ভাংতি চিন্তা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ৩০ জানুয়ারি, ২০১৪, ১১:২৫:০৫ সকাল
ড্রন ড্রেন ড্রৌন
শুনিতে পাইলাম আমার শিক্ষাঙ্গনে ড্রন আবিস্কৃত হইতেছে, অন্যদিকে সকল ভাল ভাল ব্রেন ড্রেন হইয়া বিদেশে গমন করিতেছে। আমাদের কপালে যে কি ড্রৌন হইতেছে! আল্লাহই ভাল জানেন!
সারা শিক্ষাঙ্গন গারদ হইয়া গেলেও আমাদের টোনা পারদ হইয়া উনার সিদ্ধান্তে অটল থাকিবেন, আর টুনি "নারদ! নারদ!!" বলিয়া উনাকে সমর্থন দিতেই থাকিবেন।
দুই
বানী চিরন্তনী
" যখনই দেখবে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে, তখনই বুঝে নেবে যে আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি। "- -শের-ই- বাংলা এ কে ফজলুল হক।
অধ্যাপক আনিসুজ্জামানের পুরুস্কার পাওয়া নিয়ে কিন্তু কিছু বললাম না! উনি বড়মাপের লেখক বড়দেশ হতে বর পেতেই পারেন
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কাছে জাফর স্যারের বিশ্ববিদ্যালয়ের এই ড্রোন মেকারদের কথা জানতে চাই ।
ড্রোনের ব্যাপারে , কেমনে কি ?
ওনারা ধাক্কা খেয়ে পাকা হয়ে কথাগুলো বলেছিলেন. দু:খের বিষয়, তবু আমাদের বোধোদয় হয় না.
মন্তব্য করতে লগইন করুন