মুমিনরা এখন কি করবেন? পদপিষ্ট আহত হাজী'দের সুস্থতার দোয়া করবেন, নাকি মৃত্যু চাইবেন?

লিখেছেন লিখেছেন অপি বাইদান ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩১:১৮ সকাল



সর্বশেষ খবর- কাবায় হজ্জ করতে গিয়ে পদপিষ্ট নিহতের সংখ্যা ৮১০ ছাড়িয়ে গেছে, আহত এক হাজার এর উপরে।

পদতলে পিষ্ট এমন একটি ট্রাজেডির পরও মুমিনরা বলাবলি করছেন- "নিহতরা দু’টুকরো কাপড়ে আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দিলেন এবং সেই পোশাকেই চিরবিদায় নিলেন। এমন সৌভাগ্য জনক জান্নাতী মৃত্যু ক জনের কপালে জুটে? অতপর আমিন, আমিন, আমিন........ আহাজারি।

আল্লার মুমিনরা এখন কি করবেন? আহত ব্যক্তিদের সুস্থতার জন্য দোয়া করবেন, নাকি তাদের direct বেহেস্ত প্রাপ্তির জন্য মৃত্যু কামনা করবেন????

বিষয়: বিবিধ

১৫৮৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343242
২৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৩৪
শেখের পোলা লিখেছেন : মুমিনরা জানে তারা কি করবে৷ তার জন্য নাস্তিকদের ঘুম কামাই করার প্রয়োজন নেই৷
343270
২৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৫৩
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : পরীক্ষাগারেই পরীক্ষা হয়।
ও হ্যাঁ ঈদ মোবারক। কেমন আছেন অপি আপু?
আল্লাহ আমাদেরকে আর আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করুন।
343312
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩৪
রক্তলাল লিখেছেন : মুমিনরা কি করবে সেটা তাদের দোষ বা গুন। তাই বলে শত শত মানুষের মৃতু্য নিয়ে উল্লাস করা যদি নাস্তিকতার শিক্ষা হয় সেই ধারণা বা মতবাদে ঘৃণাভরা থুঃ!
এটাই নাস্তিকতা শুধু পৈশাচিকতা ছাড়া কিছু নয় তার প্রমাণ; নাস্তিকরাই তা প্রমাণ করছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File