মুসলমান বনাম মুসলিম

লিখেছেন লিখেছেন ব্লগার আবু আবদুল্লাহ ২৪ জানুয়ারি, ২০১৫, ১০:০৮:৪৮ রাত

বাংলাদেশে নাকি প্রায় শতকরা ৯০% মোসলমান। ভালা কতা, কেমনে মুসলমান হওয়া যায়। 'লা ইলাহা ইল্লাল্লাহ' সারাদিন পরতে আছে।এমনো অনেকে আছে প্রতেক দিন না হইলেও হাজার দুই হাজার বার পাঠ করতে আছে 'লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রসূল হযরত মোহাম্মদ সাঃ কি এই 'লা ইলাহা ইল্লাল্লাহ' এর দাওয়াত আরবে প্রচার করছিল।কৈ আবু জাহেল সে একটি বারও এই বাক্য কেন পাঠ করলোনা।আথচ আমরা এই বাক্যটা পাঠ করতে আছি সবসময়, আমরা কি মুসলমান হয়ে গেছি? এই বাক্য যা 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠ করতেছি এর অর্থটা কি? আজকে আমি কাকে ভয় করতেছি।কাকে আমার ইলাহ বানিয়েছি।আমি কার আদেশ নিশেদ মানতেছি।এটাইকি মুসলমান? আজকে বাংলাদেশে কত জন আছে যারা 'লা ইলাহা ইল্লাল্লাহ' এর উপর প্রতিস্টিত থেকে মুসলিম আছে। কৈ আমিতো বাংলাদেশে শতকরা 0.001% মুসলমান খুজে পাইনা।কাগজে পত্রে থাকলেই কি মুসলমান আরে মুসলিম হন।যে 'লা ইলাহা ইল্লাল্লাহ' এর দাওয়াত বিশ্বনবী মোহাম্মদ সাঃ প্রচার করে গেছেন। আমাকে প্রশ্ন করতে পারেন আমিও কি মুসলমান না মুসলিম ? উত্তর এটাই আমি মুসলিম হতে পারি নাই, এখনো মুসলমান রয়ে আছি।আফসুস আমার জন্য।আসুন ঐ কালেমের বন্দিগি আমাদের জীন্দিগিতে বাস্তবায় করি।হে বিশ্ব মন্ডলের প্রতিপালক আমাকে সহ আমাদের সকলকে আপনি মুসলিমের জীন্দেগী দান করেন।আমীন ইয়া রাব্বুল আলামিন।

বিষয়: বিবিধ

১০৩৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301586
২৫ জানুয়ারি ২০১৫ রাত ০২:৪০
সাদাচোখে লিখেছেন : আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই এবং মোহাম্মদ সঃ আল্লাহর রাসুল - এর সাথে বাংলাদেশের আম-জনতার পাশাপাশি খুনী, ধর্ষক, চোর-ডাকাত, বদমাশ-প্রতারক, লম্পট, পতিতা, মন্ত্রী মিনিস্টার, গ্যাংলিডার ও ধর্মীয় নেতা সবাই একমত।

আপনার লিখায় যা বুঝলাম - তাতে মনে হচ্ছে আপনি বলতে চাইছেন - কোরআন ও সুন্নাহ আমাদের কাছ হতে স্টেইটমেন্ট এর পাশাপাশি যে কমিটমেন্ট চাইছে - আমরা বাংগালীরা সম্ভবতঃ সেই কমিটমেন্ট পূরন করতে পারছি না। বরং আমরা বুঝিবা তৎকালীন আবু জাহেল, আবু লাহাব, আবু তালেব এর মত নিজেদেরকে মহা নলেজধারী মনে করে - নিজের বিচার বিবেচনা বোধ এ তাড়িত হয়ে লাত এর পরিবর্তে অর্থ ও বিত্তের, মানাত এর পরিবর্তে পেশী শক্তি ও ক্ষমতার, উজ্জার পরিবর্তে গণতন্ত্র ও জনগনের শক্তির পূজা করছি। সে সাথে ছোটখাট আরো কিছু পূজনীয় মূর্তির অবতারনা করেছি - যেমন মুজিব, জিয়া, হাসিনা, খালেদা ইত্যাদি। এবং অবাক ব্যাপার হল আমরা বিশ্বাস করি মুজিব হাসিনা বলে চিৎকার চেচামেচি করলে ঠিকই টাকা আসে, ক্ষমতা হয়, খালেদা জিয়া ইত্যাদিতেও কাজ হয়, আবার সুশীলের নামে গণতন্ত্রের জন্য কান্নাকাটি করলে ও বর্ডারের ঐপাড় হতে আশীর্বাদ আসতে থাকে।

এ্যানীওয়ে আল্লাহ আমাদের সেন্স ফিরিয়ে আনুক - এটাই প্রার্থনা।
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৭
244020

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনার আল্লা খরার কবলে পরেছেন। না পারেন মুসলমান'দের বুঝাতে। না পারেন ইহুদী'দের ঠেলা সামলাতে।
301598
২৫ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:২৮
ব্লগার আবু আবদুল্লাহ লিখেছেন : আল্লাহ আমাদেরকে হেফাজত করুন
301605
২৫ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২১
sarkar লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
301641
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৭

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনার আল্লা খরার কবলে পরেছেন। না পারেন মুসলমান'দের বুঝাতে। না পারেন ইহুদী'দের ঠেলা সামলাতে।
301648
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০৬
ব্লগার আবু আবদুল্লাহ লিখেছেন : আজ মুসলমান নামে কর্মে নাই।যদি মুসলমান গন আল্লাহর হুকুমে এসে যায়।তাহলে নাস্তিক দের আর ইহুদীদের কি পরিনাম হবে সেটা ভাবতেও পারছিনে।
301659
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪২
মনসুর লিখেছেন : মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
301666
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৫
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মুসলমানেরা নামে মুসলমান , কাজে না ।

এরা সানি লিওনিকে দেখতে লক্ষ টাকার টিকিট কাটবে তবে বেলাল ফিলিপসদের আসাকে মানতে চাইবে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File