কার আদেশে

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৪ জানুয়ারি, ২০১৫, ০৯:৫০:৪১ রাত



কার আদেশে পু্র্বাকাশে উষার আলো ফোটে

কার আদেশে সন্ধ্যাকালে চাঁদটা জেগে ওঠে৷

কার আদেশে দিনের শেষে সূর্য ফেরে ঘরে,

কেইবা বিছায় কৃষ্ণ চাদর বিশ্ব চরা চরে৷

কে বসালো দূর আকাশে লক্ষ তারার মেলা,

কে ভাঁসালো শূন্যাকাশে শুভ্র মেঘের ভেলা৷

কার আদেশে মেঘ গুলো সব বৃষ্টি হয়ে ঝরে,

কার আদেশে ফুল ফষলে মাঠগুলো যায় ভরে৷

কার আদেশে সবুজ ঘাসে শিশির কণা হাঁসে,

কার আদেশে সাগর জলে জাহাজ গুলো ভাঁসে৷

কার ইশারায় গ্রীষ্ম করে ওষ্ঠাগত প্রাণ,

কার আদেশে বর্ষা করে সজীবতা দান৷

কার আদেশে শূন্যাকাশে ওড়ে পক্ষীকূল

কার আদেশে সুবাস ছড়ায় নানা রঙের ফুল৷

কার আদেশে পাহাড় গুলো তাকায় ঊর্ধাকাশে,

কার আদেশে পাথর ফেটে ঝর্ণা নেমে আসে৷

কার আদেশে নদীর পানি সাগর পানে যায়,

কার আদেশে গাঙের জোয়ার উজান পানে ধায়৷

কার আদেশে জীবন আসে, কার আদেশে যায়,

দুনিয়া জুড়ে তার নমুনা, দূর্ভাগা না পায়৷

টরোন্ট/৭/১২/’১৪

বিষয়: সাহিত্য

৮৬৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301571
২৪ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩৪
২৫ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৩৯
243969
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷Good Luck Good Luck Good Luck
301588
২৫ জানুয়ারি ২০১৫ রাত ০৩:২১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : Rose Rose Rose ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৪০
243970
শেখের পোলা লিখেছেন : আপনাকেওও ধন্যবাদGood Luck Good Luck Good Luck
301618
২৫ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৬
sarkar লিখেছেন : অনেক ধন্যবাদ।খুবই ভাল হয়েছে।
২৫ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩৮
244091
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও৷
301657
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ,ভাল কবিতাও লেখেন দেখি....Happy
২৫ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩৯
244092
শেখের পোলা লিখেছেন : ভাল হোক আর না হোক চেষ্টা করি আরকি? ধন্যবাদ৷
301707
২৫ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ চাচাজান Good Luck Good Luck Rose Rose
২৫ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪০
244093
শেখের পোলা লিখেছেন : মামনিকে শুভেচ্ছা রইল৷
301731
২৫ জানুয়ারি ২০১৫ রাত ১০:৫৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। মাশাআল্লাহ দারুণ লিখেছেন। অনেক সুন্দর হয়েছে কবিতাটি। জাজাকাল্লাহু খাইর।
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:৫১
244129
শেখের পোলা লিখেছেন : অীইআলাই কুমুস সালাম আপা, আমিন৷ আপনার জন্যও দোওয়া রইল৷ধন্যবাদ৷
302627
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
মাই নেম ইজ খান লিখেছেন : সুন্দর কবিতার জন্য অনেক অনেক জাযাকাল্লাহ।
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৪
244776
শেখের পোলা লিখেছেন : আসসালামো আলাইকুম৷ ধন্যবাদ খান ভাই, বইমেলা এসেগেল, ইচ্ছেছিল সঙ্গী হব৷
আর আমার কোন ছড়া, কবিতা পছন্দ হলে আপনার পত্রিকায় ছাপতে পারেন৷
309206
১৬ মার্চ ২০১৫ রাত ০৪:৪৫
জবলুল হক লিখেছেন : আসসালামু আলাইকুম ভাই।
মাশা আল্লাহ। আপনি অনেক সুন্দর লিখেন। আমি মুগ্ধ,আভিভূত। দোয়া রইল আপনার জন্য। আল্লাহ যেনো আপনার লেখনি আরো শাণিত করে দেন।
১৬ মার্চ ২০১৫ সকাল ০৬:৪১
250170
শেখের পোলা লিখেছেন : মূলতঃ আমি একটা সুন্দর তাফসীরের বাংলা অনুবাদের চেষ্টা করি,আর তাই ব্লগে দিয়ে শেয়ার করি যদি কারো বিন্দুমাত্র উপকারে আসে৷ মাঝে মাঝে রুচি বদল বা বিনোদনের জন্য টুকটাক কবিতা বা ছড়া নামের কিছু অখাদ্য ব্লগারদের গেলানোর চেষ্টা করি৷ আমি লেখক নই৷ আমার অনুবাদগুলো পড়ার অনুরোধ রইল৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File