
১৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
286819
শেখের পোলা লিখেছেন : যত চান নিতে পারেন৷ ধন্যবাদ৷
345727
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৩:৪১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। মজার কবিতা পড়ার সুযোগ করে দেয়ার জন্য শুকরিয়া!

ভালো বুদ্ধির প্রচার- প্রসার হোক এটাই কামনা!
১৫ অক্টোবর ২০১৫ রাত ০৪:০০
286879
শেখের পোলা লিখেছেন : অআলায়কুমুস সালাম অ রহমাতুল্লাহ৷৷ জাজাকাল্লাহু খাইর৷ধন্যবাদ৷
345776
১৫ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : বুদ্ধির বাজারে পরিচিত করে দেয়ার জন্য ধন্যবাদ ভাই। দারুন হয়েছে।
১৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
286935
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷ অলস মস্তৃষ্কের ফসল আরকি!
১০
345884
১৬ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৯
আফরা লিখেছেন : কবিতাটা অনেক মজার হইছে অনেক ধন্যবাদ চাচাজান ।
১৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
287053
শেখের পোলা লিখেছেন : অনেক দোওয়া রইল৷ ভাল থাকো৷
১১
345970
১৭ অক্টোবর ২০১৫ সকাল ০৫:১৮
প্যারিস থেকে আমি লিখেছেন : যারা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি যেন বলা হয় জনাব ?
১৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:১৭
287094
শেখের পোলা লিখেছেন : শ্রদ্ধার সঙ্গে তাদের নাম নিতে হয়৷ তারা সমাজের উপর তলার তলার মানুষ৷ তাদের মধ্যে রয়েছে অগাধ পাণ্ডিত্ব৷ নাম পরে বলব৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File