## নবীরশিক্ষা ##

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২২ এপ্রিল, ২০১৫, ০৫:৩০:০৫ সকাল



রোজকার মত বসিয়া রসুল দ্বীনের আলাপে রত,

চারিদিকে তাঁর সাহাবা সকল, মস্তক অবনত।

সহসা চাহিয়া দেখেন নবী, সালামের রেশ ধরে,

বালকের সাথে মহীলা এক দাঁড়ায়ে রয়েছে দূরে।

ফিরায়ে সালাম, বিনয়েরস্বরে জানিতে চাহেন তিনি,

কিবা প্রয়োজনে আসিলে হেথায় বল মোরে তাই শুনি।

মহীলা জানায়, বিধবা আমি এইটি আমার ছেলে,

বড় জেদী সে, আমাকে জ্বালায় মিস্টি না খেতে পেলে।

আপনার কাছে অনুরোধ করি, বুঝায়ে বলুন তারে,

অসহায় মা কেমনে সদাই মিষ্টি যোগাতে পারে!

কহিলেন নবী অনুরোধ করি শোনো গো জননী তবে,

সপ্তাহ পরে যদি আরবার আস বড় উপকার হবে।

মহীলা গেলেন চলি’ আচ্ছা তাই হবে বলি’

সপ্তাহ বাদে সন্তান সাথে আবার আসিল চলি’।

মাথায় রাখিয়া হাত বালকে নরম মধুর সুরে,

বলিলেন নবী জেদ করো নাকো মিষ্টি খাবার তরে।

মা টি তোমার গরীব আর বিধবা ও সেই সাথে,

দোওয়া করি খুশী হবে তায় যা দেয় যখন হাতে।

সাহাবী এক আরজ করিল, মহীলা চলিয়া গেলে,

কথা গুলি কি হতনা বলা, সেদিন বলিয়া দিলে!

কহিলেন নবী, শোন মোর সাথী সাহাবীরা সব যত,

মিষ্টি খাওয়ার আছে অভ্যাস মোর ঠিক বালকেরই মত।

এ কটা দিন বিরত থাকিয়া যাচাই করিনু মোরে,

কষ্ট আমার হয়কি কিছু, একথা জানার তরে।

সাতটি দিনের সময় ভিক্ষা নিতে হল তাই মোরে,

নিজে অপরাধী, উপদেশ দেব অন্যে কেমন করে?

বিষয়: সাহিত্য

১০৪৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316232
২২ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১৯
রাইয়ান লিখেছেন : সুবহান আল্লাহ ! ভাইয়া , এটা আপনি লিখেছেন !!! অসাধারণ ......... কবি গোলাম মোস্তফার লেখাগুলোর কথা মনে করিয়ে দিলেন একদম ... এরকম লিখুন আরো , ভাইয়া !
২২ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫২
257325
শেখের পোলা লিখেছেন : হাঁ ভাই, এটা এই অপদার্থের কলমের মাধ্যমে আল্লাহর দান৷ ধন্যবাদ আপনাকে৷ আমিকোন কবিই নই,সেখানে একজন বড় মাপের কবির সাথে তুলনা করা কি ভাল?
316235
২২ এপ্রিল ২০১৫ সকাল ০৮:২৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মাশাআল্লাহ। ভাইয়া আপনি এত সুন্দর কবিতা লিখতে পারেন জানতামনাতো!
২২ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৫৪
257327
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আমার দ্বারা লিখিয়ে নিয়েছেন৷ আমার কোন বাহাদুরী নেই৷ আমি চেষ্টা করেছি মাত্র৷ আপনাকে ধন্যবাদ৷
316267
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সুবহান আল্লাহ! খুবই সুন্দর লিখেছেন! আল্লাহ আপনার লেখার হাতকে আরো সু-প্রসারিত করুন! আমিন!
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
257417
শেখের পোলা লিখেছেন : সকল প্রশংসা মহান আল্লাহর৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ আমিন৷
316284
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৯
আবু জান্নাত লিখেছেন : মা শা আল্লাহ চাচাজান, চমৎকার কবিতা লিখেছেন, মহানবীর বানী সংবলিত উপদেশটি খুব ভালো লেগেছে। জাযাকাল্লাহ খাইর চাচাজান।
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
257418
শেখের পোলা লিখেছেন : আলহামদু লিল্লাহ৷ আপনাদেের ভাল লাগায় উৎসাহ পেলাম৷ ধন্যবাদ৷ আল্লাহ আমাদের নবীর প্রকৃত উম্মতে শামিল করুন৷
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
257419
শেখের পোলা লিখেছেন : আলহামদু লিল্লাহ৷ আপনাদেের ভাল লাগায় উৎসাহ পেলাম৷ ধন্যবাদ৷ আল্লাহ আমাদের নবীর প্রকৃত উম্মতে শামিল করুন৷
316303
২২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

অ সা ধা র ন! মা শা আল্লাহ! চমৎকার শব্দে গুচ্ছে মায়াকাড়া লিখা!

জাযাকাল্লাহু খাইর! Good Luck
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
257421
শেখের পোলা লিখেছেন : আলহামদু লিল্লাহ৷জাজাকাল্লাহু খাইরান৷ আল্লাহ আমাদের সকলকে তাঁর প্রীয় বান্দার কাতারে শামিল করুন৷
316306
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটি ছোট ঘটনা কত সহজে আকর্ষনিয় কবিতা হয়ে উঠে!
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
257424
শেখের পোলা লিখেছেন : মহা নবীর এমন ছোট ছোট ঘটনা আমাদের জীবনকে আলোকিত করুক৷ শুভেচ্ছা রইল৷
316315
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
আফরা লিখেছেন : এত সুন্দর হয়েছে চাচাজান একেবাবে অবাক করা সুন্দর !!
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
257429
শেখের পোলা লিখেছেন : পাগলী মা আমার, চাচাকে খুশী করতে চাও৷ দোওয়া করি আল্লাহর পথে দীর্ঘ জীবন নিয়ে বেঁচে থাক৷
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
257434
আফরা লিখেছেন : না চাচাজান একটু ও না বিস্বাস করেন চাচাজান, সত্যি অনেক সুন্দর হয়েছে কবিতা ।
316469
২৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। নবীজির মূল্যবান গল্পটি খুবই হৃদয়গ্রাহী এক অসাধারণ শব্দচয়ন ও আকর্ষণীয় উপস্থাপনায় পাঠক সমীপে নিবেদন করার জন্য জাজাকাল্লাহু খাইর। ভীষণ ভালো লাগলো ভাইয়া। বেশী বেশী লিখার অনুরোধ রইলো।
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১০
257621
শেখের পোলা লিখেছেন : অ আলায় কুমুস সালাম অ রহমাতুল্লাহ, আমিন! আপনাদের ভাল লাগায় ধন্য হলাম, উৎসাহ পেলাম৷ আপনার অনুরোধ রাখার আপ্রান চেষ্টা করব ইনশাআল্লাহ৷ সবার জন্য শুভ কামনা রইল৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File