"ভিক্ষা চাইনা কুত্তা ঠেকাও"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০২ মার্চ, ২০১৪, ০৯:৫২:১২ রাত



২০৪০ সাল

অর্ধ শতাব্দী পরে-

প্রবাস জীবন সাঙ্গ করে এলাম ফিরে ঘরে৷

অবাক চোখে তাকাই শুধু, বদলে গেছে দেশ,

সকল কিছু নতুন লাগে, আগের নাহি লেশ৷

শহর জুড়ে দালান কোঠা, হাল ফ্যাসানের বাড়ি

চাষের জমি খেয়েছে গিলে আকাশ ছোঁয়া বাড়ি,

যানজট আর যায়না দেখা, রিক্সা চলে কলে,

দাঁড় বৈঠা হয়েছে উধাও, ট্রলার চলে জলে৷

সুড়ঙ্গ পথে ছুটছে ট্রেন, ফ্লাই ওভারে গাড়ি৷

বস্তিবাড়ি যায়না দেখা, গেছে শহর ছাড়ি৷

চার প্রহরের রাস্তা দিলাম এক প্রহরে পাড়ি,

নিজের গাঁয়ে হাজির হলাম, ঢাকা শহর ছাড়ি৷

কিশোর বেলার গ্রামটি আমার, বদলে গেছে সব,

নীরবতা দিয়েছে বিদায়, কলাহল, কলরব৷

নজরকাড়া অট্টালিকা গ্রাম ফেলেছে ছেয়ে,

সজীব হয়েছে মন্দীরখানা নতুন জীবন পেয়ে৷

ঘণ্টাধ্বনী আসছে ভেঁসে, শঙ্খ ফুঁকিছে কেবা,

ধূপধূণা জ্বেলে পুজারী বুঝিবা জুড়েছে সান্ধ্য সেবা৷

দূর হতে দেখি গম্বুজ খানি, মিনারও রয়েছে খাড়া,

সন্ধ্যা বাতি জ্বলেনি সেথায়, নাই আজানের সাড়া৷

ধীরে অতি ধীরে কম্পিত পদে, কাছে গিয়ে দেখি,

কিশোর বেলার জ্ঞানের আগার, তার হাল একি!

অজুর পানিতে শেওলা জমেছে, মেঝেতে জমেছে ধূলা,

আঙ্গিনা ছেয়েছে গুল্ম লতায়, দুয়ারে ঝুলিছে তালা৷

কোন মহামারী করেছে উজাড়, নামাজী মুসুল্লী যত,

প্রলয় কি এসেছিল হেথা কভু, আ’দ সামুদের মত!

কন্ঠে যাহার মিনার কাঁপিত, আজানের আহবানে,

ডেরাখানি তার ধূলায় মিশেছে, কি অপরাধে কে জানে!

এই যদি হয় চেতনা তোমার, হোকনা যতই দামী,

ফিরিয়ে দাও অতীত আমার, কিছু নাহি চাই আমি৷

=============

টরোন্ট=৩/৩/’১৪

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185726
০২ মার্চ ২০১৪ রাত ১০:০৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কতইনা বদলে গেছে এই দেশ। দারুন লিখেছেন....
185727
০২ মার্চ ২০১৪ রাত ১০:০৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কতইনা বদলে গেছে এই দেশ। দারুন লিখেছেন....
০২ মার্চ ২০১৪ রাত ১১:৩৩
137627
শেখের পোলা লিখেছেন : হাঁ,এমন উন্নতির দিকেই চলেছি তবে, মসজিদ মাদ্রাসা, নামাজী মুসুল্লীদের যে ভাবে মূল্যায়ন করা হচ্ছে তাতে ভবিষ্যতে মসজীদ আর মুমিনদের অবস্থাও এমন হতে পারে৷ ধন্যবাদ পড়ার জন্য৷
185775
০২ মার্চ ২০১৪ রাত ১১:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা আল্লাহ ,ভালো লেগেছে
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
137934
শেখের পোলা লিখেছেন : পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ৷
185781
০৩ মার্চ ২০১৪ রাত ১২:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যি বলতে খুব আবেগ দিয়েছেন কবিতায়। তাই নিজেও আবেগাপ্লুত হলাম।
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
137935
শেখের পোলা লিখেছেন : হাঁ, এমন উন্নয়নের পথেই আমরা চলেছি৷
185792
০৩ মার্চ ২০১৪ রাত ১২:৩৩
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : অসাধারন.... Rose Rose Rose
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
137936
শেখের পোলা লিখেছেন : অনেক ধন্যবাদ৷
185910
০৩ মার্চ ২০১৪ সকাল ০৯:৩২
ফাতিমা মারিয়াম লিখেছেন :


বরাবরের মতই চমৎকার, Thumbs Up
জসিমুদ্দীন,নজরুল,সামাদ মিলেমিশে একাকার। Happy Rose Praying Praying Praying


০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
137937
শেখের পোলা লিখেছেন : 'কোথায় লিয়াকত আলি আর কোথায় জুতোর কালী'
তবে পড়ার জন্য ধন্যবাদ৷
০৪ মার্চ ২০১৪ সকাল ০৭:২৪
138123
ফাতিমা মারিয়াম লিখেছেন : অবশ্যই আপনি চমৎকার ছন্দ লিখেন। এতে কোন সন্দেহ নেই। তবে আপনি পোস্ট আকারে দেননা। খালি মন্তব্যেই কবিতা লিখেন।আশা করছি এখন থেকে নিয়মিত কবিতার পোস্ট দেবেন।
০৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪২
138228
শেখের পোলা লিখেছেন : আপা আমার আসল উদ্দেশ্য কোরআন প্রচার, তাই যেটুকু সময় পাই তা অনুবাদে ব্যবহার করি৷ কবিতা লিখতে অনেক সময় লাগে৷ কারও ছড়ায় ছড়া মেলানো তত কঠিনও নয় আর আলাদা সময়ও লাগেনা তাই ওটাকরি৷ ধন্যবাদ৷
185959
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:৪১
সজল আহমেদ লিখেছেন : ভাল লিখেছেন।
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
137938
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷ আবার আসবেন৷
186172
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : সোজা বাংলা কথা অনেক সুন্দর লেখা।
০৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
137939
শেখের পোলা লিখেছেন : বড় ব্যথা নিয়ে মনে, লিখেছিনু সযতনে৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File