ঁঁঁঁঁঁঁঁঁ এস ঈদ করি ঁঁঁঁঁঁঁঁঁ
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪০:৪৩ সকাল
বড়ব্যাথা লাগে প্রাণে,
তারা কি কখনও জানে,
আরাম আয়েশে দিন কাটে যার,
নদীর ভাঙ্গনে ভাসা,
ফুটপাতে যার বাসা,
জীবনে তাহার কত হাহাকার!
সম মনা রয়েছ যারা
কিছুকি যায়না করা,
এস খোঁজ নিই প্রতিবেশীটার,
যা কিছু আমার আছে,
কিছু নিয়ে তার কাছে,
যদি পারি হাঁসি ফোটাবার।
যদি খুশী হন তিনি,
উপরে রয়েছেন যিনি,
জনম হবেযে সফল আমার।
ধরার মালিক যিনি,
সকলি দিলেন তিনি,
আছে অধিকার ফিরায়ে নেবার।
তোমার সম্পদ সকলই
পড়িয়া রহিবে কেবলই
তুমি ফিরে যাবে গন্তব্যে তোমার।
কোরআন ঘোষণা করে,
আফসোস করিবে পরে,
যদি ফিরে পাও সুযোগ আবার৷
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবনে তাহার কত হাহাকার!
সম মনা রয়েছ যারা
কিছুকি যায়না করা,
এস খোঁজ নিই প্রতিবেশীটার,
"যা কিছু আমার আছে,
কিছু নিয়ে তার কাছে,
যদি পারি হাঁসি ফোটাবার।"
ঈদুল আজহার প্রকৃত শিক্ষাই সুন্দর করে ফুটে উঠেছে ছন্দময় আয়োজনে!
আল্লাহ আমাদের এমন হওয়ার তাওফিক দিন,আমিন!
বাংলাদেশের ঈদ মোবারক শ্রদ্ধেয়!!
যা কিছু আছে আমার
এস খোঁজ নিই প্রতিবেশীটার
কিছু নিয়ে তার কাছে
যদি পারি হাঁসি ফোটাবার।
অনেক অনেক সুন্দর কবিতা
জাযাকাল্লাহ খাইর চাচাজান
চমৎকার কবিতা তরচাইতে আরো বেশি মর্মার্থ বহন করেছে কথা গুলো! আল্লাহ আমাদের সাধ্যানুযায়ী ভালো কাজ গুলো করার তৌফিক দান করুণ! আমীন।
জাযাকাল্লাহু খাইর!
জাযাকাল্লাহু খাইর!
এটি বাস্তবে যেদিন ঘটবে সেদিই হবে প্রকৃত ঈদ৷ আপনাকে ধন্যবাদ৷
এটি বাস্তবে যেদিন ঘটবে সেদিই হবে প্রকৃত ঈদ৷ আপনাকে ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন