ঁঁঁঁঁঁঁঁঁ এস ঈদ করি ঁঁঁঁঁঁঁঁঁ

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪০:৪৩ সকাল



বড়ব্যাথা লাগে প্রাণে,

তারা কি কখনও জানে,

আরাম আয়েশে দিন কাটে যার,

নদীর ভাঙ্গনে ভাসা,

ফুটপাতে যার বাসা,

জীবনে তাহার কত হাহাকার!

সম মনা রয়েছ যারা

কিছুকি যায়না করা,

এস খোঁজ নিই প্রতিবেশীটার,

যা কিছু আমার আছে,

কিছু নিয়ে তার কাছে,

যদি পারি হাঁসি ফোটাবার।

যদি খুশী হন তিনি,

উপরে রয়েছেন যিনি,

জনম হবেযে সফল আমার।

ধরার মালিক যিনি,

সকলি দিলেন তিনি,

আছে অধিকার ফিরায়ে নেবার।

তোমার সম্পদ সকলই

পড়িয়া রহিবে কেবলই

তুমি ফিরে যাবে গন্তব্যে তোমার।

কোরআন ঘোষণা করে,

আফসোস করিবে পরে,

যদি ফিরে পাও সুযোগ আবার৷

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343251
২৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১৮
কাহাফ লিখেছেন :
জীবনে তাহার কত হাহাকার!

সম মনা রয়েছ যারা

কিছুকি যায়না করা,

এস খোঁজ নিই প্রতিবেশীটার,

"যা কিছু আমার আছে,
কিছু নিয়ে তার কাছে,
যদি পারি হাঁসি ফোটাবার।"

ঈদুল আজহার প্রকৃত শিক্ষাই সুন্দর করে ফুটে উঠেছে ছন্দময় আয়োজনে!
আল্লাহ আমাদের এমন হওয়ার তাওফিক দিন,আমিন!
বাংলাদেশের ঈদ মোবারক শ্রদ্ধেয়!!

২৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
284544
শেখের পোলা লিখেছেন : আসুন সকলে সাধ্যমত গরীব প্রতিবেশীটার সহায়তা করে প্রকৃত ঈদের আনন্দ লাভ করি৷ ধন্যবাদ৷
343263
২৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৭
নাবিক লিখেছেন : ঈদ হোক ধনী-গরীব সকলের। ঈদ মোবারক।
২৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
284545
শেখের পোলা লিখেছেন : গরীবের হক যথাযত আদায় না করা পর্যন্ত ধনীর ঈদ পূর্ণ হয়না৷ জাজাকাল্লাহ৷
343269
২৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবুও যে ভুলে যাই আমরা মুসলিম।
২৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
284546
শেখের পোলা লিখেছেন : সমস্যা ঠিক এখানেই৷ দায়ীত্ব পালন করবনা বলে ভুলে থাকি৷ধন্যবাদ৷
343298
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫৮
আফরা লিখেছেন : অনেক ভালো লাগলো । ঈদ মোবারক চাচাজান । আগামী কালকের কথা স্বরন আছে তো চাচাজান ?
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৪
284577
শেখের পোলা লিখেছেন : আছে মামনী, ইনশাআল্লাহ সময়মত হাজির হব৷ ভাল থাক৷
343356
২৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৪
আবু জান্নাত লিখেছেন :
যা কিছু আছে আমার
এস খোঁজ নিই প্রতিবেশীটার
কিছু নিয়ে তার কাছে
যদি পারি হাঁসি ফোটাবার।

অনেক অনেক সুন্দর কবিতা
জাযাকাল্লাহ খাইর চাচাজান
২৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০১
284623
শেখের পোলা লিখেছেন : আমিন৷ ঈদ মুবারক৷ধন্যবাদ৷
343654
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

চমৎকার কবিতা তরচাইতে আরো বেশি মর্মার্থ বহন করেছে কথা গুলো! আল্লাহ আমাদের সাধ্যানুযায়ী ভালো কাজ গুলো করার তৌফিক দান করুণ! আমীন।

জাযাকাল্লাহু খাইর!
২৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৫১
285072
শেখের পোলা লিখেছেন : অণআলাইকুমুস সালাম ও রহমাতুল্লাহ৷ মর্মার্থ উপলদ্ধি করার জন্য আপনাকে ধন্যবাদ৷
343738
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার কবিতা তরচাইতে আরো বেশি মর্মার্থ বহন করেছে কথা গুলো! আল্লাহ আমাদের সাধ্যানুযায়ী ভালো কাজ গুলো করার তৌফিক দান করুণ! আমীন।

জাযাকাল্লাহু খাইর!
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৯
285167
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস সালাম অরহমাতুল্লাহ৷
এটি বাস্তবে যেদিন ঘটবে সেদিই হবে প্রকৃত ঈদ৷ আপনাকে ধন্যবাদ৷
343771
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৯
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস সালাম অরহমাতুল্লাহ৷
এটি বাস্তবে যেদিন ঘটবে সেদিই হবে প্রকৃত ঈদ৷ আপনাকে ধন্যবাদ৷
344580
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:০৭
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার মানবিক আহবান।
০৬ অক্টোবর ২০১৫ রাত ১২:৫৮
285918
শেখের পোলা লিখেছেন : এ আহবানে সবাই শরিক হউন ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File