%%% সু খবর---সু খবর----সু খবর%%%

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৯ জুন, ২০১৫, ০২:১৮:০১ রাত

আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহে অবরকাতুহু৷

সম্মানিত ব্লগার ভাই বোন, চাচা, ভাইপো, ভাইঝি গন,সকলের জন্য মহান রমজানের শুভেচ্ছা রইল৷ সম্মানিত বাহার ভাইয়ের পোষ্ট ‘অর্থ বুঝে কোরআন পড়া’ বিষয়ক পোষ্টে উৎসাহিত হয়ে আপনাদের একটা সু খবর জানাতে চাই৷ মরহুম ডাঃ ইসরার আহমদ সাহেবের উর্দুতে করা সর্বাধুনিক অতি সংক্ষেপে পবিত্র কোরআনের তাফসীর ‘বয়ানুল কোরআনের’ সরল বাংলা অনুবাদ, যা আমি আমার সামান্য বিদ্যার উপর ভর করে অনুবাদ তিন খণ্ডে সমাপ্ত করেছি ও ব্লগে পোষ্ট করে থাকি৷ যা সাধারণ মানুষের বোঝার উপযোগী করে সাধারণ ভাবেই করা হয়েছে৷ আশা করি তাতে অনেকেই উপকৃত হবেন৷

যদি কেউ তা অন লাইনে পেতেচান তবে আমার এই পোষ্টে ইমেইল এ্যডরেস দিলে এ্যটাচ করে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ৷ আমি চাই কোরআনের সব পাঠক কোরআন মোটামুটি বুঝে পড়ুক৷ ধন্যবাদ

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326684
১৯ জুন ২০১৫ রাত ০২:২৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকে..আমার আইডি পাঠালাম। জানাবেন, মেইল করলে।
https://us-mg5.mail.yahoo.com/neo/launch?.rand=1sio39iich2vs
326685
১৯ জুন ২০১৫ রাত ০২:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
১৯ জুন ২০১৫ সকাল ০৫:২৬
269022
শেখের পোলা লিখেছেন : প্রথম খণ্ড পাঠালাম৷ ভাল থাকেন৷
২০ জুন ২০১৫ রাত ১২:৪৪
269098
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শেখ ভাই,ধন্যবাদ..২য় খন্ড বা আরো যা আছে পাঠিয়ে দিবেন..ডাউনলোড করে রাখছি,,পড়ে নেব সময় করে..
326687
১৯ জুন ২০১৫ রাত ০৩:২২
বুঝিনা লিখেছেন : please send me.
১৯ জুন ২০১৫ সকাল ০৫:২৫
269021
শেখের পোলা লিখেছেন : প্রথম খণ্ড পাঠিয়ে দিলাম৷ ধন্যবাদ ভাল থাকেন৷
326688
১৯ জুন ২০১৫ রাত ০৩:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন :
ব্লগ এর প্রকাশিত অংশগুলি সংগ্রহে আছে।
১৯ জুন ২০১৫ সকাল ০৫:২৭
269023
শেখের পোলা লিখেছেন : প্রথম খণ্ড পাঠালাম৷ ধন্যবাদ৷ ভাল থাকেন৷
326690
১৯ জুন ২০১৫ রাত ০৩:৩৭
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন :
১৯ জুন ২০১৫ সকাল ০৫:২৮
269024
শেখের পোলা লিখেছেন : প্রথম খণ্ড পাঠালাম৷ ধন্যবাদ৷ ভাল থাকেন৷
326695
১৯ জুন ২০১৫ রাত ০৪:৩৩
আফরা লিখেছেন : আমি এখানেই পড়ি চাচাজান অনেক ধন্যবাদ চাচাজান । আল্লাহ আপনাকে এর উত্ড়ম প্রতিদান দান করুন দুনিয়া ও আখিরাতে ।
১৯ জুন ২০১৫ সকাল ০৫:৩০
269025
শেখের পোলা লিখেছেন : ভাল কথা৷ পুরাটাই আমার কাছে আছে৷ পাঠাতে পারব ইনশাআল্লাহ৷ প্রয়োজন হলে জানিও৷ ভাল থাক৷ লম্বা রোজা কেমন কাটল?
326699
১৯ জুন ২০১৫ সকাল ০৭:০৩
ছালসাবিল লিখেছেন : দাদাজি, Love Struck গুস্তাকি মাফহো Love Struck
মাওলানা ইসরার আহমেদের আকিদা সম্মন্ধ্যে জানতে চাই Loser আমি শুনেছিলাম তিনি ওহদাতুল ওজুদে বিশ্বাসী Sad
১৯ জুন ২০১৫ সকাল ০৮:১২
269032
শেখের পোলা লিখেছেন : নাতিজী কথাটা একটু ভেঙ্গে না বললে বুছছিনা৷ উনার সম্পর্কে জানতে tanzeem.orgতে যান৷ সব জানতে পারবেন৷ আপনি কোন আকীদার তা বলবেন কি? ধন্যবাদ৷
১৯ জুন ২০১৫ সকাল ০৮:৩০
269033
ছালসাবিল লিখেছেন : মা আনা আলাইহি ওয়া আসহাবী- এই আকিদার সংগী Smug Love Struck

ওহদাতুল ওজুদ বা সর্বেস্বরবাদ Crying সবকিছুতে সৃষ্টি কর্তার বা আল্লাহর অবস্থান Crying


এই ভিডিওটির ৪:২৮ সেকেন্ড থেকে দেখুন দাদাজি Love Struck
২০ জুন ২০১৫ রাত ০৪:৪৫
269106
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ওয়াহদাতুল ওয়াজুদের যেই অর্থ এই বক্তা করেছেন সেটা এতে বিশ্বাসী ওলামায়ে কেরাম কখনো করেন নি। মিথ্যা কথা বলা আহলে হাদিসের কাছে এক্কেবারে পান্তা ভাতের মত হয়ে গেছে। ওয়াদাতুল এর আসল অর্থ কি আর তা শরীয়তের বিপরিত কিনা তা জানতে চেষ্টা করুন।
যেইসব ওলামায়ে কেরাম ওয়াহদাতুল ওয়াজুদের বিশ্বাসের কারণে এই বক্তার মতে কাফের হয়ে গেছে সেই ওলামায়ে কেরামের কিতাব নিয়ে নিজে বসুন আর কোরান হাদিসের সাথে মিলিয়ে দেখুন। যদি নিজে না বুঝেন ওলামায়ে কেরামের সহযোগিতা নিন। নেটে আহলে হাদিসের কথা শুনে বিভ্রান্ত হবেন নাকি সত্য জেনে উপকৃত হবেন তা আপনার সিদ্ধান্ত।
ওয়াহদাতুল ওয়াজুদের অর্থ কখনোই সব জিনিসকে আল্লাহ মনে করা নয়। যারা এই ব্যাখ্যা করছে এবং তা দেওবন্দি ওলামায়ে কেরামের মত বলে চালিয়ে দিচ্ছে তারা মিথ্যুক, দাজ্জাল। আল্লাহ মিথ্যাবাদিকে পছন্দ করেন না।
২০ জুন ২০১৫ সকাল ১১:০১
269113
ছালসাবিল লিখেছেন : তাহলে সঠিকটা কি Smug
২২ জুন ২০১৫ দুপুর ০১:১৩
269312
আবু জারীর লিখেছেন : আহলে হাদীসের এই পদ্ধতিটা আমার কাছে কেন যেন সঠিক মনে হচ্ছে না। তারা ইসলামের মৌলিক বিষয় গুলো নিয়ে আলেমদের ভুল বুঝাবুঝিকে আম করে দিয়েছে। এতে আলেমদের প্রতি আমরা শ্রদ্ধা হারাচ্ছি। আসলে উচিৎ ছিল যাদের সমস্যা তাদের নিয়ে বসে এর সুরাহা করা। যদি কেউ ভুল ভুঝে থাকে তাকে সংশোধন করা।
২২ জুন ২০১৫ দুপুর ০১:৪০
269314
ছালসাবিল লিখেছেন : সঠিকটা কি তা জানতে চাই Smug জ্ঞান অর্জন করা দরকার Worried
326702
১৯ জুন ২০১৫ সকাল ০৮:০৭
আবু জারীর লিখেছেন : আবু_জারীর@ইয়াহু০কম
১৯ জুন ২০১৫ সকাল ০৯:১১
269034
শেখের পোলা লিখেছেন : জারীর ভাই পাঠিয়ে দিয়েছি৷ তবে ঠিকানা সঠিক হয়েছে কিনা জানিনা৷ না পেলে সঠিক ঠিকানা দেবেন৷ ধন্যবাদ৷
326730
১৯ জুন ২০১৫ বিকাল ০৪:২২
আনিস১৩ লিখেছেন :
১৯ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
269071
শেখের পোলা লিখেছেন : প্রথম ণ্ড পাঠিয়ে দিলাম, ভাল থাকেন৷ ধন্যবাদ৷
২১ জুন ২০১৫ রাত ১২:৩১
269176
আনিস১৩ লিখেছেন : I have received. May Allah (swt) accept this as sadaka e jariya from you. Please
Remember me in your du'a.
১০
326742
১৯ জুন ২০১৫ বিকাল ০৫:৪১
বুঝিনা লিখেছেন : অনেক ধন্যবাদ, ঝাজাকাল্লাহ খাইর @শেখের পোলা।
১৯ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
269070
শেখের পোলা লিখেছেন : আপনি ঠিক মত পেয়েছেন কিনা জানা হলনা৷ ভাল থাকেন৷
১১
326819
২০ জুন ২০১৫ রাত ০৪:১৭
এলিট লিখেছেন : Salam. Thank you for making this opportunity. Please send me to my
Email:
২০ জুন ২০১৫ সকাল ০৫:৩০
269108
শেখের পোলা লিখেছেন : প্রথম খণ্ড পাঠিয়ে দিয়েছি৷ ভাল থাকেন৷
১২
326857
২০ জুন ২০১৫ দুপুর ০১:৩০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন :
রামাদান কারিম
২০ জুন ২০১৫ রাত ০৮:৪২
269156
শেখের পোলা লিখেছেন : মামুন সাহেব, আপনার ইমেইলে পাঠাতে পারলামনা৷ ফেইল হল৷ জানিনা কোথায় ভুল হয়েছে৷ আবার চেষ্টা করব৷ আপনিও দেখেন৷ ভাল থাকেন৷আমাকে একটা ই মেইল দিয়েন;
১৩
326874
২০ জুন ২০১৫ দুপুর ০২:৩৫
আল সাঈদ লিখেছেন :



সব গুলো পাঠালে খুবই খুশি হবো।
২০ জুন ২০১৫ রাত ০৮:৪৫
269157
শেখের পোলা লিখেছেন : সব গুলো বলতে যদি সব খণ্ডগুলো হয় তবে বলি, তিনটা এক সাথে এ্যটাচ করতে পারলামনা৷ একটা পাঠালাম৷ একে একে বাকী দুটাও দেব ইনশাআল্লাহ৷ ভাল থাকেন৷
২০ জুন ২০১৫ রাত ০৯:৪০
269160
শেখের পোলা লিখেছেন : আপনার প্রথম ঠিকানায় ডেলিভারী হল না৷ কারণ জানিনা৷ আমাকে একটা ইমেইল পাঠান;
১৪
326990
২১ জুন ২০১৫ দুপুর ০২:১৭
মোহাম্মদ লোকমান লিখেছেন :
যদি ছাপানো বই হতো খুবই ভালো হতো। জাযাকাল্লাহ্ খাইরান।
২১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
269253
শেখের পোলা লিখেছেন : লোকমান ভাই, প্রথম খণ্ড পাঠিয়ে দিয়েছি৷ ভাল থাকেন৷ গত বৎসর জুনে খান ভাই(মাই নেম ইজ খান)কে প্রথম খণ্ড ছাপাতে দিয়েছি৷ আশাকরি ছাপানো হবে৷ দোওয়া করবেন৷ ধন্যবাদ৷
২১ জুন ২০১৫ রাত ১১:৩৫
269268
শেখের পোলা লিখেছেন : দুঃখীত ভাই,আপনার ইমেইলটি যায়নি৷ কারণ জানা নাই৷ আপনি আমার ইমেইলে একটা চিঠি পাঠান৷ আবার চেষ্টা করব৷
১৫
327063
২২ জুন ২০১৫ সকাল ১১:৩৮
ফাতিমা মারিয়াম লিখেছেন :
২২ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
269351
শেখের পোলা লিখেছেন : আপা প্রথম খণ্ড পাঠিয়ে দিয়েছি৷ বাকী দুটা পরে দেব ইনশাআল্লাহ৷
২৫ জুন ২০১৫ সকাল ১১:১৮
269633
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File