মৃত্যু
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ জুন, ২০১৫, ০১:৩৪:৫৭ রাত
একদিন হঠাৎ
সকাল- দুপুর - সন্ধা
রাত্রির কোনো একমুহুর্তে
আমার সকল কর্মতৎপরতা
স্তব্দ করে
আমার অতি প্রিয়জন-
ভালবাসি আমি যাদের
যারা আমাকে ভালবাসে
মায়া-মোহময় এই পৃথিবীর পৃষ্টদেশ
ভালবাসার স্বপ্নময় আংগিনা থেকে
দুরে বহুদুরে নিয়ে যেতে
তার সাথে হবে মোলাকাত
ভয়ে আমার চোখ দুটু
বিষ্ফারিত হবে
কিংবা, হাসতে হাসতে
আমি চলে যেতে থাকবো
ভালবাসার সকল উৎসের দিকে ।
বিষয়: সাহিত্য
১০৯৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন