"ভিক্ষা চাইনা কুত্তা ঠেকাও"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০২ মার্চ, ২০১৪, ০৯:৫২:১২ রাত
২০৪০ সাল
অর্ধ শতাব্দী পরে-
প্রবাস জীবন সাঙ্গ করে এলাম ফিরে ঘরে৷
অবাক চোখে তাকাই শুধু, বদলে গেছে দেশ,
সকল কিছু নতুন লাগে, আগের নাহি লেশ৷
শহর জুড়ে দালান কোঠা, হাল ফ্যাসানের বাড়ি
চাষের জমি খেয়েছে গিলে আকাশ ছোঁয়া বাড়ি,
যানজট আর যায়না দেখা, রিক্সা চলে কলে,
দাঁড় বৈঠা হয়েছে উধাও, ট্রলার চলে জলে৷
সুড়ঙ্গ পথে ছুটছে ট্রেন, ফ্লাই ওভারে গাড়ি৷
বস্তিবাড়ি যায়না দেখা, গেছে শহর ছাড়ি৷
চার প্রহরের রাস্তা দিলাম এক প্রহরে পাড়ি,
নিজের গাঁয়ে হাজির হলাম, ঢাকা শহর ছাড়ি৷
কিশোর বেলার গ্রামটি আমার, বদলে গেছে সব,
নীরবতা দিয়েছে বিদায়, কলাহল, কলরব৷
নজরকাড়া অট্টালিকা গ্রাম ফেলেছে ছেয়ে,
সজীব হয়েছে মন্দীরখানা নতুন জীবন পেয়ে৷
ঘণ্টাধ্বনী আসছে ভেঁসে, শঙ্খ ফুঁকিছে কেবা,
ধূপধূণা জ্বেলে পুজারী বুঝিবা জুড়েছে সান্ধ্য সেবা৷
দূর হতে দেখি গম্বুজ খানি, মিনারও রয়েছে খাড়া,
সন্ধ্যা বাতি জ্বলেনি সেথায়, নাই আজানের সাড়া৷
ধীরে অতি ধীরে কম্পিত পদে, কাছে গিয়ে দেখি,
কিশোর বেলার জ্ঞানের আগার, তার হাল একি!
অজুর পানিতে শেওলা জমেছে, মেঝেতে জমেছে ধূলা,
আঙ্গিনা ছেয়েছে গুল্ম লতায়, দুয়ারে ঝুলিছে তালা৷
কোন মহামারী করেছে উজাড়, নামাজী মুসুল্লী যত,
প্রলয় কি এসেছিল হেথা কভু, আ’দ সামুদের মত!
কন্ঠে যাহার মিনার কাঁপিত, আজানের আহবানে,
ডেরাখানি তার ধূলায় মিশেছে, কি অপরাধে কে জানে!
এই যদি হয় চেতনা তোমার, হোকনা যতই দামী,
ফিরিয়ে দাও অতীত আমার, কিছু নাহি চাই আমি৷
=============
টরোন্ট=৩/৩/’১৪
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বরাবরের মতই চমৎকার,
জসিমুদ্দীন,নজরুল,সামাদ মিলেমিশে একাকার।
তবে পড়ার জন্য ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন