ঃঃঃঃঃ বাংলা দেশের ঘরে ঘরে ঈদ আনন্দ৷ঃঃঃঃঃ

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৮:২৪ রাত

সকলকে জানাই ঈদ মুবারক ????????

হাঁ সকাল সাড়ে সাতটায় ঈদুল আজহার প্রথম জামাতে আমার নিকটস্থ সুন্নাতুল জামাত মসজিদে আদায় করে এলাম৷ হরেক রকম রান্না হচ্ছে, প্রতিবেশী ও বন্ধুরা বিকলে আসবে৷ দুই মেয়ে জামাই নাতি নাতনী সহ সুবিধা মত আসবে৷ আমার ঈদ আনন্দ আছে বৈকি? বিশটি বৎসর এ ভাবেই পার করলাম৷ আমি সব সময় খুশী৷ এখানে কোরবানীর ঝামেলা নেই৷ ওটা দেশের জন্য বরাদ্দ৷ আমার মতে দেশে কোরবানীতে বেশী উপকার৷

কোরবানীর সাদা মাঠা দুটি উপকার দেখে থাকি৷ একটি ত্যাগ ও অপরটি অভাবীদের উপকার৷ যেখানেই কোরবানী দিই আমার ত্যাগটা টাকার মাধ্যমে হচ্ছে৷ দেশে হয়তবা (নিজের গোয়ালে না থাকলে)দু চারদিন আগে কিনে একটু যত্নআত্তি করা হয়৷ তাতে ঐ পশুটার উপর তেমন মোহাব্বত জন্মায় না৷ টাকার ত্যাগটা সেখানেও মুখ্য৷ আর প্রবাসে অনেক সময় কোরবানী দাতা পশুটার কি রং,কটা হাত পা তার কিছুই দেখেনা৷দ্বিতীয় দিক দেশে যতই কঞ্জুসি কার চুপি করিনা কেন, প্রতিবেশী ও কিছু গরীব অবশ্যই উপকৃত হয়৷ আত্মীয় প্রতিবেশী যেমন তেমন, এমন লোক রয়েছে যারা বৎসরে কচিৎ কদাচিৎ গোশ্তের স্বাদ পায়৷ কোরবানীতে তারা আমার লোহার গেটে দারোয়ানের তাড়ার ভয় উপেক্ষা করে আসবেই৷ অন্ততঃ তাদের কয়েক জনেতো পায়৷

আল্লাহ বলেছেন যে, যতক্ষননা তোমরা তোমাদের মহব্বতের সামগ্রী দান কর ততক্ষন কোন সওয়াব অবশ্যই পাবেনা৷ সমীকরণ করুন অধিবাসী ও অভিবাসী উভয়ের কোরবাণী৷

দেশের বিরাট জনগোষ্ঠিই দিন আনে দিন খায়৷ তাদের কথা চিন্তা করলে নিজের ঈদ আনন্দ ধোঁয়াসে হয়ে যায়৷ আমার বাড়ী খুলনার শিল্পাঞ্চলে৷ এমন কোন ঈদ নেই যখন শেষ মুহূর্তে শ্রমিকদের পথে নেমে বেতন বোনাসের দাবীতে সোচ্চার হয়ে পুলিশের লাঠি সহ্য করতে হয়েছে৷ কল্পনা করুন তাদের ঈদ আনন্দ৷

দেশের প্রায় অর্ধেক(ধারণা) পরিবারের কেউ না কেউ বন্দী দশায় রয়েছে, অদূর অতীতে কেউনা কেউ অকাল মৃত্যু বরণ করেছে, গুম হয়েছে বা ছিনতাইয়ের কবলে পড়ে বেঁচে থাকলেও নিঃস্ব হয়েছে৷ তাদের ঈদের কথা চিন্তা করুন৷ হাদীশে বলা হয়েছে যে, প্রত্যক মুসলীম ভাই ভাই৷ অতএব, আমার ভাইয়ের দুঃখে যদি আমি দুঃখীত না হই তবে আমি কেমন ভাই?

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343193
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৪
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান চাচাজান । লিখা খুব সুন্দর হয়েছে ।

২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫০
284498
শেখের পোলা লিখেছেন : ঈদের শুভেচ্ছা তোমাদের সকলের জন্য৷
343194
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : অতএব, আমার ভাইয়ের দুঃখে যদি আমি দুঃখীত না হই তবে আমি কেমন ভাই?
একেবারে সঠিক সিদ্ধান্ত
এর পরেও ঈদ মোবারক থাকলো
শ্রদ্ধেয় ভাইজানের জন্য।
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫১
284499
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকে সঙ্গে ঈদ মুবারক৷
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫১
284500
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকে সঙ্গে ঈদ মুবারক৷
343196
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবুও ঈদ মুবারক।
এই ঈদের উপলক্ষেও এই দরিদ্র দেশের কিছু মানুষ প্রোটিন পায়।
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৫
284501
শেখের পোলা লিখেছেন : যতটা পাওয়া উচিৎ ততটা পেলেই খুশী হতাম৷ ঈদতো প্রকৃতপক্ষে গরীবের জন্য৷ বড়লোকদের ডাইনিং টেবিল দৈনিক দু বেলা ঈদের ঘোষণা দেয়৷ধন্যবাদ ও ঈদ মুবারক৷
343221
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আসলে দেশে ঈদ করার মজাই আলাদা....। আগে না বুঝতে পারলেও এখন প্রবাসী হয়ে হারে হাড়ে টের পাচ্ছি!! সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ।
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৫
284514
শেখের পোলা লিখেছেন : আপনিও দেখি আমাদের দলে মানে প্রবাসী৷ ভাল থাকেন৷ ঈদ মুবারক৷
343222
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৫
শেখের পোলা লিখেছেন : আপনিও দেখি আমাদের দলে মানে প্রবাসী৷ ভাল থাকেন৷ ঈদ মুবারক৷
343240
২৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:০৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ঈদের নামাজ পড়েই দৌড়। এই প্রথম ঈদের দিনটা বড় ফ্যাকাশে গেলো।
২৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:১৩
284516
শেখের পোলা লিখেছেন : আপনি অন্ততঃ নামাজ পড়ার সুযোগ পেয়েছেন৷ধন্যবাদ৷
343264
২৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১২
মাটিরলাঠি লিখেছেন : দেশে ঈদ আর বিদেশে ঈদ অনেক পার্থক্য। ইদ-মুবারক!!
২৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০২
284543
শেখের পোলা লিখেছেন : অবশ্যই৷ ধন্যবাদ৷ঈদ মুবারক৷
343358
২৬ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:২১
আবু জান্নাত লিখেছেন : পাড়া প্রতিবেশীদের না দেখলে সত্যিই ঈদ ঈদের মত মনে হয় না। দেরীতে হলেও ঈদ মোবারাক।
২৬ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০০
284622
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ঈদ মুবারক৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File