ঘুমের রাজ্যে পৃথিবী গদ্যময়!!
লিখেছেন লিখেছেন আবু আশফাক ৩০ জানুয়ারি, ২০১৪, ১১:৫০:৫৯ সকাল
একটি দেশে নতুন রানী সিংহাসনে বসে
বললো সবাই এসো শেখাই ঘুমের কসরত কষে।
ডিজিটালে টাল হয়ে তাই ঘুমিয়ে নিকট জন
রানীও নাকি ঘূমিয়ে পরে বাম কানেতে ফোন।
পাল্লা দিয়ে ঘুমায় তারা মধুর কুঞ্জ বনে
উজির ঘুমায় নাজির ঘুমায় রানীও তাহার সনে।
মখা নামের মগা নাকি ঘুমে হইচে ফাস্ট
মরু নামের সাহারা'রাও হইচে নাকি কাস্ট।
রাবিশ ঘুমায় তাহার কাধে ঘুমায় অগ্নি কন্যা
টুকু ঘুমায় মখার সাথে আনন্দেরই বন্যা।
প্রধান যিনি বলেন তিনি শেখানো সব বুলি
প্রশংসারই ঝাপি তিনি দিছেন নাকি খুলি।
নির্বাচনকে বলেন তিনি হইচে নিরপেক্ষ
হুদা'র চোখে যদিও তাহার গদিই আসল লক্ষ্য।
এমন মজার বক্তৃতাতেও ঘুমিয়ে পড়ে যারা
দেশটা নাকি সত্যিই এবার উদ্ধার করবে তারা।
কত্ত সুন্দর মসনদরে ভাই এলেই ঘুমে ধরে
শান্তি সুখের এমন গৃহ কোন বোকাতে ছাড়ে?
বিষয়: বিবিধ
২৫৬২ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাক প্রবাসতো চালিয়ে যাচ্ছেন নিজের মতো করে
আসুন মোরাও ঝাকুনি দেই মাউস-কীবোর্ড ধরে।
চমত্কার হবে না? ছবিগুলোও যে সেইসব চমত্কার(!) মানুষগুলোর!!
আজব দেশে ঘুম নিয়ে এমন কান্ডও ঘটে!
আজব বলেই এদেশে এমন ঘুম পাড়ানির গান
একটু আগেই করেছে তারা ক্ষমতার সুরা পান।
উনাদের মধ্যে স্বপ্ন দেখা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ।
বেশী বেশী স্বপ্ন দেখতে হলে বেশী বেশী ঘুমানোর প্রয়োজন ।
স্বপ্নটা ভাই বঙ্গবন্ধুর জন্যই রেখে দিন না!
ওনাদের ঘুম দেশ ও জনগণের চিন্তায় হলেইতো ভা লা!!
খোকা ঘুমালো পাড়া জুড়ালো দাদা এলো দেশে
খোকার ঘুম ভাঙতে হলে চড় মারো কষে
ভাঙবে না এ ঘুমটি তাদের হাতের চড়ে ভাই
শাহজাহান-মখার জুতার কথা ভুলেতো যা নাই?
বোতল টানের কথা কেন অন্য কিছু নয়?
আরো আছে গভীর কথা জয় বাংলা জয়।
গ্যাঞ্জাম খানের কথার সাথে একমত হবেন যারা
তথ্য আইনের ফাদে হয়তো আটকে যাবেন তারা।
জনগণ সুখে ঘুমাতে পারে।
তাই তো তাদের মনেও অফুন্ত সুখ। আর সুখ থাকলে ঘুম তো আসবেই, এটাই নিয়ম।
বিরোধীদের মহাঘুমে সরকার দিল ঘুম
এমন সুখের ঘুমের জন্য ঐটা বড় রুম।
ঘুমুক ওরা শান্তভাবে করছি নাকি আড়ি?
ঘুমের মধ্যেই দেবে এবার বাকশালী যুগ পাড়ি।
জাতির বাজান স্বপ্নে দেখে সংসদ ঘুমের কক্ষ
সেটাই সত্য(!)হলো যে ভাই নেই বিরোধী পক্ষ।
ঘুমাও... আরো ঘুমাও চান্দুরা।
দোষ কি শুধুই দাদার
তুলশি এসব ভাদা?
এগিয়ে দিলে নেয়না যারা
তারা হাদা ভোদা।
দেশটা যখন ওপার থেকে চালায় দাদা বাবু
মোদের শুধু জেগে থেকে লাভটা কি ভাই তবুও?
ঠিক বলেছেন ভায়া এরা শুধু কায়া
ঘুমেই থাক আর জেগেই থাকুক নেইকো এদের হায়া।
=)
আসুন ঘুমাই
মন্তব্য করতে লগইন করুন