কাব্যানুবাদে সুরা বাক্বারার প্রথম রুকু
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৮ এপ্রিল, ২০১৫, ১০:০৮:৪৮ রাত
রহমান তুমি দয়ার সাগর, তুমিই হলে রহীম,
করিলাম শুরু তোমাই নামে, আলিফ,লা ম, মী ম৷
কোন সন্দেহ নাই এ কিতাবে, মুত্তাকীদের হুদা,
ইমানে যাদের রয়েছে সদা, অদৃশ্য সেই খোদা৷
নামাজ করিছে কায়েম, রেখেছে তা ঠিক ধরে,
যা রিজিক দিছেন খোদা, তা থেকে খরচ করে৷
ইমান এনেছে আপনার পর নাজিল হয়েছে যাহা,
আপনার আগে যা এসেছিল, ইমানে রয়েছে তাহা৷
দৃঢ় বিশ্বাস রাখে আখেরাতে, হেদায়েত রয়েছে সাথে,
রবের তরফের প্রকৃত সফলতা আসিবে তাদের পাতে৷
ভীতি দেখান আর নাইবা দেখান, উভয় সমান হবে,
ইমান আনবেনা তারা সততঃ কাফের হয়েই রবে৷
তাদের অন্তরে মোহর মেরে আল্লাহ দিয়েছে বন্ধ করে,
কানে ও চোখে পর্দা পড়েছে, কঠোর শাস্তি রয়েছে পরে৷
টরোন্ট/২০/০১/’১৫
বিষয়: সাহিত্য
১০০৫ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খাইর ।
কি সুন্দর করে লিখেছেন ভালো লাগলো অনেক ধন্যবাদ!!
একজন আলেম বলেছেন খোদা বলতে কিছু নাই আল্লাহ রব বলা ভালো। আমি শুধু শুনা কথা বললমা।
তবে ইসলামী সংগীত গুলার মধ্যে সাবাই ব্যাবহার করে থাকেন।
আর আমি কিন্তু খোদা হাফেজ বলিনা।আমি বলি আল্লাহ্ হাফেজ ।
অতএব আল্লাহ্ হাফেজ।।।
মন্তব্য করতে লগইন করুন