'রোজ নামচা' ???????????????????৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৭ নভেম্বর, ২০১৪, ০৪:১৭:৫৮ রাত



রাত গিয়ে দিন আসে, দিন গিয়ে রাত,

এরই মাঝে ঘটে চলে, ঘাত প্রতিঘাত৷

কেউ বলে আমি আছি তাই তোর থাকা,

কেউ বলে বন্ধকি করে দেব চাকা!

কেউবলে সুখে আছি, ভাল আছি বেশ,

কেউ বলে দুঃখের নাই অবশেষ৷

কেউ বলে ভুলো নাকো আমি ভূস্বামী,

কেউ বলে ‘ভাগ শালা, এটা মোর জমী৷

কেউ বলে টাকা ছাড়ো, ছাড়া পাবে ছেলে,

কেউ বলে দোষ নাই, ঘুষ কভু খেলে৷

কেউ বলে আমি বড়, জানো সে খবর,

কেউ বলে দাঁড়া তোর, খুঁড়িব কবর৷

কেউ বলে দেশ যেন রাজধানী মেল,

কেউ খোঁজে বাটি হাতে, সরিষার তেল৷

কেউ বলে চাইনা আজে বাজে ভাবনা,

চুপ চাপ থাকি বসে, ঝঞ্ছাটে যাব না৷

টরোন্ট/১৪/১১/’১৪

বিষয়: সাহিত্য

১২৫০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285072
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৪:২২
আব্দুল গাফফার লিখেছেন : অসাধারণ ১০০ লাইক দিলাম Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৫:০৬
228363
শেখের পোলা লিখেছেন : এত লাইক কোথায় রাখি,
আমিতো ভাই বিদেশ থাকি৷
ধন্যবাদ, আবার আসবেন৷
285075
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৫:০৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি ভাইয়া।
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২৯
228375
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় ধন্য হলাম৷ আপনাকে অনেক ধন্যবাদ৷
285083
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৭:১৩
কাহাফ লিখেছেন :

কঠিন বাস্তবতার সুন্দর রুপায়ণ ভাল লাগল অনেক! অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান শ্রদ্ধেয় শেখের পোলা..... Thumbs Up Thumbs Up Big Hug Big Hug
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩১
228377
শেখের পোলা লিখেছেন : আপনাকেও জানাই অনেক শুভেচ্ছা৷ আবার আসবেন৷
285095
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৯
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Rose Rose Rose
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৪
228647
শেখের পোলা লিখেছেন : শুভেচ্ছা ও একরাশ ধন্যবাদ নিয়ে যান৷
285117
১৭ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৬
নির্বোধ১২৩ লিখেছেন : কী সুন্দর ছন্দে ছন্দে ভরে দিলেন কবি!
কেউ বলে চাইনা আজে বাজে ভাবনা,
চুপ চাপ থাকি বসে, ঝঞ্ছাটে যাব না৷

থাক কবি কোন ঝঞ্ঝাটে যাবার দরকার নেই।

শুভেচ্ছা -

১৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৬
228648
শেখের পোলা লিখেছেন : কি করি বলেন,আমরাতো সব নন্দলাল কিনা! ধন্যবাদ মন্ত্যের জন্য৷
285119
১৭ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : অন্যগুলির মত এটাও অনেক ভালো হয়েছে। ধন্যবাদ।
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৭
228649
শেখের পোলা লিখেছেন : আপনাকেও বরাবরের মত ধন্যবাদ৷
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৮
228650
শেখের পোলা লিখেছেন : আপনাকেও বরাবরের মত ধন্যবাদ৷
285150
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose Rose অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:১০
228651
শেখের পোলা লিখেছেন : অনেক শুভেচ্ছা৷ অনেক অনেক ধন্যবাদ৷ আবার আসবেন৷
285196
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৫
আফরা লিখেছেন : রাত গিয়ে দিন আসে, দিন গিয়ে রাত,

এরই মাঝে ঘটে চলে, ঘাত প্রতিঘাত৷একটি ব্যবধানে আমাদের জীবনে ঘটে যায় অনেক বড় পরিবর্তন ।

কবিতা অনেক সুন্দর আর ভাল ও লেগেছে অনেক ।ধন্যবাদ চাচাজান ।
১৭ নভেম্বর ২০১৪ রাত ০৯:১২
228652
শেখের পোলা লিখেছেন : মামনিকে অনেক অনেক শুভেচ্ছা৷
ব্লগে সময় দিতে গিয়ে লেখা পড়ার ক্ষতি না হয়৷
293169
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এই দেশে পদে পদে
বেড়ে গেছে চামছা,
ভালো হল, মজা হল
আপনার রোজ নামচা।
Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:০২
236880
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় ধন্যহলাম৷ ধন্যবাদ৷
১০
309209
১৬ মার্চ ২০১৫ সকাল ০৫:০৭
জবলুল হক লিখেছেন : চমৎকার।
১৬ মার্চ ২০১৫ সকাল ০৬:৩০
250167
শেখের পোলা লিখেছেন : আপনাকে খুঁজে পেতে পুরানো লেখা পড়ার জন্য ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File