কোন এক প্রাইভেট মেডিক্যাল কলেজে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:১০:৪৩ সকাল

লাশকাটা ঘরে টলছে ডোম, টলছে মাতাল

রমরমা মেডিক্যাল, চলছে একাডেমিক্যাল হাসপাতাল

ছয়তলা দালানে তিনতলা খোঁয়ার

এখানেই কাঁটাছেড়া, সেলাই; মরা এবং মারার জোয়ার

সব গরু-ছাগলকে এখানে বানানো হয় ডাক্তার

এরাই গলায় ইয়ারফোন ঝুলিয়ে, এ্যাপ্রন পরে সাজে মোক্তার

আছে জরুরী বিভাগ, ওটি, আইসিইউ এবং ব্লাড ব্যাংক

রিসিপশনে ক্যাশিয়ার, রোগীর বুকে তাক করে সাজোয়া ট্যাংক

টাইট করে টাই বেঁধে ভিসি-সাহেব আসেন

কিছুক্ষন সবাই ফেন্সি-মুডে থাকেন;

এরপর তিনি যান আরেক প্রাইভেটে

নেমপ্লেটে চৌদ্দটা ডিগ্রি দেয়া হয়েছে সেঁটে

মানুষের রোগ নিয়ে কি নিদারুন বিজনেস!

রোগীরা মরে, ডাক্তারের ভরে ব্রিফকেস!

বিষয়: সাহিত্য

১০৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173218
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৬
শিশির ভেজা ভোর লিখেছেন : সব গরু-ছাগলকে এখানে বানানো হয় ডাক্তার
এরাই গলায় ইয়ারফোন ঝুলিয়ে, এ্যাপ্রন পরে সাজে মোক্তার

স্যার সত্যকে নিখুঁত বুননে কবিতার খাতায় তুলে ধরাতে আপনার জুড়ি নেই। আপনার মত লেখকদের হাজার বছর বেঁচে থাকার দরকার। আপনার জন্য বেশী বিশেষণের দরকার হয় না। Rose Rose Rose
০৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
127212
সুমন আখন্দ লিখেছেন : হাজার বছর বাঁচার যন্ত্রণা আছে
সে যন্ত্রণায় হয়তো সুখও আছে!
দারুন উৎসাহ পেলাম, হে পাঠক-সম্রাট! দীর্ঘায়ু হোন আপনিওPraying
173236
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৫
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সুমন ভাই কেমন আছেন ? অনেক দিন অাপনার সাথে আলাপ হয় না। আপনার ছোট ছোট কবিতা আমি সব সময়ই উপভোগ করি। আপনাকে ধন্যবাদ।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৯
127213
সুমন আখন্দ লিখেছেন : আপনাকে ধন্যবাদ। এ আমার অনেক আনন্দ
173740
০৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৪
ফেরারী মন লিখেছেন : এক কথায় অপূর্ব। ম্যানি ম্যানি থ্যাংকস টু ইউ
০৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৪
127243
সুমন আখন্দ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। এ আমার আনন্দHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File