PREPOSITION-কে করেছি জয়।(কবিতা)

লিখেছেন লিখেছেন বিভীষিকা ০২ মার্চ, ২০১৪, ০৯:৩০:২৭ রাত

PREPOSITION-কে করেছি জয়।

দেশ ,নগর,শহর,

এদের আগে in বসিয়ে করবে বেশ বেশ।

সপ্তাহ, মাস,বছর,ঋতু,দশক,যুগ,শতাব্দী

এদের আগে in বসানো হয় আজ অব্দি।

প্রভাত,দুপুর,গোধূলি,রাত,

এদের আগে at বসিয়ে করবে বাজিমাত।

সময়ের আগে at বসে,দিনের আগে on,

দিনের অংশ ভাগে in না বসালে,মাথা করবে ভনভন।

Festival-এ at,নম্বরেও at, with হয় বস্তুতে,

এইভাবে preposition শিখবে আনন্দ আর ফুর্তিতে।

Person-এ by,পাশে বুঝাতেও by,(যানবাহনের আগে)কিন্তু in a car,

দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার।

ছোট হলে at,বড় হলে in, কখন হয় ?

এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।

বাহির থেকে ভিতরে into ব্যবহার করোরে,

ভিতর থেকে বাহিরে হয় outof,

Preposition না বুঝলে মুড় থাকবে off।

লেগে(স্পর্শ করে) থাকলে on হয়,নইলে above,

Since,for বুঝ না,কেন নাও ভাব ?

শুরু থেকে বুঝাতে since হয়,নইলে for,

গতি বুঝাতে(উপর দিয়ে)over,নিচে হয় under,

Preposition আসলেই খুব মজার।

মাত্রা(স্তর)বুঝাতে below,

Preposition শিখতে পেরে, আমি আছি খুব ভালো।

On-এ গিয়ে গতি হলে শেষ হয় onto,

সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to,

কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through।(বাধা থাকলে)

এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,(বাধা না থাকলে)

Preposition শিখলে নেই কোনো Loss।

এর বুঝাতে of হয়,

Preposition-কে আজ করেছি জয়।

বিঃদ্রঃ- ক্লাস ওয়ান থেকে ক্লাস এইটের ছেলেদেরকে যদি এই কবিতা মুখস্থ করিয়ে দিতে পারেন, তাহলে বড় হলে Preposition-নিয়ে তাদের কোনো সমস্যা থাকবে না মনে হয়।

বিষয়: বিবিধ

২১০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185758
০২ মার্চ ২০১৪ রাত ১১:০৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : গুরুত্বপূর্ণ ট্রপিক্স্‌, তবে কবিতাটি মুখস্থ রাখতে কষ্ট হবে, যাই হোক আপনি তো চেষ্টার শুরু করেছেন অন্যজন পূর্ণতা দিতে পারবে। অনেক ধন্যবাদ।
185857
০৩ মার্চ ২০১৪ রাত ০৩:২৩
মাটিরলাঠি লিখেছেন :
বিভীষিকা দুর করেন যিনি তার নাম কিনা বিভীষিকা!
185960
০৩ মার্চ ২০১৪ সকাল ১১:৪২
সজল আহমেদ লিখেছেন : হু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File