হাসিনার বিরদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা হয়েছে ৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৩৩:০৩ সকাল
যুক্তরাজ্য প্রবাসী শাহীন আহমেদ নামে এক ব্যক্তি মামলাটি করেন, মামলায় ক্রসফায়ারের নামে সাধারণ মানুষকে হত্যা, গুম ও নির্যাতনে রাষ্ট্রীয় বাহিনীকে মদদদানসহ আরো কিছু বিষয় অভিযোগ করা হয় ৷ মামলার আইনজীবি হিসেবে আছেন বৃটেনের খ্যাতিমান ব্যারিষ্টার আলী মুহাম্মদ আজহার।
হাসিনা ছাড়াও আরো ১৩ জনকে আসামী করা হয়েছে এই মামলায় ৷ তারা হলেন-
◉ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর
◉ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারী সি কিউ এম মোস্তাক আহমেদ
◉ বিজিবি-র ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আজিজ আহমেদ
◉ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ডিজি মো: আকবর হোসেন
◉ পুলিশের আইজি হাসান মাহমুদ খোন্দকার
◉ যাব এর ডিজি মোখলেছুর রহমান
◉ বিজিবি-র যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান
◉ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মুজিবুর রহমান
◉ র্যাবের অতিরিক্ত ডিজি কর্ণেল জিয়াউল আহসান
◉ কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল মো: মতিউর রহমান
◉ কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল কিসমত হায়াত
◉ কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল ইমরান ইবনে এ রউফ
◉ ডিজিএফআই এর স্পেশাল অপারেশন ইনচার্জ মখছুরুল হক
◉ ডিজিএফআই ইন্টারন্যাল ব্যুারো ডিরেক্টর মো: সিরাজুল ইসলাম শিকদার।
গতকাল লন্ডনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়, সংবাদ সম্মেলনে মামলার বাদী ও আইনজীবিরা উপস্তিত ছিলেন ৷ সুত্রঃ আমার দেশ ৷
বিষয়: রাজনীতি
১০৩১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন