মৃত্যু
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ জুন, ২০১৫, ০১:৩৪:৫৭ রাত
একদিন হঠাৎ
সকাল- দুপুর - সন্ধা
রাত্রির কোনো একমুহুর্তে ![]()
আমার সকল কর্মতৎপরতা
স্তব্দ করে
আমার অতি প্রিয়জন-
ভালবাসি আমি যাদের
যারা আমাকে ভালবাসে ![]()
মায়া-মোহময় এই পৃথিবীর পৃষ্টদেশ
ভালবাসার স্বপ্নময় আংগিনা থেকে
দুরে বহুদুরে নিয়ে যেতে
তার সাথে হবে মোলাকাত ![]()
ভয়ে আমার চোখ দুটু
বিষ্ফারিত হবে
কিংবা, হাসতে হাসতে
আমি চলে যেতে থাকবো
ভালবাসার সকল উৎসের দিকে ।
বিষয়: সাহিত্য
১১২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন