রাত্রের পর দিন আবারও দিনের পর রাত্রি আসে । কিন্তু জামায়াত নেতৃবৃন্দের ফাসির পরে কি করবেন? জামায়াত নিষিদ্ধেই কি আপনাদের প্রত্যাশা পুরন হবে ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ এপ্রিল, ২০১৫, ০৯:১৯:০১ রাত

শেখ মজিব কিন্তু কখনো মনে করেনি যে আমার কথাতে দেশ স্বাধীন হবে বা পাকিস্তানের সাথে লড়াই করে ইন্ডিয়ার সহযুগিতা নিয়ে দেশ স্বাধীন করতে পারবো। তার একটা চাওয়া ছিল যে বাংগালিরা আমাকে ছাড়া কাউকে ভোট দিবে না গুটি কয়েক ছাড়া তাই যদি কোন প্রকারে পুর্ব পাকিস্থানের প্রদেশিক সরকার হতে পারি এটাও বহু কিছু।

কিন্তু ২৬শে মার্চ ১৯৭১ থেকে যুদ্ধের জয়লাভের লম্বা ইতিহাস তার পরে তার প্রত্যাবর্তন যখন হলো তখন তার মনে হতে লাগলো এখনতো দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেলাম ।

তারপর পর লম্বা ইতিহাসের পর ১৯৭৪ সাল পর্যন একেরবার একেক স্বপ্ন দেখতে লাগলেন আর দেশের কৃতি সন্তানদেরকে চীর বিদাই করতে লাগলেন। ওনার মনের ভিতর ভাবনা গেল অনেক কিছুই চাওয়া ছাড়া যেহেতু পেলাম এবার একটা জিনীস চেয়ে দেখি লোকজন আমাকে দেয় কিনা?

সমস্ত দল নিষিদ্ধ করে এককভাবে দেশের ক্ষমতা যখনই গ্রহন করতে উদ্দত হলেন তখনই সর্বমহলে ক্ষেপে গিয়ে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘটাইয়াছেন যদি ও এমন জঘন্য কাজটাকে ঘৃনা করা উচিত।

তেমন ভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ওনার স্বপ্নের শুরু হয়েেছ এখন উনি জাগ্রত থাকলেও স্বপ্ন দেখেন। বাবার পথ ধরে অগ্রসর হচ্ছেন জানিনা আল্লাহ মাফ করুন তেমন তেমন কোন দুর্ঘটানা না হোক কিন্তু প্রশ্ন থেকে যায় , রাজনিতিতে শ্রদ্ধাবোধ এবং বিপক্ষ পার্টিকে মুল্যায়ন করাটা কিন্তু মহান কাজ। বর্তমানে সেই কাজটি আর হচ্ছে না ।

বিষয়: বিবিধ

১০২৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313750
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া!সুন্দর বলেছেন।
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৪
254675
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুসালাম
জাজাকাল্লাহ
Good Luck
313756
০৮ এপ্রিল ২০১৫ রাত ১০:০৭
হতভাগা লিখেছেন : জামায়াতকে নিষিদ্ধ করা গণমানুষের দাবী । এটা অনেক আগেই করা উচিত ছিল ।
০৮ এপ্রিল ২০১৫ রাত ১০:১৫
254684
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : লেজকাটা বিএনপির কিছু ছেচরা সমর্থকের এমন মন্তব্য করা মানায়।
বিএনপির ভিতর যে বামপন্থি ভুত আছে এদের আছরের কারনে তারেক জিয়া ভুল করেছে এবং খালেদা জিয়া তার সন্তানের কথামতো কাজ করেছে নইলে আজ বিএনপিকে পালাইয়া বেড়ানো লাগতো না
Good Luck
০৮ এপ্রিল ২০১৫ রাত ১০:২৩
254687
হতভাগা লিখেছেন : পরজীবী জামায়াত এখন দুকুলই হারালো । এখন শুরু হবে উতুঙ্গ মাইর । পালায়ে কুল পাবে না , কারণ তাদের বাবার দেশ পাকিস্তান আছে ড্রোনের উপ্রে ।
313767
০৮ এপ্রিল ২০১৫ রাত ১০:২৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জামায়াত পালানো লাগবে না কারন জামায়াত সারা বংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাতে অবস্থান পাকা করেছে।
আর আসল কথা হলো ভদ্র লোক মেন হয় রাজনিতির জ্ঞান একটু অডভান্জ , জামায়াত কোন ব্যাক্তির আদর্শে তৈরী দল না সুতারাং জামায়াতের নেতৃবৃন্দেকে যদি হত্যাও করা হয় তবু এই দল টলবার বা
313802
০৯ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জামায়াতকে নতুন ভাবে চিন্তা করার সময় এসেছে তাদের নেতৃবৃন্দ সময় মত আশা করি কিছু একটা দেখাবেন তবে এই মুহুর্তে কৌশলী থাকা ভালো। ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৬
254786
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আব্দুল্লাহ ভাই
জাজাকাল্লাহ
313856
০৯ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫৮
সুমন আখন্দ লিখেছেন : God knows & She knows
০৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৮
254807
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Yes Dear
She knows egg

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File