মুমিনরা এখন কি করবেন? পদপিষ্ট আহত হাজী'দের সুস্থতার দোয়া করবেন, নাকি মৃত্যু চাইবেন?
লিখেছেন লিখেছেন অপি বাইদান ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩১:১৮ সকাল
সর্বশেষ খবর- কাবায় হজ্জ করতে গিয়ে পদপিষ্ট নিহতের সংখ্যা ৮১০ ছাড়িয়ে গেছে, আহত এক হাজার এর উপরে।
পদতলে পিষ্ট এমন একটি ট্রাজেডির পরও মুমিনরা বলাবলি করছেন- "নিহতরা দু’টুকরো কাপড়ে আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দিলেন এবং সেই পোশাকেই চিরবিদায় নিলেন। এমন সৌভাগ্য জনক জান্নাতী মৃত্যু ক জনের কপালে জুটে? অতপর আমিন, আমিন, আমিন........ আহাজারি।
আল্লার মুমিনরা এখন কি করবেন? আহত ব্যক্তিদের সুস্থতার জন্য দোয়া করবেন, নাকি তাদের direct বেহেস্ত প্রাপ্তির জন্য মৃত্যু কামনা করবেন????
বিষয়: বিবিধ
১৫৮৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ও হ্যাঁ ঈদ মোবারক। কেমন আছেন অপি আপু?
আল্লাহ আমাদেরকে আর আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করুন।
এটাই নাস্তিকতা শুধু পৈশাচিকতা ছাড়া কিছু নয় তার প্রমাণ; নাস্তিকরাই তা প্রমাণ করছে!
মন্তব্য করতে লগইন করুন