ইসলাম প্রীয় ভাই বোন ও জনাব সম্পাদক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ৩০ জানুয়ারি, ২০১৪, ১১:২০:৩৩ সকাল



জনাব, টুডে ব্লগের স্লোগান ‘বাধাহীন লেখার অঙ্গীকার’ তাকে আমি সন্মান করি৷ কিন্তু তারই সুযোগ নিয়ে কেউ অশ্লীল বা আপত্তিকর লেখা লিখবে এটিকে অবশ্যই নিয়ম বহির্ভূত কাজ বলেই মনে করি৷

একজন পরিচিত ব্লগার আজ সকালে বিশ্ব জাহানের শ্রেষ্ঠতম মনিষী মুসলীমদের প্রাণের নবী হজরত মোহামমদ সঃ এর ব্যাপারে কূৎসীত মনোভাব ব্যক্ত করে একটা লেখা দিয়েছেন৷ তাতে কয়েক জন নাবুঝে বা নাপ পড়ে মন্তব্য করায় দ্বিগুন উৎসাহে আজই তার দ্বিতীয় লেখা পবিত্র কোরআনের ব্যাপারে মুসলীমদের মনে সংশয় জাগানোর মত জঘন্য বক্তব্য পোষ্ট করেছেন৷

আপনাদের কাছে আমার আকুল আবেদন, যদি এটা দোষনীয় হয়েছে মনে করেন তবে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ করি৷

পাঠক ব্লগারদের কাছে অনুরোধ লেখা না পড়ে না বুঝে ভাল মন্তব্য করে অন্যায় কাজে সহযোগীতা করে নিজের ইমানের ক্ষতি করবেন না৷

আমার সাথে যারা একমত হবেন তারাও মডুদেরকে অনুরোধ করতে শামিল হোন৷

ধন্যবাদ৷

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ৪৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170211
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩০
আওণ রাহ'বার লিখেছেন : ১, মডুরা ঘুমায়।
২, আমরা ওদের পোষ্ট নো ভিজিট নো কমেন্ট ব্লক ।
৩, মডুদের দৃষ্টি আকর্ষন করছি।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫২
124178
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : একমত। ব্লক,নো ভিজিট,নো কমেন্ট।
170218
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
আল সাঈদ লিখেছেন : পাগলদের না বলুন।
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
124293
শেখের পোলা লিখেছেন : সাঈদ ভাই, এরা পাগল নয়, এরা অন্যের কেনা গোলাম৷ তাদেরই দেওয়া সীঁদকাঠী নিয়ে চুপিসারে আমাদের ইমানের ঘরে সীঁদ কাটে৷ এদেরই জন্য আমাদের বিখ্যাত আলেমরা ফাঁসীতে ঝোলে৷ ন্যায় নীতি চরিত্রবান ছেলে গুলো রিমাণ্ডে যায়৷
170220
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৬
হতভাগা লিখেছেন : অরণ্যে রোদন
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
124295
শেখের পোলা লিখেছেন : প্রতিবাদ করাও জেহাদ৷
170232
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৮
নোমান২৯ লিখেছেন : এরুপ ব্লগারদের একটা তালিকা করলে ভালো হত।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০০
124298
শেখের পোলা লিখেছেন : সে তালিকা প্রায়ই প্রকাশ হয়৷ মাত্র কয়েকজনের ডজন দুই নিক আছে৷ গেরস্তের কন্যা তারই একজন৷
170241
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৭
সিটিজি৪বিডি লিখেছেন : ইসলামের বিরুদ্ধে যারা পোষ্ট দেয় তাদেরকে ব্লগ থেকে বিতাড়িত করা দরকার। আরেকটা কথা ভাল করে পোষ্ট পড়েই মন্তব্য করা উচিত।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০১
124300
শেখের পোলা লিখেছেন : যুক্তিপূর্ণ বিরোধীতা গ্রহন হলেও মিথ্যা বানোয়াট, ব্যক্তি আক্রমন মানিনা৷
170243
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : সম্পাদক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০২
124303
শেখের পোলা লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ৷ দশের লাঠি একের বোঝা৷
170250
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩০
ভিশু লিখেছেন : সহমত! খুনি-লম্পট-ধর্ষক-লুটেরা-মদ্যপ-মাতাল-স্বৈরাচারীদের বিরুদ্ধে বললে ব্লগ বন্ধ করে দেয়া হয় - আর মহান আল্লাহ, মহানবী, কুরআন ইত্যাদি মানুষের পরম বিশ্বাসের, শ্রদ্ধার, স্পর্শকাতর বিষয়গুলোকে নির্লজ্জভাবে ভুয়া তথ্যের ভিত্তিতে নির্বিচারে কটাক্ষ করে যেতে থাকলে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কোন যুক্তিতে??? Time Out Time Out Time Out
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৪
123985
ভিশু লিখেছেন : শান্তিপ্রিয় মানুষদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী পোস্টদাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না কোন যুক্তিতে??? Time Out Time Out Time Out
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৪
124042
গৃহস্থের কইন্যা লিখেছেন : মানুষের কল্লাকেটে শান্তিপ্রিয়তার জাহির? আপনাদের বিশ্বাসের বস্তুটি পাগলা কুকুরের মত এত স্পর্শকাতর কেন যে সামান্যতেই ঘেউ করে উঠে!
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৪
124043
গৃহস্থের কইন্যা লিখেছেন : মানুষের কল্লাকেটে শান্তিপ্রিয়তার জাহির? আপনাদের বিশ্বাসের বস্তুটি পাগলা কুকুরের মত এত স্পর্শকাতর কেন যে সামান্যতেই ঘেউ করে উঠে!
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
124160
ইমরান ভাই লিখেছেন :
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৪
124304
শেখের পোলা লিখেছেন : আমরা দাবী জানালাম, বিচার করবেন কর্তৃপক্ষ৷ তারা সত্য অথবা মিথ্যা যেটা খুশী বেছে নেবেন৷
170270
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৮
আহমদ মুসা লিখেছেন : এই ব্যাপারটি নিয়ে আমি দু'য়েকটি ব্লগ পোস্ট করেছিলাম। কিন্তু কোন কোন সম্মানিত ব্লগারদেরকে আমি বিষয়টি বুঝাতে ব্যর্থ হয়েছি।
এক্ষেত্রে এক নাম্বার মন্তব্যে আওণ রাহবার যা বলেছেন সে পলিসি অবলম্ভব করলে কিছুটা ইতিবাচক ফল আসা করা যায়।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৫
124305
শেখের পোলা লিখেছেন : আপনার সাথে ছিলাম৷ আছি৷ সাথে থাকুন৷ ধন্যবাদ৷
170274
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০৬
গৃহস্থের কইন্যা লিখেছেন : আপনার নবী মুহাম্মদ কি রসোগোল্লা নাকি যে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না? আকাজ-কুকাজ করে মুহাম্মদ নিজেই নিজেকে বিতর্কিত করেছে।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
124145
ইমরান ভাই লিখেছেন : কিরে ছাগল তোর আবার কবে আমদানি হইলো Clown Clown Clown Clown Clown
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩২
124147
ইমরান ভাই লিখেছেন : দুঃখিত ভুল হইছেগ্যা ছাগলা না এতো ছাগী Clown Clown Clown Clown Clown
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪০
124159
ইমরান ভাই লিখেছেন :
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
124310
শেখের পোলা লিখেছেন : অন্ধ হাতির পা ধরে কলা গাছের সাথেই তুলনা করবে, আর কানে হাত দিয়ে কূলো ভাববেই৷ চোখ খুলে দেখুন, পৃথিবীর মানুষ তাকে কি ভাবে৷
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
124313
শেখের পোলা লিখেছেন : অন্ধ হাতির পা ধরে কলা গাছের সাথেই তুলনা করবে, আর কানে হাত দিয়ে কূলো ভাববেই৷ চোখ খুলে দেখুন, পৃথিবীর মানুষ তাকে কি ভাবে৷
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৮
124322
শেখের পোলা লিখেছেন : অন্ধ হাতির পা ধরে কলা গাছের সাথেই তুলনা করবে, আর কানে হাত দিয়ে কূলো ভাববেই৷ চোখ খুলে দেখুন, পৃথিবীর মানুষ তাকে কি ভাবে৷ ইমরাণ ভাইকে ধন্যবাদ৷
৩১ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৩১
124570
নোমান২৯ লিখেছেন : ইমারান ভাই সেইরম হয়েছে।
১০
170291
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৩
মুিজব িবন আদম লিখেছেন : "গৃহস্থের কইন্যা" স্বভাবিক সমাজের চিন্তা বা মানসিকতা বহনের মত দেখা যাচ্ছে না। লেখা পড়ে ও মনভাব দেখে "গৃহস্থের কইন্যা" বলে মনে হয় না। বরং অগৃহস্থের কইন্যা মনে হয়। এতে মর্যাদাপূর্ণ কোন অবদানও রাখে না। কেবল একজন খারাপ মানুষের প্রতিবিম্ব সামনে আসে।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৪
124316
শেখের পোলা লিখেছেন : এটি ও উনারই নিক৷ এরা একজনই৷বস্তির কইন্যারাও অনেক ভাল৷
১১
170341
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫২
নেহায়েৎ লিখেছেন : কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এরা্ শুধুই ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়। এরা নাস্তিকও নয় হিন্দু।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
124318
শেখের পোলা লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ৷
১২
170353
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
জাগো মানুস জাগো লিখেছেন : এরা্ শুধুই ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়। they are not blogger, they paid criminal.
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৬
124320
শেখের পোলা লিখেছেন : মানুষকে জাগাতেই হবে৷ আসলেই আমারও ধারণা এরা পেইড এজেন্ট৷
১৩
170362
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৬
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : আপনার সাথে সহমত। এ বিষয়ে আমিও একটা লেখা লিখেছিলাম। আহমদ মুসা ভাইয়াও বেশ কয়েকটা লেখা লিখেছেন। মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি, তারা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে ব্লগের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবেন।
http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2976/RUBAIYA/37174
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
124321
শেখের পোলা লিখেছেন : কর্তৃ পক্ষের নিজস্য চয়েস আছে, তারা সত্যের পক্ষে না মিথ্যাবাদীদের শেল্টার দিয়ে নিজেদেরও তাদের দলভূক্ত করবেন৷
১৪
170510
৩০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১০:০২
124416
শেখের পোলা লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ৷
১৫
170549
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৬
শেখের পোলা লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ৷
১৬
170595
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন : স্বাধীনতার মানে এই নয় যে আপনি ইচ্ছেমত হাত ঘুরিয়ে আমার নাকে লাগাবেন। সহমত
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১০:০২
124415
শেখের পোলা লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ৷
১৭
170826
৩১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৭
আল সাঈদ লিখেছেন : আজ অবধি নাস্তিক-কুকুরদের কে অংক শিখানো যায়নি। বৃথা চেষ্টা করা বোকামি বলেই আমি বলেছি তাদের মাইনাস করুন। তাদের সাথে লড়তে একতাবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই। জ্ঞানে-বুদ্ধিতে-আর্থিকভাবে তাদের মোকাবেলা করতে হবে।
১৮
171168
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩৩
সাইদ লিখেছেন : প্রতিবাদ করার জন্য ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৪১
124979
শেখের পোলা লিখেছেন : প্রতিবাদে যোগদানের জন্য ধন্যবাদ৷
১৯
172635
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩১
Medha লিখেছেন : একমত
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৪
126411
শেখের পোলা লিখেছেন : একমতে খুশী হলাম৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File