আপা! মন কে শক্ত করেন। আমি এবং আমার পরিবার আপনার পাশে আছি। এই দেখুন খবর পেয়েই আমি ছুটে এসেছি.........
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৪ জানুয়ারি, ২০১৫, ১০:১৩:৫৮ রাত
ম্যাডাম খালেদা জিয়ার বাসায় সমবেদনা জানাতে ম্যাডাম শেখ হাসিনা
দরজায় শেখ হাসিনাকে দেখেই,
এগিয়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে
খালেদা জিয়াঃ আপাগো, আমার আরাফাত কোন দোষ করেনি, আমি মা, তাকে পেটে ধরেছি, কেন তাকে মারা হল গো আপা...... আমার আরাফাত কে ৭ বছর আমার থেকে দূরে রাখা হয়েছে......
শেখ হাসিনাঃ জড়িয়ে ধরেই কান্না রত অবস্থায়, আপা ধৈর্য ধরেন, আল্লাহকে ডাকেন। আমিওতো বাবা হারিয়েছি, পরিবার হারিয়েছে, স্বামী হারিয়েছি। আপা! মন কে শক্ত করেন। আমি এবং আমার পরিবার আপনার পাশে আছি। এই দেখুন খবর পেয়েই আমি ছুটে এসেছি.........
খালেদা জিয়াঃ আমার আরাফাত কোন দোষ করে নাই, আমার তারেক কোন দোষ করে নাই। আমরা রাজনীতির শীকার। আমরা অত্যাচারিত .........
শেখ হাসিনাঃ চোখ মুছতে মুছতে খালেদা জিয়ার খুব কাছে বসে তাঁর মাথাটা নিজের কাঁধে রেখে বললেন-
আপা! আমাদেরও তো একদিন মৃত্যুর ডাক আসবে
আমরা অনেক ভুল করেছি
আপা! আমি আর কারো কথা শুনবো না
আমি ও আমার দল আর পাশের কোন দেশের কথায় ভয় পাই না
আপা! আমি সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগ করবো।
আমি সুখে নেই, আপনি নেই, দেশ বাসিও সুখে নেই।
আপা, আমার দলে আলোচনা করে সংলাপের তারিখ ঠিক করবো
আপা! গত কালও ২৯ জন আগুনে দগ্ধ হয়েছেন
আপা! তারাওতো আমার জয়, ও আপনার তারেকের মতই।
আপনার তারেকও দেশে আসবে, আমি কথা দিচ্ছি, আপনি আর কাদবেন না প্লীজ।
দেশে নির্বাচন হবে, শান্তি আসবে
জনগণ যাকে ভোট দেয়, তাঁরাই সরকার গঠন করবে,
আপা! আপনি আর কাদবেন না, একটু শান্ত হোন, প্লীজ।
খালেদা জিয়াঃ এবার শেখ হাসিনার চোখের দিকে তাকালেন, আরেকবার জড়িয়ে ধরলেন, আরো কাঁদলেন। কাঁদতে কাঁদতে বললেন,
আপা! আমিও সিদ্ধান্ত নিয়েছি, আর অবরোধ নয়।
অনেক হয়েছে, সব হিংসার রাজনীতি আমরা পরিহার করব।
আপা! আপনি ঠিকই বলেছেন, চলুন আমরা জনগণের কাছে ফিরে যাই
জনগণ ঠিক করুক, কারা দেশ চালাবে
আর বিদেশী শক্তি নয়
দেশের মানুষ দেশ চালাবে
নতুন নির্বাচন ই আনবে সস্থি ও শান্তি
আপা! আপনি ঠিকই বলেছেন, আমরা শান্তিতে নাই
আমরা অনেক ভুল করেছি
চলুন, মৃত্যর আগে, হাতে হাত রেখে দেশের কল্যাণে কাজ করে যাই।
এবার শ্রদ্ধেয় দুই নেত্রী উঠে দাড়ালেন
আবারো একে অপরকে জড়িয়ে ধরে বাচ্চাদের মত হাউমাউ করে কাঁদতে থাকলেন.........
উপস্থিত সবাই কাঁদলেন
উভয় দলের নেতারা কাঁদলেন
সাংবাদিক কাঁদলেন, আগত লোকেরা কাঁদলেন
উপস্থিত পুলিশ অফিসার রা কাঁদলেন
টিভিতে লাইভ দেখে, বঙ্গ ভবনে মহামান্য রাষ্ট্রপতি কাঁদলেন
কাঁদলেন সেনা বাহিনী, বিমান বাহিনী, নোইবাহিনী ও পুলিশ প্রধান গণ
বিদেশে বাংলাদেশী রাষ্ট্রদূত কাঁদলেন
সারা দেশবাসি কাঁদলেন
কাঁদলেন চাষি, দিন মজুর,
হাসপাতালের পোড়া আহত স্বজনেরাও
পরিশেষে সংবাদ পাঠকও চোখ মুছতে মুছতে মুচকি হেসে সংবাদ শেষ করলেন।
এই খবর দেখে ও শুনে সারা দেশে শান্তি ও সস্থির নিঃশ্বাসে যে যার যার কাজে মনোযোগ দিলেন......
নির্বাচন হল
শান্তি এলো
দেশে নতুন পরিবেশ তৈরি হল
দেশ ক্রমাগত উন্নতির দিকে এগুতে থাকলো............
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ম্যায় য়াহা হু য়াহা হু য়াহা হু য়াহা
মন্তব্য করতে লগইন করুন