আল্লাহর উপর তাওয়াক্কুল করা

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২২ এপ্রিল, ২০১৫, ০২:৫৩:৫৫ রাত

আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই এবং তা না পেলে আশাহত হই,যদিও আল্লাহর উপর সর্বাবস্থায় আশা রাখতে বলা হয়েছে। আর এরপর যদি সে বিপদগ্রস্থ হয়ে পড়ে তবে আশাহত হওয়ার পরের পর্যায়ে পৌছে আল্লাহর উপর অভিযোগ করে। বলে-আল্লাহ আমাকে কেন এমন করল !! অথবা আরও উল্লেখ করে আমি তো কারো ক্ষতি করিনি,এমন কোনো খারাপ কাজ তো করিনি তাহলে আমার এমন ক্ষতি কেন হলো ?

যে কোনো বিপদে আল্লাহর উপর নির্ভর করে,তার সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারন করার নামই হল আল্লাহর উপর তাওয়াক্কুল করা। চিন্তা এবং আচরণ দুটোই এটিকে পরিপূর্ণ করে। আল্লাহর উপর নির্ভরশীলতা একজন মুসলিমকে মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করে। এটির নামই হল প্রকৃত অর্থে আল্লাহকে বিশ্বাস করা,এটিই ঈমান,যার উপর তার সকল ইবাদত নির্ণিত হয়। আর এটি ঘটলে আল্লাহই তাকে বিপদ থেকে উদ্ধার করেন এবং প্রশান্তি দান করেন। তার জন্যে এত বিশাল নিয়ামত ঘোষনা করা হয় যা সকল মানুষ এবং জিন সম্মিলিতভাবেও চিন্তা করতে পারবে না। আর আল্লাহ যদি তাকে পৃথিবীতে কিছু না দেন,তবে তার অর্থ হল এই যে, আখিরাতে তাকে ভয়াবহ পরিমান নিয়ামত দেয়া হবে। পৃথিবীর এই তুচ্ছ কয়েক মুহুর্তের সময়ের জন্যে অত বিশাল নিয়ামতের ক্ষুদ্র অংশ প্রদান করাও আল্লাহ হয়ত পছন্দ করেননি। তার জন্যে পুরোটাই এক অনন্ত কালের জন্যে জমা রেখেছেন। একজন মুমিন এটা উপলব্ধী করেই আন্তরিক প্রশান্তি অনুভব করে। আর সত্যিই তাকে বিশুদ্ধ প্রশান্তি প্রদান করা হয়,যার মূল্য কেবল সেইসব মহা ধনী ব্যক্তি বুঝতে সক্ষম যারা সবথেকে বেশী সম্পদের মালিক হবার পরও শান্তি ক্রয় করতে পারেনি। সম্পদহীন মানুষ ওই স্তরের প্রশান্তি পাবার পরও সে তা মূল্যায়ন করতে ব্যর্থ হয়,কারন অগাধ সম্পদ,প্রাচুর্য সে প্রত্যক্ষ করেনি। এই কারনেই ইস্পাত কঠিন দৃঢ় ঈমান জরুরী।

আল্লাহর কাছে প্রার্থনা করে না পাওয়ার অর্থ এই নয় যে,তাকে কিছু প্রদান করা হয়নি । বরং তিনি যে বিষয়টি চাইছেন আল্লাহ সেটা তার জন্যে ওই মুহুর্তে অথবা পৃথিবীতে প্রদান করা তার জন্যে কল্যানকর মনে করছেন না। তবে এর অর্থ এই যে, তার প্রার্থনা গ্রহন করা হয়েছে। কারন আল্লাহর দরবারে হাত উঠালে তিনি তা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তিনি দিতেই পছন্দ করেন,আর তাতে তার নিয়ামত কমে যায় না। কারন তিনিই সব কিছুর স্রষ্টা। কিন্তু বান্দা তার প্রর্থনা কবুল হয়নি ভেবে আল্লাহর উপর মনে মনে নাখোশ হয়, অথবা আশাহত হয়। এই অবস্থা ঘটলে সে ঈমানের স্তর থেকে নীচে নেমে গেল। সে পরিক্ষায় উত্তির্ণ হতে পারল না অথবা সে বিষয়টি বুঝতেই পারল না। মূলত সেই কষ্টের পরিস্থিতি সম্পর্কে আল্লাহই অবহিত,কারন তিনিই তা প্রেরণ করেছেন। আর তিনি বান্দার আচরণ লক্ষ্য করছেন। যিনি আল্লাহর উপর সে সময় প্রকৃত পক্ষে নির্ভর করল,তিনিই উত্তির্ণ হলেন এবং দুনিয়া ও আখিরাত দুটোই পেয়ে গেলেন। সময় শেষ হবার আগে আমাদের উপলব্ধীগুলোকে কাজে লাগানো জরুরী।

বিষয়: বিবিধ

১২৬৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316217
২২ এপ্রিল ২০১৫ সকাল ০৫:০০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

সবসময় দোআ চাইতে হবে আল্লাহর কাছে! প্রতিটি সমস্যা, সমাধানে! কোন সমস্যা না থাকলেও দোআ করা অব্যাহত থাকবে! আল্লাহ যে একটা সমস্যা কম দিলেন সেটাও নিয়মত! মুমিন কখনো দোআ করা থেকে নিরাশ হয়না! আর দুনিয়াতে না পেয়ে আখিরাতে পেলে তো আরো কল্যানকর!

প্রায় অনেককে বলতে শুনি দোআ করে নাকি উনারা টায়ার্ড হয়ে গেছেন খুব খারাপ লাগে এধরনের কথা শুনলে!

চমৎকার লিখেছেন ভাই! আল্লাহ আপনার সকল কল্যানকর দোআ কবুল করুন ! জাযাকাল্লাহু খাইর!
২২ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৩
257330
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আপনার সকল কল্যানকর দোআ কবুল করুন ! জাযাকাল্লাহু খাইর!

আপনার চিন্তাগুলো অত্যন্ত পরিষ্কার। আল্লাহ আপনার মহা কল্যান করুক
316223
২২ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৪
শেখের পোলা লিখেছেন : সবকিছুর মাঝেই আছে বান্দার পরীক্ষা৷ তাই সর্বাবস্থায় তার ইচ্ছাকেই মেনে নেওয়া মুমিনের কাজ, কেননা সে আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করেই মুসলীম হয়েছে৷ ধন্যবাদ৷
২২ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৩
257331
দ্য স্লেভ লিখেছেন : এটাই সত্য। জাজাকাল্লাহ খায়রান Happy
316230
২২ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১১
আওণ রাহ'বার লিখেছেন : সাদিয়া মুকিমলিখেছেন : আসসালামুআলাইকুম!
সবসময় দোআ চাইতে হবে আল্লাহর কাছে! প্রতিটি সমস্যা, সমাধানে! কোন সমস্যা না থাকলেও দোআ করা অব্যাহত থাকবে! আল্লাহ যে একটা সমস্যা কম দিলেন সেটাও নিয়মত! মুমিন কখনো দোআ করা থেকে নিরাশ হয়না! আর দুনিয়াতে না পেয়ে আখিরাতে পেলে তো আরো কল্যানকর!
প্রায় অনেককে বলতে শুনি দোআ করে নাকি উনারা টায়ার্ড হয়ে গেছেন খুব খারাপ লাগে এধরনের কথা শুনলে!
চমৎকার লিখেছেন ভাই! আল্লাহ আপনার সকল কল্যানকর দোআ কবুল করুন ! জাযাকাল্লাহু খাইর!
২২ এপ্রিল ২০১৫ সকাল ০৮:২১
257322
রাইয়ান লিখেছেন : কিন্তু জনাব ! এই মন্তব্যটা তো মুহতারামা সাদিয়া মুকিমের করা ... আপনারটা কই ???:-Waiting Tongue
২২ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৪
257332
দ্য স্লেভ লিখেছেন : ছোটভাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকায় মন্তব্য কপি-পেস্ট হয়েছে। Happy
316233
২২ এপ্রিল ২০১৫ সকাল ০৮:২৫
রাইয়ান লিখেছেন : যথার্থ বলেছেন ভাইয়া ! কিন্তু আমরা মানুষ তো .... অসহিষ্ণু , আর ধৈর্যের অভাব তো রয়েছেই ! চেয়ে না পাওয়া আমাদের স্বভাব বিরুদ্ধ। তাই আমরা সহজেই বিচলিত হয়ে উঠি। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে শিখলে এই অভাব কিছুটা হলেও মোচন হবে।
২২ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৫
257333
দ্য স্লেভ লিখেছেন : এই সীমাবদ্ধতাটা আমাদের চাইলে আল্লাহ বেশী জানেন। আর তাইতো তিনি ক্ষমা করতে পছন্দ করেন। কিন্তু বান্দা ক্ষমা চাইতেও কার্পণ্য করে। এরপর যদি কেউ অভিযোগ করে,তবে সে তো কপালপোড়া....
316273
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খাদক ভাই, আপনার লিখাটি ঈমানের পাথেয়। সুন্দর লিখাটির জন্য অনেক অনেক শুকরিয়া।
তো আপনার খানাদানা কেমন চলছে? আপডেট কিছু জানাবেন।
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
257633
দ্য স্লেভ লিখেছেন : খাওয়াটাই বেশ ভাল চলছে। রুই মাছ ভুনা,ডাল,আলু,বরবটি ভাজি,আলাস্কান স্যামন..নানান ফল,সব্জী...Happy চিজ কেক...Happy Happy Happy Happy Happy
316282
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আপনি তো অসাধারণ মানুষ তাই এত সুন্দর করে ভাবতে পারেন। সুন্দর লেখার জন্য অনেক ধন্যবাদ।
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
257634
দ্য স্লেভ লিখেছেন : আমি অতি নগন্য এক গোলাম। আল্লাহ যদি দয়া করেন,তবে আমি আছি নইলে আমি তেলাপোকারও অধম। আমার জন্যে দোয়া করেন,যাতে আল্লাহ পৃথিবীতে আমাকে অনেক শান্তি,সাফল্য দান করেন এবং আখিরাতে অফুরন্ত নিয়ামতসহ জান্নাতুল ফিরদাউস দান করেন
316283
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামুআলাইকুম! শুধু বলবো আপনার দোয়ার সাথে আমিন! মহান আল্লাহ সকলের দোয়া কবুল করুন! আমিন!
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
257635
দ্য স্লেভ লিখেছেন : জজাকাল্লাহ খায়রান। আমার জন্যে দোয়া করেন,যাতে আল্লাহ পৃথিবীতে আমাকে অনেক শান্তি,সাফল্য দান করেন এবং আখিরাতে অফুরন্ত নিয়ামতসহ জান্নাতুল ফিরদাউস দান করেন
316308
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
257636
দ্য স্লেভ লিখেছেন : দুষ্টু পোলার স্টাইল নিলেন মনে হয় Happy
316313
২২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
আফরা লিখেছেন : হুজুর ভাল লিখেছেন অনেক ধন্যবাদ ।
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
257637
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। দোয়া করবেন। Happy Happy
১০
316373
২২ এপ্রিল ২০১৫ রাত ১০:২৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।
আফরা লিখেছেন : হুজুর ভাল লিখেছেন অনেক ধন্যবাদ । Thumbs Up
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
257638
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ আপনার কল্যান করুন সকল সময়
১১
316385
২২ এপ্রিল ২০১৫ রাত ১১:২১
বৃত্তের বাইরে লিখেছেন : এই গুনটা আপনার আর আপনার খাদক ভাই আওনের মধ্যে আছে Happy যে কোনো পরিস্থিতিতে হা হুতাশ কম করেন আলহামদুলিল্লাহ। ভালো লাগলো Good Luck Good Luck
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
257639
দ্য স্লেভ লিখেছেন : হেহেহেহে...বৃত্তের বাইরে তো আসতেই চান না।...জি সঠিক বলেছেন,আমি হাহুতাশ কম করি। আমার জন্যে খাস দিলে দোয়া করেন ,দোয়া বেশী প্রয়োজন
১২
316477
২৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। আপনার গুরুত্বপূর্ণ লিখাটি পড়ে ভীষণ ভালো লাগলো। Good Luck Good Luck Rose Roseএটাই তো একজন মুমিনের লক্ষণ যে সর্বাবস্থায় আল্লাহ্‌র উপর তাওয়াক্কুল করেন সন্তুষ্টচিত্তে। Rose Rose আমার ভাইটির এই মহৎ গুণটি আছে মাশাআল্লাহ্‌। Thumbs Up Thumbs Up Rose Roseজাজাকাল্লাহু খাইর। Rose Rose Bee Bee Bee Rose Rose
২৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
257640
দ্য স্লেভ লিখেছেন : ওহে বোন...এত বছর কোথায় ছিলেন...কি খেলাম না খেলাম তার কোনো খবর নিলেন না। ফুল উপহার দিলেন সাথে মৌমাছিও.....ফুল শুকবো,একটু মধূ খাব আর অমনি হুল ফুটাবে মৌমাছি...Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File