ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন!

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০৬:৪৫ সকাল

হঠাৎ করে আসলো কানে

কান নিলো তোর চিল শকুনে,

রামদা হাতে, মাল কাছাতে,

দৌড় দিলাম তার পিছনে৷

আয়রে ধলা, আয়রে কালা,

ঢাল সড়কির যোগাড় কর,

ধনুকে তোর ছিলা পরা,

তীর খানা তোর বাগিয়ে ধর৷

খবর পাঠা মিয়া ভাইয়ে,

ডাক দাদারে ওপার থেকে!

দেখব শালা চিল কোথা যায়!

কেবা পারে বাঁচায় তাকে৷

ইমাম সাহেব তফাৎ যাও,

শুনব ওয়াজ কাজের শেষে,

কি বললে? দেখব খুঁজে,

কান রয়েছে মাথার পাশে?

তাইতো রে ভাই, ভুল হয়েছে,

পরের কথায় লাফিয়ে উঠে,

কানের তালাশ না করে আজ,

চিল শকুনের পিছে ছুটে৷

তাইতো কষে কানমলা খাই,

এমন কাজ আর করবনা৷

আগে পিছে না ভেবে আর,

পরের কথায় নাচবো না৷

==========

টরোন্ট, ২৬/১/১৪

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173220
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫২
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার Thumbs Up Rose Rose Rose
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১১
126986
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷
173242
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
নেহায়েৎ লিখেছেন : আগে পিছে ভাবব সবাই
গুজবে কাজ করবনা,
জ্ঞান-বুদ্ধি থাকলে মাথায়
পরের কথায় লড়বনা।

পরের কথায় নাচি কেন
মোদের কি ভাই বিবেক নাই,
অন্ধকারে পা বাড়িয়ে
শেষে আবার লজ্জা পাই।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
126988
শেখের পোলা লিখেছেন : শিরণী দেখে ঝাঁপিয়ে পড়ি,
ডাণ্ডা দেখে পিছিয়ে যাই৷
সঠিক সময় ভাবিনা আর,
ফেল মারিলে লজ্জ্বা পাই৷
বিবেক মোদের টনটনে তাই,
ঘোমটা টানি আন্ধারে,
ফুলের মালা মনে করি,
শীকল দিয়ে বান্ধারে৷

কবি মহোদয়কে স্বাগতম৷

173248
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এমন কাজ আর করবনা৷
আগে পিছে না ভেবে আর,
পরের কথায় নাচবো না৷
-সুন্দর হৈছে, প্রিয় কবিকে ধন্যবাদ। Rose
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
126989
শেখের পোলা লিখেছেন : আমার তরফ থেকে শুভেচ্ছ রইল৷
173336
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : অনেক সুন্দর হইছে কবি।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
126990
শেখের পোলা লিখেছেন : কবি কভু নই আমি,
লিখি মনো জ্বালাতে৷
আজেবাজে লিখে যাই,
বিবেকের তাড়াতে৷

ধন্যবাদ
173841
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Roseধন্যবাদ Happy
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৯
127304
শেখের পোলা লিখেছেন : আপনাকে স্বাগতম, আর ধন্যবাদ৷
174311
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
egypt12 লিখেছেন : শিক্ষা পেলুম...মনে থাকবে অনেক দিন Happy
কখনই অপরের কথায় যাচাই না করে কাজ করা উচিত নয়।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৫
127742
শেখের পোলা লিখেছেন : মনে থাকতেই হবে৷ কারণ ন্যাড়া বেল তলায় একবারই যায়৷ ধন্যবাদ৷
175331
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৩০
বৃত্তের বাইরে লিখেছেন : ছোটবেলায় পাঠ্য বইতে পড়া পন্ডশ্রম কবিতাটার কথা মনে পড়লো। আমাদের স্বভাবটাই এমন গুজব ছড়ানো,যাচাই-বাছাই না করে গুজবে বিশ্বাস করা।

এমনিতে আপনার ছন্দময় মন্তব্যগুলো ভালো লাগে, কবিতাটাও ভালো লাগলো Good Luck Rose
১০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
128833
শেখের পোলা লিখেছেন : আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File