কাবাগৃহ- আল্লার "শান্তি আলয়"? নাকি মরণ ফাঁদ??
লিখেছেন লিখেছেন অপি বাইদান ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৭:৫৫ রাত
সূরা্ ২:১২৫- " যখন আমি কা’বা গৃহকে মানুষের জন্যে সম্মিলন স্থল ও শান্তির আলয় করলাম, আর তোমরা ইব্রাহীমের দাঁড়ানোর জায়গাকে নামাযের জায়গা বানাও এবং আমি ইব্রাহীম ও ইসমাঈলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তওয়াফকারী, অবস্থানকারী ও রুকু-সেজদাকারীদের জন্য পবিত্র রাখ।"
সূরা ৩: ৯৭: এতে রয়েছে মকামে ইব্রাহীমের মত প্রকৃষ্ট নিদর্শন। আর যে, লোক এর ভেতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে।
সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে আজ বৃহস্পতিবার পদদলিত হয়ে কমপক্ষে৮৬৫ জন হাজির খতম তারাবি হয়েছে। পদদলিত হয়ে আহত হয়েছেন আরো হাজার হাজার মুমিন/মুমিনা।
হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা মিনার বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর মারতে যাওয়ার পথে এই মৃত্য উৎসবের সূচনা ঘটে।
বিষয়: বিবিধ
১৩৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপি আপু কেমন আছেন? আল্লাহ আপনাকে আর আমাকে সঠিক ধর্মের উপর রাখুন?
এগুলো আসলে পরীক্ষা/টরীক্ষা কিচ্ছু না, সব ইহুদী-নাসার ষড়যন্ত্র। কি বলেন?
এসব লাস এর ছবি দেখিয়ে ভয় দেখানো যাবেনা।ওখানে মরলেও জান্নাত।
মন্তব্য করতে লগইন করুন