'রোজ নামচা' ???????????????????৷
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৭ নভেম্বর, ২০১৪, ০৪:১৭:৫৮ রাত
রাত গিয়ে দিন আসে, দিন গিয়ে রাত,
এরই মাঝে ঘটে চলে, ঘাত প্রতিঘাত৷
কেউ বলে আমি আছি তাই তোর থাকা,
কেউ বলে বন্ধকি করে দেব চাকা!
কেউবলে সুখে আছি, ভাল আছি বেশ,
কেউ বলে দুঃখের নাই অবশেষ৷
কেউ বলে ভুলো নাকো আমি ভূস্বামী,
কেউ বলে ‘ভাগ শালা, এটা মোর জমী৷
কেউ বলে টাকা ছাড়ো, ছাড়া পাবে ছেলে,
কেউ বলে দোষ নাই, ঘুষ কভু খেলে৷
কেউ বলে আমি বড়, জানো সে খবর,
কেউ বলে দাঁড়া তোর, খুঁড়িব কবর৷
কেউ বলে দেশ যেন রাজধানী মেল,
কেউ খোঁজে বাটি হাতে, সরিষার তেল৷
কেউ বলে চাইনা আজে বাজে ভাবনা,
চুপ চাপ থাকি বসে, ঝঞ্ছাটে যাব না৷
টরোন্ট/১৪/১১/’১৪
বিষয়: সাহিত্য
১২৫০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিতো ভাই বিদেশ থাকি৷
ধন্যবাদ, আবার আসবেন৷
কঠিন বাস্তবতার সুন্দর রুপায়ণ ভাল লাগল অনেক! অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান শ্রদ্ধেয় শেখের পোলা.....
থাক কবি কোন ঝঞ্ঝাটে যাবার দরকার নেই।
শুভেচ্ছা -
এরই মাঝে ঘটে চলে, ঘাত প্রতিঘাত৷একটি ব্যবধানে আমাদের জীবনে ঘটে যায় অনেক বড় পরিবর্তন ।
কবিতা অনেক সুন্দর আর ভাল ও লেগেছে অনেক ।ধন্যবাদ চাচাজান ।
ব্লগে সময় দিতে গিয়ে লেখা পড়ার ক্ষতি না হয়৷
বেড়ে গেছে চামছা,
ভালো হল, মজা হল
আপনার রোজ নামচা।
মন্তব্য করতে লগইন করুন