আসুন গুনাহ মাফ চাই
লিখেছেন লিখেছেন সোনালী সুদিন ১৭ মার্চ, ২০১৩, ১১:৫৬:৫১ রাত
"হে আল্লাহ আমাকে ও আমার গুনাহের মাঝে এতটা দূরত্ব সৃষ্টি করুন যতটা দূরত্ব সৃষ্টি করেছেন পূর্বও পশ্চিমের মাঝে।হে আল্লাহ আপনি আমাকে ঠিক ঐ ভাবে পাপমুক্ত করুন যেভাবে সাদা কাপর ময়লামুক্ত হয়। হে আল্লাহ আপনি আমার গুনাসমুহ কে পানি দিয়ে ও বরফ দিয়ে এবং শিশির দিয়ে ধুয়েদিন" বুখারি ১/১৮১
পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ মোস্তফা(সঃ) ছিলেন আমাদের মহান শিক্ষক।তিনি আমাদের জন্য রেখেগেছেন উত্তম জীবন আদর্শ। আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে রাসুলের আদর্শ আজ উপেক্ষিত। যাকে কোন কালিমা কখনো স্পর্শও করতে পারেনি তিনি তার রবের কাছে কতটা সমর্পিত হয়ে গুনাহ মাফ চাইতেন। মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এমনি করে গুনাহ মাফ চাইবার তাওফীক দিন।আমীন
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন